Better life with steem || The Diary Game |12 January, 2025 ||
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ আমি আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করতে যাচ্ছি, তাহলে চলো শুরু করা যাক ৷
আজ রোজ রবিবার সকাল ৮ টায় ঘুম থেকে উঠলাম তারপর প্রতিদিনের মত একই কাজ হাতে ব্রাশ নিয়ে চলে আসলাম বাড়ির বাইরে ৷
তারপর ব্রাশ করতে করতে দেখলাম সকাল বেলা সূর্য উঠেছে ঠিকই কিন্তু পুরো আকাশে সাদা সাদা মেঘে বিচ্ছিন্ন হয়ে আছে ৷ তবে দেখতেও অসাধারণ লাগছে যখন সূর্য উঠে আর উঠার সময় যদি সাদা মেঘের খন্ড গুলো চারপাশে ছড়িয়ে যায় তাহলে দেখতে অসাধারণ লাগবেই ৷
ব্রাশ করা শেষ হইলে চলে আসলাম বাড়িতে তারপর ফ্রেশ হয়ে দোকানে চলে আসলাম ৷ আমার প্রতিদিন সকাল বেলা নাস্তা না খেলে পেটে অনেক ক্ষুদা লাগে সেজন্য প্রতিদিন সকালে ১০ টাকার মত নাস্তা খাইতেই হবে ৷ তবে হঠাৎ হঠাৎ বাড়িতেই নাস্তা করে থাকি ৷
দোকান থেকে বাড়িতে এসে চলে আসলাম বাজারে পান সুপারি নেওয়ার জন্য ৷ আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে সেজন্য পান সুপারি বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে যাচ্ছি ৷
সকাল বেলা খুব সহজে দোকান খুলতে চায় না ফোন করে দোকানদার ভাই টাকে নিয়ে আসলাম তারপর তার কাছ থেকে সুপারি আর পান নিলাম ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা আলু ক্ষেতে গিয়ে অল্প কিছু আলুতে মাটি তুলে দিলাম ৷ কারণ এই সময়ে মাটি তুলে না দিলে আলুতে ফলন ভালো হবে না ৷ সবাই সবার জমিতে মাটি দেওয়া শুরু করেছে আমরাও আর দুদিন পর মাটি দেওয়া শুরু করবো ৷
তারপর মাটি দেওয়া শেষ হয়ে গেলে পানি সেচ দিবো তারপর এক মাস যেতে না যেতেই আলুর ফলন চলে আসবে ৷ এবং কি জমি থেকে আলু তোলা শুরু হয়ে যাবে ৷
বিকেল বেলা ঘুরার সময় এই ছবিটি আমার ফোন থেকে ফটোগ্রাফি করেছি ৷ আসলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যতা এতই সুন্দর যে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ৷
এই ধরনের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আমি যখন উপভোগ করি তখন মনে হয় আপনাদের কাছেও এই সৌন্দর্যতা তুলে ধরি ৷ যাই হোক আমার এই ফটোগ্রাফি টা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷
সন্ধ্যা বেলা |
---|
আজ রবিবার আমাদের আজকে বাজারে হাঁট লাগে সেজন্য বাজার খরচ করতে বাজারে চলে আসলাম ৷ কিন্তু আমার বাজার খরচ করার আগে আমার বাবা বাজার খরচ করে ফেলেছে তারপর আমাকে ফোন করলো এবং বাজার খরচ গুলো বাড়িতে নিয়ে আসার জন্য বললো ৷
আমি বাজার খরচ গুলো নিয়ে চলে আসলাম চৌরাস্তা মোড়ে তারপর আমাদের বাড়ির পাশের একজন মানুষকে দিয়ে বাজার খরচ গুলো পাঠিয়ে দিলাম ৷ আমার বাড়িতে যেতে একটু দেরী হবে সেজন্য আমি চৌরাস্তায় রয়ে গেলাম ৷
প্রায় ২ ঘন্টা চৌরাস্তা মোড়ে আড্ডা দিলাম এরপর চা নাস্তা খেয়ে দেয়ে সোজা বাড়িতে চলে আসলাম ৷ বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম এরপর রুমে এসে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার প্রথম ফটোগ্রাফি টা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, সকালে সূর্য ওঠার আগে একটা সম্ভব সুন্দর আকাশ, সারাদিনটা মোটামুটি হালকা ব্যস্ততার মধ্যে কেটেছে আপনার ঘুম থেকে উঠে ব্রাশ করেছেন নাস্তা করেছেন বাজারে গিয়ে,
এরপরে আবার বাড়িতে মেহমান আসবে সেজন্য পান সুপারি কিনবেন, দুপুরবেলা অন্যদের জমিতে আলু গাছে মাটি দিচ্ছে সেদিকেও লক্ষ্য রাখলেন, কোন কিছু ফলন করতে হলে তার উপরে সর্বোচ্চ পরিশ্রম দিতে হয় তাহলেই ফল ভালো পাওয়া যায়, আশা করছি আপনাদের টাও ভালো হবে।
আপনার সারাদিনের কার্যক্রম পরে বেশ ভালো লাগলো।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
ছেলেরা এমনটাই করে সকালবেলা দোকানে গিয়ে নাস্তা করে তবে আপনি দশ টাকার নাস্তা করেন এটা ভেবে আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম আমার ছেলেদেরকে দশ টাকা দিলে তারা বলে যে এটা দিয়ে কি হবে যাই হোক আপনি মাঝে মাঝে আবার ঘরেও নাস্তা করে থাকেন মেহমান আসবে তাই পান সুপারি নিয়ে এসেছেন বাজার থেকে।
বর্তমান সময়ে আলুর দাম অনেক বেশি আমরা ৮০ টাকা করেও আলু কিনে খেয়েছি আপনাদের ওখানে কত জানিনা অবশ্যই কম হবে কেননা সবাই আলুর চাষ করে থাকে আপনারা আসলে সঠিকভাবে আলুর চাষ করেন তাহলে হয়তোবা আলুর দাম অনেকটাই কমে যাবে।
আজকে আর আপনাকে বাজার করতে হলো না আপনার বাবা বাজার করে নিয়েছে যেটা দেখে বেশ ভালো লাগলো আপনি শুধুমাত্র সেগুলো বাসায় পৌঁছে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉