Better life with steem || The Diary Game || 13 November, 2024 ||
সকাল বেলা |
---|
শুভ সকাল বন্ধুরা ,,
গতকালকে ব্রত ছিলাম তাই আজকে খুব সকালে উঠতে হয়েছে কারণ আজকে সকাল বেলা ব্রত সমাপ্তি করতে হবে ৷ সকাল ৭ টায় ঘুম থেকে উঠেছিলাম তারপর ফ্রেশ হয়ে স্নান করে নিলাম ৷ সকাল আট টা বাজার আগেই সূর্যদয়কে প্রনাম করতে হবে আমাদের এই দিকে এটা সবাই করে থাকে ৷
যাই হোক সূর্যদয় উঠার বা দেখার সাথে প্রণাম করে নিলাম ৷ তারপর বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম ৷ ঠিক ৯ টা বেজে আমরা সবাই পারণা করলাম মানে ব্রত সমাপ্তি করলাম ৷
গতকালকে সারাদিন ফলমূল খেয়ে শরীর টা অনেক ক্লান্ত লাগছে সেজন্য আর কাজে গেলাম না ভাবছি সারাদিন আজকে ঘুমাবো কিন্তু দিনের বেলা আমার কিছুতেই ঘুম আসে না ৷ তারপর সকাল বেলা থেকে দুপুর পর্যন্ত একটু করে ঘুমিয়ে নিয়েছিলাম ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা আমার মা মুড়ির ধান সিদ্ধ করতেছে সেখানে গিয়ে কিছুক্ষণ আমার মা কে সাহায্য করলাম ৷ মুড়ির ধান এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন পরে মুড়ি গুলো খুব সুন্দর ভাবে ভাজা যায় ৷ আর যদি সিদ্ধ ভালো ভাবে না হয় তাহলে চাল এবং পরবর্তীতে মুড়ি ভাজার সময় মুড়ি গুলো তেমন ভাবে ফুটবে না এবং কি মুড়ি গুলো চিকন ও লাল আকাড় ধারন করবে ৷
যাই হোক ধান গুলো সিদ্ধ করে তারপর চাতালে দিয়ে আসি সেখানে আমার মা থাকবে তারপর আমি চলে আসবো ৷ এভাবেই দুপুরের সময় টা অতিবাহিত করলাম ৷
বিকেল বেলা |
---|
সারাদিন টুকটুাক ব্যস্ততায় সময় কাটালাম এখন বিকেল সময় ভাবলাম একটু বাইরে ঘুরে আসি ৷ তাছাড়াও বিকেলের পরিবেশ টা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে ৷ সেজন্য প্রতিদিন চেষ্টা করি বিকেল সময় টা একটু ঘুরাঘুরি করার জন্য ৷
বিকেলের সময় টা এমন যে একেক দিনের একেক সৌন্দর্যতা আমরা উপভোগ করতে পারি ৷ যেমন টা আজকেও আমি অন্যান্য দিনের চেয়ে অন্যান্য সৌন্দর্যতা উপভোগ করতে পেরেছি ৷
যাই হোক হেঁটে হেঁটে যতদুর সম্ভব ঘুরলাম তারপর চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে রুমে এসে ফোন চাপতে লাগলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা একজন চাচা ফোন দিয়ে বলে বাজারে যাবে সাথে আমাকেও নিয়ে গেলো ৷ তার কিছু কাজ ছিল বাজারে সেগুলো আস্তে আস্তে সেরে ফেললো তারপর আমাকে নিয়ে একটা খিচুরির দোকানে গেল ৷ আমার আবার গরম গরম খিচুরি খেতে ভালো লাগে সাথে গরম ডিম ভাজি থাকলে আরো বেশ ভালো লাগে ৷
যাই দোকানে গিয়ে গরম এক প্লেট খিচুরি নিলাম তারপর সাথে একটা গরম ডিম ভাজি করে নিলাম ৷ দুজনে মিলে খেয়ে নিলাম তারপর বিল দিয়ে সোজা চৌরাস্তায় চলে আসলাম ৷
সেখানে একটা পরিচিত ছোট ভাইয়ের দোকান আছে সেখানে বসে প্রায় সময় আড্ডা দেওয়া হয় ৷ আজকেও বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর আমার পছন্দের বরই আচার দেখতে পাই সাথে সাথে একটা প্যাকেট নিয়ে নিলাম ৷
প্রায় রাত ৯ টা বাজে তাই আর দেরী না করে চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে রাতের খাবার খেয়ে পোস্ট লিখতে শুরু করলাম ৷
শুভ রাত্রি 💥
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
সকাল সকাল ধার্মিক কিছু কাজ করেছেন জেনে ভালো লাগলো।। এছাড়াও নিজের মাকে ধান সিদ্ধ করার কাজে সাহায্য করেছেন আসলে বাসায় একজন মা অনেক কাজ করে তাই প্রতিটি সন্তানের উচিত সাহায্য করা।। বিকালে বাজারে গিয়েছিলাম চাচা ফোন পেয়ে সবমিলিয়ে সুন্দর একটা দিন উপভোগ করেছেন।।
বাংলাদেশে থাকতে আমি মুড়ির মিলে কাজ করতাম এবং মুড়ির চাউল গুলো দেখতে হালকা লালচে হয়ে থাকে। কিন্তু আমরা যে চাউল গুলো নিয়ে মুড়ি ভাজার কাজ করতাম। সব চাউল গুলো বড় বড় ফ্যাক্টরি থেকে আসতো। কখনো নিজেদের বাড়ি চেষ্টা করেনি বা দেখেনি মুড়ি ভাজা চাউল কিভাবে সেদ্ধ করে। তবে আজকে আপনার মা মুড়ি ভাজার চাউল সিদ্ধ করছে সুন্দর ভাবে। এটা জানতে পেরে ভালো লাগলো এবং আমার মনে হয় এই চাউল গুলো হাতে ভাজা মুড়ির জন্য কাজে লাগে।
বিকালের আকাশ দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সারাদিন অনেক পরিশ্রম করার পর বিকেলে একটু ঘুরতে বের হলেই মনের ভিতরে অনেক ভালো লাগা কাজ করে। বিকালে উঠানো আকাশের ছবির সিনারি টা খুব সুন্দর লাগছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনার একটি দিনের সাহায্য করুন খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।