Better life with steem || The Diary Game || 14 September, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO..
everyone,,
শুভ সকাল বন্ধুরা ,,
আজ সারারাত ধরে প্রচুর বৃষ্টি পড়েছিল তাই হয়তো একটু বেশী ঘুম ধরে ছিল আর তাই আজকে একটু দেরী করেই ঘুম থেকে উঠেছিলাম ৷ আজকে সকাল ৯ টা বেজে উঠেছিলাম তারপর বিছানা গুছিয়ে বাইরে আসলাম আর বাইরে এসে দেখি পুরো আকাশ টা মেঘে ঢাকা আবহাওয়া অনেক শীতল মনে হচ্ছে অনেক দিন বাদে আজকে একটু স্বস্তি লাগতেছে ৷
যাই হোক ফ্রেশ হয়ে নিলাম তারপর দোকানে চলে গেলাম নাস্তা খাওয়ার জন্য নাস্তা হিসেবে চা রুটি খেয়ে নিলাম তারপর দোকানে কিছুক্ষণ আড্ডা দিলাম ৷ আড্ডা দেওয়া শেষ হয়ে গেলে বাড়িতে চলে আসলাম ৷
আগামীকাল আমাদের বাড়িতে মেহমান আসছিল তাই পুকুরে মাছ ধরার জন্য জাল খুজলাম কিন্তু জাল আর পাইলাম না তখন কিছু উপায় না পেয়ে ছিপ তৈরি করা ছিল যেটা দিয়ে আমরা পুকুরে মাছ ধরে থাকি ৷ ছিপ বলতে একটা বাশের আগাল দিয়ে সুতা আর বকসি দিয়ে তৈরি করা হয়ে থাকে সেটাই হলো ছিপ ৷ এটা আমাদের গ্রামের ভাষায় বলা হয়ে থাকে জানি না আপনাদের এলাকায় কি নাম থাকতে পারে ৷
সত্যি কথা বলতে ছিপ দিয়ে মাছ ধরা অনেক কষ্ট আর ধর্য্যের ব্যাপার কেউ সারাদিন বসে থেকেও একটা মাছ পায় না তাদের মধ্যে আমিও একজন ৷ আমি প্রায় সময় ছিপ দিয়ে মাছ ধরতে গেলে অনেকক্ষণ বসেই থাকতে হয় তারপর দুই একটা মাছ ধরতে পারি এটা আমার কাছে অনেক বিরক্ত লাগে ৷
যাই প্রায় দুই ঘন্টা ধরে ৭ থেকে ৮ টার মত মাঝারি মাছ গুলো ধরি তারপর মাছ ধরা বন্ধ করে দিলাম আর বসে থাকতে ইচ্ছে করে না ৷
দুপুর বেলা |
---|
মোটামুটি সকল কাজ শেষ করে দুপুর বেলা চলে আসলাম চুল কাটতে আর গিয়ে দেখি একটু সিরিয়ালের চাপ পরে গেছে দুজন কাটাবে তারপর আমার সিরিয়াল ৷ কি আর করবো দোকানে বসে ফোন চাপতে লাগলাম ৷
অনেকক্ষন পর আমার সিরিয়াল আসলো তারপর আমি বসলাম চুল কাটতে কাটতে প্রায় বিকেল ৩ টা বেজে গেছে ৷ তাই আর বাজারে দেরী না করে একটি দোকানে গিয়ে ব্রাশ আর শ্যম্পু কিনে নিলাম তারপর সোজা সাইকেল করে বাড়িতে চলে আসলাম ৷
বাড়িতে এসে স্নান করলাম তারপর খাওয়া দাওয়া করে নিলাম হঠাৎ আকাশ খারাপ করলো আর সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করলো আমি রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম আর সব মিলিয়ে মনে হয় ১ ঘন্টার মত ঘুম দিয়েছিলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলা একটু শহরে গেলাম বাড়ির ফোনের কিছু পার্স লাগবে তাই কিনতে গিয়েছিলাম ৷ দোকানে যাওয়ার পর দোকানদারকে ফোন টা দেখিয়ে পার্স টার কথা বললাম তারপর দোকানদার বলে আছে দেখতে হবে আমি বললাম তাহলে দেখেন একটু আর এদিকে দোকানদার অনেকক্ষণ খুজলো তারপর বললো নাই ভাই শেষ হয়ে গেছে তাহলে কেমন টা লাগে বলেন তো !!
তারপর অন্য দোকানে গিয়ে খোজ করলাম সেখানেও পেলাম না পরে এই দোকানটিতে এসে অর্ডার দিয়ে রাখলাম কয়েকদিন এর মধ্যে চলে আসবে ৷
তারপর বাড়ির আসার পথে ডিম আর চটপটি খাইলাম অনেক দিন পর চটপটি খাওয়া হলো কিন্তু একেক দোকানে একেক রকমের স্বাদ পাওয়া যায় ৷ এখানেও মোটামুটি ভালো স্বাদ লাগলো ৷ যাই হোক অবশেষে বাড়িতে চলে আসলাম,,,
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি ❤ !
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
বৃষ্টির সময় পরিবেশটা ঠান্ডা থাকার কারণে ঘুমটা একটু বেশি হচ্ছে, বাড়িতে মেহমান আসলে তাদের জন্য ভালো আয়োজন করা হয়, জাল পেলে হয়তো পুকুর থেকে আরও বেশি মাছ পাওয়া যেত, চুল কাটতে গেলেই একটা সমস্যা সিরিয়ালে বসে থাকতে হয়, স্বাধীন কার্যক্রম থেকে খুব ভালো লাগলো ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
বৃষ্টির দিনগুলো প্রচুর বিরক্তিকর হয়।
তবে নিরিবিলি এবং সাথে কেউ থাকলে সময়টা খুব ভালো কাটে কিন্তু এমন অলস সময় পার করা ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার মত। বৃষ্টির দিনটা অনেক মজাদার হলেও সাধারণ নির্ণয়ের মানুষদের জন্য অনেক কষ্টের।
ধন্যবাদ আপনি সুন্দর লেখা এবং ছবি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
সত্যিই মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার। দুই ঘণ্টায় ৭-৮টা মাছ ধরেছেন, এটাও কম কথা নয়! ছিপ দিয়ে মাছ ধরা সত্যিই একটা শিল্পের মতো, আর ধৈর্য ধরে বসে থাকা সবসময় সহজ নয়।চুল কাটাতে গিয়ে সিরিয়ালের অপেক্ষাটা খুব পরিচিত শোনালো। কখনো কখনো অপেক্ষার সময়টা চুল কাটার চেয়ে বেশি সময় নিয়ে ফেলে, তাই ফোনটা চাপতে থাকা খুব স্বাভাবিক।ফোনের পার্স কেনার চেষ্টা কিন্তু বেশ হতাশাজনক লাগলো! কোনো কিছু না পেয়ে ফিরে আসাটা খুব বিরক্তিকর হয়। তবে অর্ডার দিয়ে রেখেছেন, আশা করি কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন।