Better life with steem || The Diary Game || 22 September, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO
everyone,,
শুভ সকাল বন্ধুরা ,,, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ৷ আমিও এখন ইশ্বরের কৃপায় বেশ ভালো আছি কয়েকদিন থেকে বেশ সুস্থতা অনুভব করতেছি ৷
তো বন্ধুরা আজ রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছিল তার কিছু কারণ ও রয়েছে আমাদের বাড়ির পাশে কালী মন্দিরে কাজ চলবে সেই কাজ গুলো দেখা শুনা করার দায়িত্ব আমার ছিল তাই সকাল সকাল উঠতে হয়েছিল ৷
যাই হোক আমরা আমাদের কালী মন্দিরে অনেক দিন পূজো উপলক্ষে বাজেট পেয়েছি সরকারি ভাবে আর সেগুলো টাকা দিয়ে মন্দিরের চার পাশে বাউন্ডারি দেওয়ার জন্য কিছু ইট কিনে এসেছি তারপর যাবতীয় যে সব লাগে তা সবকিছু নিয়ে এসেছি ৷
সকাল সকাল মন্দিরে গেলাম দেখি এখনো কেউ আসে নি তারপর আমি দোকানে গিয়ে চা নাস্তা করে নিলাম তারপর কিছুক্ষণের মধ্যে মিস্ত্রি চলে আসলো তারা ইট ভেজা শুরু করে দিলো বাউন্ডারির কিছু কাজ আমরা আগেই করে রেখেছিলাম এখন শুধু চারপাশে ইট গাথানো হবে ৷
যাই হোক মিস্ত্রি গুলো এসে কাজ শুরু করে দিল তারপর আবার এদিকে মন্দিরের কিছু জমি নিয়ে ভেজাল চলতেছে সেই জমির ভেজাল সমাধান করতে গ্রামের কিছু মান্য ব্যক্তিদের ডেকে আনা হয়েছে সবাই মিলে একটা সমাধান নিয়ে আসার চেষ্টা করবে ৷
যাই হোক সবাই মিলে বসে অনেক সিদ্ধান্ত নেওয়ার পর একটা সিদ্ধান্ত দেয় এতে দুই পক্ষই রাজি ছিলেন এতে সবাই অনেক খুশিও হয়েছিলেন ৷ তারপর সেই মানুষদের জন্য চা নাস্তা ব্যবস্থা করলাম তারা চা নাস্তা খেয়ে সবাই চলে গেলেন ৷
এদিকে দুপুর হয়ে গেলো আর বর্তমান দিন গুলাতে এত পরিমাণে রোদ যা বলার বাইরে দিন দিন কেন জানি রোদের তাপ বেড়েই চলছে জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে ৷
তারপর আমি সারাদিন মিস্ত্রির পাশে পাশে ছিলাম যখন যেটা লাগে তাদের কে দিলাম দুই দিনের মধ্যে কাজ শেষ করতে হবে তাই তো এতো চাপের মধ্যে থাকতে হয়েছিল ৷
যাই হোক সব কাজ গুলো শেষ করে বাড়িতে এসে স্নান করে নিলাম তারপর একটু হালকা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম বাজারে তারপর মিস্ত্রিদের ফোন করে আমার কাছে আসতে বললাম তারপর তাদের একদিনের কাজের টাকা সঠিক ভাবে বুঝিয়ে দিলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
আমার ফোনের ব্যাকপাট দরকার ছিলো যার জন্য আমাদের বাজারে থাকা সব চেয়ে বড় মোবাইল ফোনের দোকানে গেলাম গিয়ে আমার পছন্দের ব্যাককাভারের ব্যাকপাট টা চাইলাম দোকানদার অনেকক্ষণ খুজাখুজি করলো অবশেষে বললো সেই ফোনের ব্যাকপাট টি নাই শেষ হয়ে গেছে ৷
আমি আর কি বলবো তারপর দোকানদারকে বললাম আজকে যদি অর্ডার করি তাহলে কবে পাবো তারপর দোকানদার বললো চার দিন সময় লাগবে আমি মনে মনে ভাবলাম চার দিন তো আর বেশী সময় না সেজন্য অর্ডার করে দিলাম বায়না হিসেবে ১০০ টাকা দিয়ে রাখলাম ৷
বাজারে আর তেমন কিছু কাজ না থাকায় চলে আসলাম কারণ বাজারে প্রচন্ড গরম সেজন্য আর দেরী করলাম না ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |