Better life with steem || The Diary Game |24 February, 2025 ||
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ,, তাহলে চলো শুরু করা যাক ৷
সকাল সকাল উঠে চলে আসলাম কান্দর বাড়িতে ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য ৷ বর্তমান সময়ে সপ্তাহে একদিন করে পানি সেচ দিতে হবে তা না হলে ধানের জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে সেজন্য মুলত বর্তমান সময়ে সঠিক পরিমাণে পানি সেচ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷
প্রায় দুই বিঘা ধানের জমিতে পানি সেচ দিলাম দুই ঘন্টা ধরে সকালে কিছুই খাওয়া হয় নি ৷ সেজন্য খুব তারাতারি পানি সেচ দিয়ে বাড়িতে চলে আসলাম ৷
বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে দোকানে চলে আসলাম চা নাস্তা খাওয়ার জন্য ৷ আমার মায়ের জ্বর সেজন্য বাড়িতে কোন ধরনের রান্না হয় নি ৷ তাই সকাল ১০ টা বেজে দোকানে চা নাস্তা করে নিলাম ৷
যাই হোক নাস্তা করে চলে আসলাম বাজারে তারপর ঔষুধের দোকানে গিয়ে মায়ের জন্য ঔষুধ নিয়ে আসলাম ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা কাজ না থাকায় চলে আসলাম বাজারে চুল কাটার জন্য ৷ তারপর গিয়ে দেখি অনেক গুলো সিরিয়াল বসে আছে চুল কাটার জন্য ৷
কি আর করার যিনি চুল কাটেন তিনি আমার বেশ পরিচিত তাকে ভালো বুঝিয়ে একজনের পরেই সিরিয়াল নিয়ে নিলাম ৷ তারপর চুল কেটে ঠিক দুপুর দুই টার পর পর চলেই আসলাম বাড়িতে ৷
বাড়িতে এসে স্নান করে দুপুরের খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম ৷ আমারো প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছে সেজন্য বাইরে না এসে ঘুমিয়ে পড়লাম ৷
ঘুম থেকে উঠেই বিকেল বেলা দোকানে চলে আসলাম চা খাওয়ার জন্য শুনছি রং চা খাইলে নাকি মাথা ব্যাথা কমে যায় সেজন্য দোকানে এসে আগে রং চা খেয়ে নিলাম ৷
চা খাওয়া শেষে কিছুক্ষণ পর মাথা ব্যাথা কমতে শুরু করলো ৷ যাই হোক মাথা কমাতে চলে আসলাম পরিষদে নাগরিকত্ব সনদ পত্র তুলতে ৷ তারপর সনদ পত্র তুলে চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে চলে আসলাম বাড়িতে ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলা চলে আসলাম চৌরাস্তা বাজারে কদিন থেকে মাথায় অনেক টেনশন সারাদিন শুধু মাথা গরম আর টেনশন নিয়ে থাকতে হয় ৷ যাই হোক রাতে বাড়িতে থাকতে ভালো লাগেনা সেজন্য চৌরাস্তা বাজারে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য ৷
কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর হোটেলে গিয়ে সোলা বুট আর সিদ্ধ ডিম খাওয়া করলাম ৷ এরপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে সোজা চলে আসলাম বাড়িতে ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
বর্তমান সময়ে যারা ধান চাষ করছে তাদের ধানের জমিতে পানি দেয়ার জন্য একটু সকালবেলা কষ্ট করতে হয় তা না হলে আবার অনেক ঝামেলা হয়ে যায় আর সঠিকভাবে যদি জমিতে পানি দেয়া হয় তাহলে তার কোন কথাই নেই।
আপনি দুপুরের দিকে চুল কাটতে এসেছেন সেখানে এসে আপনাকে আবার সিরিয়াল দিতে হয়েছিল আসলে চুল কাটাতে গেলেও এখন অনেকটা সময় ব্যয় করতে হয় সন্ধ্যার পরে আবার বাজারে চলে এসেছেন ওখানে বুট এবং ছিদ্র ডিম খেয়ে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।