Better life with steem || The Diary Game || 25 October, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO.
everyone
শুভ সকাল বন্ধুরা !! আজ শুক্রবার আজকের সকাল টা শুরু হয় এক টানা বৃষ্টি দিয়ে আজকে সারারাত বৃষ্টি পড়েছে সকালে উঠেই দেখি বৃষ্টি পড়তেই আছে ৷
যাই হোক বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে বাইরে আসলাম ব্রাশ নিয়ে তারপর ব্রাশ করতে করতে চারদিকের পরিবেশ টা অনেক সুন্দর লাগছে আকাশে কালো মেঘ হালকা হালকা কুয়াশার মত বৃষ্টি পড়তেছে ৷ আসলেই আজকের প্রাকৃতিক সৌন্দর্যতা অনেক আকর্ষণীয় করে তুলেছে আমাকে ৷
এরপর বাড়িতে চলে আসলাম তারপর ফ্রেশ হয়ে নিলাম দোকানে গিয়ে নাস্তা টা সেরে ফেললাম ৷ তারপর আবার বাড়িতে চলে আসলাম এই বৃষ্টির মধ্যে কি আর কাজ করবো রুমে এসে ফোনের টুকটাক কাজ গুলো করতে লাগলাম ৷
প্রায় ১১ টা বেজে গেলো বাড়িতে আর ভালো লাগছে না সে জন্য চলে গেলাম স্কুল মাঠে সেখানে সবাই গেম খেলতেছে আমি তাদের মধ্যে যোগ হয়ে গেলাম তারপর আমিও কিছুক্ষণ গেম খেললাম ৷
প্রায় দুপুর হয়ে গেল হঠাৎ করে আমার কাকুর বাড়িতে চেঁচামেচি শুরু হয় আমি স্কুল মাঠ থেকে দৌড়ে আসলাম দেখার জন্য তারপর শুনতেছি আমার কাকুর দুই ছেলে জমজ তারা ছোট চার বছরের বাচ্চা তারা খেলতে খেলতে বাশিলা দিয়ে একজনের মাথার উপর চোট দিয়েছিল মাথা টা অনেক টুকু ফেটে গেছে ৷
তারপর একটা ভ্যানে করে তাকে মেডিকেলে নিয়ে যায় ৷ তারপর কাকু আমাকে ফোন দিয়ে বললো কিছু টাকা নিয়ে আসতে আমি টাকা নিয়ে চলে গেলাম মেডিকেলে ৷
এজন্য মা বাবাদের খুব সচেতন থাকতে হয় ছোট বাচ্চাদের হাতে যে কোন ধরনের ধারালো অস্ত্র বা লাঠি দেওয়া থেকে বিরত থাকতে হবে সবসময় ৷ ছোট বাচ্চা গুলো কখনই কোনটা ঠিক কোনটা ভূল ওরা বুঝবে না আজকে যদি একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতো তাহলে কি হতো এজন্য সবসময় বাচ্চাদের খেয়াল রাখা দরকার তারা কি করে কোথায় যাচ্ছে ৷
যাই হোক মেডিকেলে নিয়ে গিয়ে তারপর ডাক্তার সেলাই করে দিলো কিছু ইনজেকশন দিয়ে দিলো তারপর কিছু ঔষুধ লিখে দেয় আমরা ঔষুধ গুলো নিয়ে মেডিকেল থেকে চলে আসলাম বাড়িতে ৷ ইশ্বরের কৃপায় তেমন কোন জটিলতা দেখা যায় নি বলা যায় না যেহেতু মাথায় আঘাত লাগছে ভালো ভাবে চিকিৎসা নিতে হবে ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যার সময় আমার একই কাজ থাকে চৌরাস্তা বা বাজারে যাওয়া আসলে চৌরাস্তা বাজারে না গেলে নিজের কাছে অন্যরকম লাগে সারাদিন বাড়িতে থাকতে হয় আর রাতের বেলা গ্রামের দুই একটা ছেলেদের সাথে আড্ডা বা ঘুরতে যেতে বেশ ভালোই লাগে ৷ এজন্য আর কি প্রতিদিন কমবেশী চৌরাস্তা গিয়ে গল্প আড্ডা দিয়ে আসি ৷
প্রায় রাত ৮ টা বাজে এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ তারপর আবার প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে আর এই সময়ে বাইরে থাকাটাও অনেক বিপদ ৷ তাই তারাহুরো করে বাড়ির জন্য কিছু বিস্কুট কিনে নিলাম তারপর সোজা চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে আসা আর বৃষ্টি শুরু হওয়া যাই হোক তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার টা সেরে ফেললাম ৷ এরপর রুমে এসে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
বাচ্চারা খেলার ছলে অনেক কিছু করে থাকে। তাদের হয়ত ভালো মন্দ বিচার করার ক্ষমতা হয়নি। বাচ্চারা দুষ্টামি করতে করতে অনেক সময় একে অপরকে আঘাত করে থাকে আর এজন্য বড়দের উচিত সব সময় ওদের উপর খেয়াল রাখা। আজ অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তারা খেলতে খেলতে অপরের মাথায় আঘাত করেছে যেটার কারনে অনেক বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। মাথায় আঘাত লাগলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তাই ভালো চিকিৎসা নেওয়া উচিত। ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉