Better life with steem || The Diary Game || 8 November, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO ▶
everyone
শুভ সকাল বন্ধুরা !! আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ইশ্বরের কৃপায় অনেক ভালো আছি ৷ তো বন্ধুরা শুরু করা যাক আমার আজকের সারাদিনের কার্যক্রম গুলো ৷ প্রতিদিনের মত আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠলাম তারপর প্রতিদিনের মত একই কাজ ফ্রেশ চলে গেলাম দোকানে তারপর চা নাস্তা করার পর চলে যেতে হয় কাজে ৷
দুদিন ধরে জমি তৈরি করলাম এখন বাঁধাকপি রোপণ করার পালা ৷ সকালে গিয়ে আগে বাঁধাকপি চারা গুলো হালকা পানি দিয়ে মাটি টা ভিজিয়ে নিলাম যেন চারাগাছে একটু হলেও মাটি আটকে থাকে ৷
তারপর বেশকিছু চারা তুললাম চারা তুলার পর চলে গেলাম জমিতে সকাল বেলা আমার বাবা জমিতে দাগ টেনে রেখেছে এখন শুধু চারা গুলো বসিয়ে বসিয়ে দিবো ৷
সকাল ১০ টা বাজে গেলাম অর্ধেক চারা রোপণ করতে করতে দেখি রোদের তাপ বেড়েই চলছে আর এদিকে কপির চারা গুলো রোপণ করার সাথে সাথে ঝেমকে যাচ্ছে তাছাড়াও জমিতে তেমন কোন রস ছিলো না ফলে পরে ভাবলাম যেভাবে রোদের তাপ দিচ্ছে এভাবে কপির চারা গুলো রোপন করলে বিকেলের মধ্যে একটাও বেচে থাকবে না ৷
সেজন্য যতগুলো চারা নিয়ে গেছিলাম সব গুলো রোপণ করে পরে বাদ দিয়ে দিলাম বিকেলের পর রোপণ করতে হবে তখন রোদের তাপমাত্রা খুবই কম থাকবে ৷ যার ফলে কপির চারাগুলো রোপণ করার সাথে সাথে সতেজ অবস্থায় থাকবে ৷
যাই হোক বিকেলের পর গিয়ে বেশ কিছু চারা আবার রোপণ করলাম ৷ প্রায় সন্ধ্যা পর্যন্ত কপির চারা রোপণ করলাম ৷ কালকে আবার রোপণ করতে হবে ৷ বর্তমান সময়ে কপি রোপণ করলে কিছুদিন পর এই কপির বাজার মূল্য বেশী পরিমাণে নিতে পারবো ৷
সন্ধ্যা বেলা |
---|
কপি চারা রোপণ করার পর বাড়িতে এসে স্নান করলাম তারপর দুপুরের খাবার রাতে খেয়ে বাজারের উদ্দেশ্য বের হয়ে পড়লাম ৷ বাজারে গিয়ে বাজার খরচ করলাম তারপর কসমেটিক্স এর দোকানে গিয়ে নিজের জন্য বেশ কিছু কেনাকাটা করলাম ৷
আমার বাড়িতে যেতে একটু দেরী হবে সেজন্য বাড়ির বাজার খরচ গুলো আমার কাকুর দারায় বাড়িতে পাঠায় দিলাম ৷ তারপর আমি বাজারে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম এবং বন্ধুদের সাথে চা খাইলাম ৷
বাড়ি আসার পথে হঠাৎ করেই দেখলাম গরম গরম খেচুরি রান্না হচ্ছে ভাবলাম খেচুরি টা খেয়েই যাই তাহলে ৷ এক প্লেট গরম খেচুরি সাথে একটা গরম ডিম ভাজি করে নিলাম তারপর খেয়ে দেয়ে চৌরাস্তায় চলে আসলাম সেখানে আবার বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম ৷
কাজ করে শরীর টা অনেক ক্লান্ত লাগছে বাড়িতে গিয়ে একা একা থাকতে হবে সেজন্য চৌরাস্তায় কিছুক্ষণ সময় দিলাম তারপর রাত ১০ টা বাজে আর দেরী না করে চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে এসে রাতের খাবার খেয়ে সোজা পোস্ট লিখতে বসে পড়লাম ৷ তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
অঞ্চলভেদে মাটির গুনাগুন ভিন্ন হয়ে থাকে। তাই একেক অঞ্চলে একেক ফসলের জন্য উপযোগী হয়ে থাকে। আপনাদের এখানে বাঁধা কাপিট চাষ করা হয় তবে আমাদের এখানে বাঁধাকপির ফলন ভালো হয় না। বিগত বছর বাবা শখ করে আমাদের বাড়িতে ফুলকপি ও বাঁধাকপির চারা রোপন করেছিলো তবে সেগুলো ফলন দেয় নি। মায়ের হাতের খিচুড়ি আমার কাছে অনেক প্রিয়।
আমাদের এলাকার দিকে বাঁধাকপি রোপন হয় এবং ধান কাটার পরে রোপন করে থাকে এটা আমি জানি এবং এতে অনেক পরিশ্রম করতে হয় আপনি অনেক পরিশ্রম করলেন সকালে ঘুম থেকে উঠেই চলে যেতে হলো কাজে সেখানে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লাগে আপনি বাসার কাজ অনেক সুন্দর ভাবে করে থাকেন এখন কার সময় মানুষ বাসার কাজ করতে চায় না তারা অনেক কম করে থাকে। যাই হোক আপনার একটি দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমাদের এদিকে বাঁধাকপির চাষ খুবই কম করা হয়।। বিভিন্ন জায়গায় মানুষ শুধু বাঁধাকপির চাষ করে থাকে আর আপনারাও করে থাকেন জেনে ভালো লাগলো।। আর হ্যাঁ কাজ করলে শরীর এমনি ক্লান্ত হয়ে যায় তাই শরীরকে ভালো রাখার জন্য বিশ্রাম অত্যন্ত প্রয়োজন।।।