রেনডম ফুলের ফটোগ্রাফি 🌼🌼
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আপনাদের মাঝে রেনডম ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে , তাহলে চলো শুরু করা যাক ৷
প্রথম ফুলের ছবি টির নাম হলো কাগজ ফুলের ফটোগ্রাফি ! আর এই কাগজ ফুল সাধারনত খুবই কম দেখতে পাওয়া যায় কারণ এই কাগজ ফুলের গাছ গুলো অনেক বড় হয় এবং কি গাছের ডালপালা অতিরিক্ত ভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় সেজন্য অনেক বাড়িওয়ালা ভাবে এই ফুলের গাছ গুলো বাড়িতে থাকলে পুরো বাড়ি অপরিষ্কার দেখা যাবে ৷ সেজন্য সাধারনত এই ফুলের গাছ গুলো কেউ রোপণ করতে চায় না ৷
তবে অনেক আগের মানুষ গুলো এই ধরনের ফুল গুলো রোপণ করেছে বাড়ির সৌন্দর্যতা ফুটে উঠার জন্য ৷ এই সব মানুষদের মধ্যে কারো বাড়িতে দেখতে পাওয়া যায় আবার দেখতে পাওয়া যায় না ৷
আর বর্তমান সময়ে এই কাগজ ফুল গুলো কলম ভাবে রোপণ করা যায় এতে করে গাছ গুলো খুব ছোট আকার ধারন করে তার পাশাপাশি দেখতেও অনেক টা সুন্দর লাগে ৷
আর কাগজ ফুলের গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ধরে আর এতে করে পুরো গাছটি দেখতে অনেক আকর্ষণীয় লাগে ৷ তার পাশাপাশি দেবদেবীর মূর্তি পূজা অর্চনা করার জন্য হিন্দু ধর্মের মানুষেরা এই কাগজ ফুল ব্যবহার করে থাকে ৷
দ্বিতীয় ফুলটি হলো হলুদ গোলাপ ফুলের ফটোগ্রাফি ৷ আমি অনেকদিন পর হলুদ গোলাপ ফুলের ফটোগ্রাফি করতে সক্ষম হয়েছি ৷ তা নয় তো হলুদ গোলাপ ফুল আমার চোখেই পড়ে না অনেক খুজাখুজি করার পর আজকে পেয়েছি ৷
যাই হোক গোলাপ ফুল তো অনেক রঙের হয়ে থাকে তার মধ্যে অন্যতম গোলাপ ফুল হলো লাল রঙের গোলাপ ফুল ৷ আর এই গোলাপ ফুল অনেকে শখের বয়সে বা বাড়ির সৌন্দর্যতা ফুটে উঠার জন্য বাড়িতে বাড়ান্দায় রোপণ করা হয়ে থাকে ৷
তাছাড়াও এই গোলাপ ফুল দিয়ে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করা হয়ে থাকে ৷ যেমন, তৈল , নানা ধরনের সুগন্ধি জাতীয় পন্য এবং কি ঔষুধ ও তৈরি করা হয়ে থাকে ৷
তৃতীয় ফুলের ছবিটির নাম হলো রঙ্গন ফুল আর এই রঙ্গন ফুল গুলো সাধারনত ফুলের বাগানে অনেক দেখতে পাওয়া যায় ৷ বেশীরভাগে এই রঙ্গন ফুল গুলো বাড়ির উঠানে বা বাড়ির ছাদে টবের মাধ্যমে খুব সহজেই চাষ করা যায় ৷
সাধারনত এই রঙ্গন ফুল গুলো থোকায় থোকায় ফুটতে থাকে তারপর গাছ গুলো মাঝারি আকারের হয়ে থাকে সেজন্য দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷
সাধারনত এই ফুলের নাম কি তা আমি জানি না বলা যায় চেনা একটি ফুল কিন্তু ফুলের নাম এখন পর্যন্ত জানি না ৷ অনেক চেষ্টা করছি ফুলের নাম টা জানার জন্য কিন্তু জানতে পারি নি ৷
যাই হোক ফুল টি ছোট হলেও দেখতে অনেক সুন্দর ৷ আর এই বেগুনী রঙের ফুলটি ঔষুধি কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷ তারপর এই ফুল গাছ গাছের শিকর থেকে অনেক রোগের মহাঔষুধ তৈরি করা হয়ে থাকে সেজন্য মানুষজন এই ফুলের গাছ গুলো রোপণ করে থাকে ৷
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো ! আর আমার রেনডম ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
প্রতিবারের মতোই বড় আপনার ফটোগ্রাফির প্রশংসা না করে পারছি না। এর আগেও দেখেছি আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন, আমার ফটোগ্রাফি শেখা খুব ইচ্ছা আছে। তবে সেটা কখনো সম্ভব হবে কিনা জানিনা। তবে আপনার মত যদি একজন মানুষ পাওয়া যেত কাছে তাহলে শিখতে পারতাম।
সে যাই হোক এবার আসি আসল কথায় প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে দেখার মত। তবে আমার দেখা সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে হলুদ গোলাপ এর আগে আমি হলুদ গোলাপ দেখেছি তবে এত সুন্দর ভাবে দেখিনি। ধন্যবাদ এভাবে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করবেন।
শুরুতেই জানাতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি আপনার ভালো লাগার জন্য ৷ আসলে ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা ফটোগ্রাফি করার সাথে ওয়েদার টাও ভালো লাগবে তাহলে ফটোগ্রাফি করতে অনেক সুবিধা হয় ৷
আপনার ফটোগ্রাফি করার অনেক ইচ্ছে আপনার কাছ থেকে জানতে পারলাম আপনি চেষ্টা করলে আপনিও ফটোগ্রাফি করতে পারবেন ৷ হয়তো একটু সময় লাগবে যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়ে থাকে সব সময়! আপনি খুব সুন্দরভাবে ফুলের বর্ণনা দিয়েছেন যা দেখে অনেক ভালো লাগলো। আমার দুইটি ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে , প্রথম ছবিটা আর দ্বিতীয় ছবিটা অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ,আপনাকে ধন্যবাদ ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
আবারো নতুন কিছু ফটোগ্রাফি সত্যি কথা বলতে আপনার পোস্ট ওপেন করার পর লেখা পড়ার আগে আমি আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালোভাবে দেখে নেই তারপরে আপনার পোস্ট পড়ার চেষ্টা করি সত্যিই চমৎকার কিছু ফটোগ্রাফি এবং তার বিবরণ আপনি চমৎকারভাবেই দিয়েছেন বিশেষ করে হলুদ গোলাপ অসাধারণ লাগছে রঙ্গন ফুল কাগজ ফুল আসলে শীতের সময় অনেক ধরনের ফুল আমরা দেখতে পাই কিছু ফুলের নাম আমরা জানি আবার কিছুক্ষণের নাম আমরা জানি না ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।