Better life with steem || The Diary Game || 24 October, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO.
everyone
শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই !! আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় বেশ ভালো আছি ৷ তো শুরু করা যাক আজকের সারাদিনের কার্যক্রম ৷
আজ বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম বর্তমান সময়ে শীতকালের আবহাওয়া আসতেছে সকাল সকাল ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না ৷ তারপরও ঘুম থেকে উঠলাম এরপর ব্রাশ হাতে নিয়ে বাইরে এসে কিছুক্ষণ হাঁটাহাটি করলাম ৷
তারপর ফ্রেশ হয়ে দোকানে আসলাম নাস্তা করার জন্য ৷ নাস্তা শেষ করে কিছুক্ষণ আড্ডা দিলাম সবাই মিলে তারপর আড্ডা দেওয়া শেষ হলে চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে এসে বাড়ির টুকটাক কাজ গুলো করতে লাগলাম ৷ কাজ করতে করতে একঘেয়েমি লাগতেছে সেজন্য দোকানের ঐ দিকে ঘুরতে গেলাম তারপর দেখলাম ঝালমুড়ি বিক্রেতা এসেছে এই ঝালমুড়ি ওয়ালা কে দেখলে ঝালমুড়ি না খেয়ে থাকতে পারি না ৷
যাই হোক আজকে আর ঝালমুড়ি খাইলাম না যেহেতু গ্যাষ্টিক আছে আমার তাই আজকে জলপাই মাখা খাইলাম ৷ আসলে এদের কাছে জলপাই খাওয়া অনেক ক্ষতি এরা জলপাল মজা করার জন্য প্রচুর পরিমাণে ছেকারিন ব্যবহার করে থাকে আর ছেকারিন শরীরের জন্য খুবই ক্ষতিকর ৷ কিন্তু ছোট ছোট বাচ্চা গুলো তো আর এসব বুঝবে না তারা দেখলেই বাহানা ধরবে খাওয়ার জন্য ৷
জলপাই নিয়ে খেতে খেতে বাড়িতে চলে আসলাম ৷ তারপর মা বললো লেবুর গাছ গুলো পরিষ্কার করে দিয়ে আয় আমাদের পুকুরের পাশে বেশ কিছু লেবুর গাছ আছে সেখানে অনেক ঘাস লতা পাতা জন্মিয়েছে সেগুলো কে কেটে পরিষ্কার করে দিলাম ৷ তারপর লেবু গাছের অতিরিক্ত ডালপালা গুলো কেটে পরিষ্কার করে দিলাম ৷
কাজ শেষ করে বাড়িতে এসে স্নান করে নিলাম ৷ তারপর আজকে কারেন্ট ছিলো না আগামী কালকেই মাইকিন করেছি আজকে সকাল বেলা থেকে বিকেল পর্যন্ত কারেন্ট বন্ধ থাকবে ৷
আর এদিকে আমার ফোনেও তেমন চার্জ ছিল না একটু চার্জ রেখে ঘুমিয়ে পড়লাম ৷
বিকেল বেলা |
---|
বিকেল বেলা ঘুম থেকে উঠলাম উঠে দেখি কারেন্ট এখনো আসে নাই তাই একটু বাইরে চলে আসলাম ৷ বাইরে হাটতে হাটতে রাস্তার পাশে চোখ পড়লো একটি ফুল গাছে একটি প্রজাপতি বসে আছে সেই দৃশ্য টা সাথে সাথে ক্যামেরা বন্দি করে নিলাম ৷
মাঝে মাঝে এমন দৃশ্য দেখলে মনটা কেন জানি ছটফটায় ছুবি তোলার জন্য আর আমিও অপেক্ষায় থাকি এইসব দৃশ্য কখন চোখে পড়বে আর কখন দেখতে পারবো ৷
সন্ধ্যা বেলা |
---|
আজকে বিকেল থেকে একটু আকাশের অবস্থা খারাপ ছিল সারাদিন মেঘ থাকলেও বিকেল বেলা বাতাস আর মেঘ প্রচন্ড ছিল ৷ তারপর ঠিক সন্ধ্যা বেলায় হালকা কুয়াশার মত বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টি দেখে মনে হচ্ছে না খুব তারাতারি সেরে যাবে ৷
তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম কখন বৃষ্টি সারবে আর আমি বাজারে যাবো কিন্তু এক ঘন্টা হয়ে গেল বৃষ্টি আর কমছে না ৷ তারপর অপেক্ষা করতে করতে হঠাৎ একটু কমে যায় তখন এই সময়ে চলে আসলাম বাজারে ৷
বাজারে এসে বেশ কিছু খরচ ছিল সেগুলো ঠিকমত করে নিলাম তারপর আকাশের অবস্থা খারাপ দেখে বাজার থেকে খুব তারাতারি করে বাড়িতে চলে আসলাম ৷
আজকের মত এখানেই বিদায় নিলাম ! সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ সবাইকে জানাই শুভ রাত্রি 🌼 ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
Congratulations on bringing a quality content. You have earned a positive vote from team 2, and it is delivered by @starrchris.
Many Blessings...🙏🏻
Thank you so much for your support 🙏🤍
প্রথমেই বলব অনেক ভালো লাগলো পোস্টে পড়ে, সেই সাথে আপনার অসম্ভব সুন্দর ফটোগ্রাফি। আপনি তো চাইলে নিজেকে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসাবে তৈরি করতে পারেন।
কি সুন্দর লাগছিল চায়ের সাথে করা সকালের নাস্তা টা দেখতে,, আর সেই সাথে আপনার জলপাই মাখাটা ও কিন্তু বেশি লোভনীয় ছিল।।
আজ আপনার পোস্ট পড়ে আমি আপনার দিনের কার্যক্রম সম্পর্কে অবগত হয়েছি তাই আপনাকে ধন্যবাদ জানাই।।