Better life with steem || The Diary Game |1 February, 2025 ||

in Incredible India6 days ago

Picsart_25-02-01_18-51-43-065.jpg

সকাল বেলা

IMG_20250201_182254.jpg

HELLO▶

Everyone

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ আমি আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করতে যাচ্ছি,, তাহলে চলো শুরু করা যাক ৷


সকাল ৭ টার দিকে ঘুম থেকে উঠে জলদি করে ফ্রেশ হয়ে দোকানে এসে চা নাস্তা করেই চলে আসলাম ভূল্লী নদীতে ধানের চারা তুলতে ৷ বর্তমান সময়ে ভরপুর আমন ধান চাষ শুরু হয়েছে তাই আমরাও তারাহুরো করে জমিতে ধানের চারা লাগাচ্ছি ৷

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এলাকায় ইদানিং প্রচুর পরিমাণে কুয়াশা পরতেছে এভাবে এক সপ্তাহ বা দু সপ্তাহের বেশী দিন চললে ধানের চারা মারা যেতে পারে খুব সহজেই আবার এদিকে দেরী করে ধানের চারা রোপণ করা অনেক দেরী হয়ে যাবে ৷

যাই হোক আমরা কৃষক মানুষ সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে বাকি টা ইশ্বরের কৃপা ৷ সকাল ১১ টা পর্যন্ত ধানের চারা তুলতাম তারপর চলে গেলাম জমিতে শুরু হয়ে গেলো ধানের চারা লাগানো ৷

বিকেল পর্যন্ত ধানের চারা লাগালাম তারপর বাড়িতে এসে স্নান করে নিলাম ৷ কাজ থেকে একটু তারাতারি করে আসলাম কারণ আজকে আমার কাকুর বাসায় যেতে হবে আমার কাকু ঠাকুগাঁও সদরে চাকুরি করেন তার কিছু কাগজ পত্র নিয়ে যেতে হবে সেজন্য কাজ থেকে একটু তারাতারি করে চলে আসলাম ৷

IMG_20250201_183720.jpg

কাকুর বাসা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেলো আমি আবার বাসে যেতে পারি না সেজন্য অটো স্ট্যান্ড গিয়ে অটোতে করে চলে গেলাম ৷ যেতে প্রায় এক ঘন্টার মত লেগে গেলো আর বাসে যদি যেতাম তাহলে ২০ থেকে ২৫ মিনিট এর মত সময় লাগতো ৷

যাই হোক আমার সুবিধার জন্য অটো করে চলে গেলাম ৷ তারপর কাকুর বাসায় গিয়ে কাগজ পত্র বুঝিয়ে দিলাম ৷ আমার জন্য পোলাও আর মাংস রান্না করে রাখছে আমি আর দেরী না করে খাওয়া করে খুব তারাতারি করে বাড়ির উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম ৷

IMG_20250201_184149.jpg

ঠাকুরগাঁও থেকে অটো করে বোদা আসলাম এসে দেখি রাত ৯ টা বেজে গেছে তারপর সোজা সি এনজি স্ট্যান্ড এসে সি এন জিতে উঠে পরলাম ৷ কিন্তু কষ্টের বিষয় হলো পুরো সি এনজিতে যাত্রী ভর্তি হবে তারপর সি এনজি ছারবে আর সি এনজিতে মানুষ ভর্তি হতে হতে প্রায় সাড়ে ৯ টা বেজে গেলো ৷

কি আর করার সি এনজি ছারা আর কোন পরিবহণ ছিল না জন্য অপেক্ষা করতেই হলো ৷ ৯ টা বেজে সি এনজি ছারলো তারপর আমাদের চৌরাস্তা আসতে আসতে ১০ টা বেজে গেলো ৷

IMG_20250201_184554.jpg

অবশেষে আমাদের চৌরাস্তা চলে আসলাম তারপর ছোট ভাইয়ের দোকানে এসে একটু পানি খেয়ে তারপর একটু আড্ডা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম বাড়িতে ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

শুভ রাত্রি 🤍

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Sort:  
Loading...
 5 days ago 

আপনার দিনটা বেশ পরিশ্রমী আর ব্যস্ততার মধ্যে কেটেছে! ধানের চারা রোপণ থেকে শুরু করে কাকুর বাসায় যাওয়া, আবার রাত করে বাড়ি ফেরা সবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। সত্যিই, কৃষকদের সময়মতো কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ, প্রকৃতি অনুকূলে থাকলেই ফসল ভালো হবে। আশা করি ধানের চারা ভালোভাবেই বেড়ে উঠবে। শুভকামনা রইল।

 5 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 5 days ago 

অতিরিক্ত ঠান্ডা থাকলে ধান ও বেসনের অনেক ক্ষতি হয় সকাল থেকে প্রায় বিকাল পর্যন্তই কাজে লিপ্ত ছিলেন।। কাজের সময় কাজ করতে হবে এটাই নিয়ম।। কাজ শেষ করে আবার কাকুর বাসায় গিয়েছিলাম সেখান থেকে রাতে বাসায় ফিরেছেন।। সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে একটি দিন অতিবাহিত করেছেন।।

 5 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 2 days ago 

আসলে কুয়াশার কারণে শুধুমাত্র ধানের চারা নয় আমের মুকুল নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে আজকে দুইদিন মোটামুটি আমাদের এখানে তেমন একটা কুয়াশা নেই যার কারণে একটু স্বস্তি পেয়েছি আপনি আপনার কাকুর বাসা থেকে আসতে অনেকটা সময় লেগে গেল তবে সঠিক সময় বাসায় আসতে পেরেছেন এটা জানতে পেরে অনেক বেশি ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 days ago 

ঠিক বলেছেন অতিরিক্ত কুয়াশার জন্য দিন দিন ধানের চারার অবস্থা খারাপ হতো রোদ পেতো না যার জন্য গাছ গুলো ঝেমকে যাওয়ার সম্ভবনা থাকে ৷

 2 days ago 

সারাটা দিন বেশ কর্মব্যস্ততার মধ্যে কেটেছে, আপনার তবে দুপুরবেলা খাবারটা কিন্তু ভীষণ মজার ছিল পোলার সাথে মুরগির মাংসের ঝোল একটা অসাধারণ ব্যাপার, হয়তো খেয়েদেয়ে খানিকটা ক্লান্তি দূর হয়েছে তবে এর পরে আবার বাড়িতে ফিরেছেন সব মিলিয়ে পোস্টে পড়তে ভীষণ ভালো লাগলো।

 2 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 97751.69
ETH 2680.88
SBD 2.83