Better life with steem || The Diary Game |16 December, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল সকলকে 😊 আজ রোজ সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম আসলে আমি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে থাকি ৷ কারণ সকাল বেলার কিছু প্রাকৃতিক সৌন্দর্য থাকে সেটা উপভোগ করার জন্য ৷ চাইলে আমিও অনেক সময় ধরে বিছানায় থাকতে পারতাম কিন্তু আমার ইচ্ছে করে না ৷
যাই হোক যেহেতু শীতকালীন সময় চলতেছে আর এই সময়ে রোদের তাপমাত্রা খুবই কম থাকে বা কোন কোন দিন বা মাস চলে যায় রোদের কোন দেখা মিলে না সেজন্য আমার মা আগে থেকে ধান সিদ্ধ করে শুকিয়ে রাখে ৷
তাই আগামীকাল রাতে অনেক গুলো ধান সিদ্ধ করে রেখেছে কারণ এই সময়ে সিদ্ধ না করে রাখলে পরে রোদ পাওয়া খুব কষ্টকর হয়ে যেতে পারে ৷ আমি আজকে সকালে উঠেই সিদ্ধ ধান গুলো বাড়ির পাশেই ফাকা জমিতে চটের উপর দিয়ে আসলাম ৷
বাড়ির আশেপাশে চাটাল নেই তার জন্য এভাবেই ধান সিদ্ধ করে শুকাতে হয় ৷ যাই হোক তারপর ধান গুলো রোদ উঠলে চারদিকে মেলে দেই তারপর সব ধান গুলো পা দিয়ে ঘাঁটা দেই যাতে করে ধান গুলো সমান ভাবে চারদিকে ছড়িয়ে যায় ৷
দুপুর বেলা |
---|
এখন আর কাজের তেমন কোন চাপ নেই অল্প স্বল্প কাজ রয়েছে যেটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় ৷ যেমন দুপুর বেলা জমিতে চলে আসলাম এখানে অল্প কিছু দেশী আলুর বীজ রোপণ করেছি সেই আলু গাছে লাঙ্গল টেনে দিলাম ৷
যেহেতু বীজ আলু সেজন্য একটু ভালোভাবে যত্ন নিতে হবে ৷ আলুর গাছের পাতায় যেন পোকা আক্রমণ করতে না পারে সেদিকে প্রতিদিন খেয়াল রাখতে হবে ৷ যাই হোক আলুতে মাটি দেওয়া দুপুরের মধ্যেই শেষ হয়ে যায় তারপর চলে আসলাম বাড়িতে ৷
বিকেল বেলা |
---|
বিকেল বেলা কলা ক্ষেতে কিছু কাজ ছিল যেমন কলা গাছের মধ্যে অতিরিক্ত পাতা এবং আগাছা গুলো ছাটাই করা মূলত কাজ ৷ তারপর কলা গাছে যেগুলো পাতা ঝুলে আছে বা পঁচে যাওয়ার মত হয়েছে সেগুলো ছাটাই করে দিলাম ৷
তারপর কলা ক্ষেতে পানি সেচ দিতে হবে সেজন্য পুরো জমিতে আল বাঁধে দিলাম যাতে করে সঠিক ভাবে পানি সেচ দিতে পারি ৷ কাজ গুলো করতে করতে প্রায় শেষ বিকেল হয়ে যায় তারপর চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে স্নান করে নিলাম তারপর রেডি হয়ে বাজারের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
বাজারে গিয়ে বাড়ির জন্য বাজার খরচ করলাম শাকসবজীর যে দাম খুব অল্প করে সবকিছু কিনে নিলাম তারপর পান সুপারি নিয়ে বাজার করা সমাপ্তি করে দিলাম ৷
তারপর আমার কিছু প্রয়োজনীয় কাজ ছিল সেগুলো সেরে ফেললাম তারপর চৌরাস্তা মোড়ে চলে আসলাম ৷ সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে সোজা পোস্ট লিখতে শুরু করলাম ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |