Better life with steem || The Diary Game |3 December, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল বন্ধুরা !! শীতের সকাল মানেই অলসতার সকাল বলে মনে করি আমি কারণ শীতের সকালে তারাতারি করে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না পরিবারের যদি কেউ খুব সকাল বেলা ডাকতে শুরু করে দেয় তাহলে একটু বিরক্তিকর লাগবেই ৷
যাই হোক সকাল বেলা উঠতে হয়েছিল কারণ কপির ক্ষেতে পানি দিতে হবে তাই সকাল সকাল চলে যাই ক্ষেতে ৷ মেশিন একটু দুরে থাকায় পাইপ দিয়ে পানি দিতে হবে সেজন্য আগে পাইপ সেটিং করে নিলাম তারপর কপি গাছে গোড়ায় সার দিতে হবে সার গুলো ভালো ভাবে মিশ্রণ করে নিলাম ৷
সার মিশ্রণ করা শেষে বাবা আর আমি কপির গাছে গোড়ায় পরিমান মত সার দিতে লাগলাম ৷ এভাবে প্রতিটি গাছের গোড়ায় সার দেওয়া শেষ করলাম ৷ তারপর ক্ষেতের মাঝ খান দিয়ে বেশ কয়েকটা আল তুললাম যাতে করে পানি সেচ দিতে সুবিধা হয় ৷
তারপর মেশিন স্টার্ট দিতে চলে আসলাম ক্ষেত থেকে মেশিন একটু দুরে সেজন্য আগেই পাইপ গুলো সেটিং করে রেখেছি তারপর মেশিনে পানি তুলে স্টার্ট দিলাম ৷
অনেকদিন যাবৎ ধরে মেশিন স্টার্ট দেওয়া হয় না তাতে করে মেশিন টা স্টার্ট নিতে চাচ্ছে না বেশ কয়েকবার স্টার্ট দেওয়ার পর তারপর মেশিন স্টার্ট নিয়েছে ৷
অবশেষে ক্ষেতে পানি চলে এসেছে কপি ক্ষেতে সেচ চলতেছে কিন্তু আল গুলো নতুন হওয়ায় আলের উপর দিয়ে পানি চলে যাচ্ছে এদিকে আল বাঁধতে বাঁধতে হাতের অবস্থা শেষ তারপরও কোন রকম আল গুলো বেঁধে সম্পন্ন ক্ষেতে সেচ দিলাম ৷
প্রায় ১ টা বেজে সেচ দেওয়া শেষ হয় তারপর পাইপ গুছিয়ে আর অন্যান্য যাবতীয় যন্ত্রপাতি গুলো নিয়ে বাড়িতে চলে আসলাম ৷ সকাল কোন কিছু খাই নি তাই আগে ফ্রেশ হয়ে খেতে বসলাম ৷
বিকেল বেলা |
---|
বিকেল বেলা কোন কাজ ছিল না যার জন্য বিকেল বেলা একটু হাঁটাহাটি করতে বের হইলাম ৷ মাঝে মাঝে দুরে কোথাও ঘুরতে মন চায় কিন্তু নিজের একটা বাইক নাই বলে মন চাইলেও আর কোথাও ঘুরতে বের হতে পারি না ৷ আমার অনেক স্বপ্ন একটা নিজের পছন্দের বাইক হবে আর একটা সুন্দর পরিবেশ সম্মত বাড়ি তারপর একটা স্বাভাবিক জীবনজাপন ব্যস এতটুকুই আমি ইশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি ৷
জানি না আমার ভাগ্যে কি আছে তবে ইশ্বরের কাছে সবসময় বিশ্বাস ও ভালোবাসা আছে ৷ আর এই বিশ্বাস ভালোবাসা নিয়েই আমি আমার সামনের দিকে এগিয়ে চলতেছি ৷
সন্ধ্যা বেলা |
---|
বিকেল সময় টা ঘুরাঘুরি করার পর সন্ধ্যায় চলে গেলাম বাজারে বাড়ির কিছু বাজার খরচ ছিলো সেটা আনতে গেছিলাম ৷ বাড়ির খরচ আমার বাবা করে থাকেন কিন্তু আজকে একটা জরুরি কাজের জন্য আটকে যায় বাড়ির ফিরতে রাত হবে সেজন্য আমাকে ফোন করে বাড়ির বাজার খরচ গুলো নিয়ে আসতে বলে ৷
বাজার খরচ গুলো বাড়িতে নিয়ে এসে ফ্রেশ হয়ে নিলাম তারপর রাতের খাবার টা খেয়ে নিলাম ৷ তারপর তো একই কাজ পোস্ট লিখতে হবে সেজন্য পোস্ট লিখতে বসে পড়লাম ৷
আজকে এই পর্যন্তই রইলো দেখা হবে পরবর্তী কোন পোস্টে ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |