হূলকা ফুলের ফটোগ্রাফি !! 🌼
HELLO▶
everyone
বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে একটি চমৎকার ফটোগ্রাফি পোস্ট নিয়ে ৷ আর আজকে আমি আপনাদের মাঝে হূলকা ফুল গাছের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি তাহলে চলো শুরু করা যাক ৷
সাধারনত এই হূলকা ফুল গাছ গুলো আমি আজকে সর্বপ্রথম দেখলাম এর আগে কখনও এই গাছ গুলো দেখি নি ৷ যাই হোক এই হূলকা গাছ গুলো বীজ বাদাম ক্ষেতে হয়েছে পুরো ক্ষেতে একটু পর পর এই গাছ গুলো জন্মেছে ৷
আজকে ধান কাটতে গিয়ে এই গাছ গুলো চোখে পরে আর প্রথম চোখ পরাতেই আমি যেন চোখ সরাতে পারছি না কারণ ফুলের গাছ গুলো অনেক আকর্ষণীয় যার জন্য দেখতেই মন চায় ৷
গাছ গুলো সাধারনত দুই থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে আর গাছ গুলোর ডালপালা বেশ একটা জায়গা জুরে ছরিয়ে পরে ৷ আর প্রতিটি গাছে প্রতিটি ডালের মাথায় একটি করে ফুল হয়ে থাকে ৷ গাছ গুলো দেখতে সবুজ রঙের আর ফুল গুলো সাধারনত সাদা রঙের হয়ে থাকে ৷
তবে মজার বিষয় হলো এই হূলকা গাছ গুলোতে অনেক গুলো প্রজাপতি বসে আছে এক ঝাক প্রজাপতি উড়ে যাচ্ছে তো আবার একঝাক প্রজাপতি এই হূলকা ফুলের মধ্যে পরতেছে এই দৃশ্য টা আমার কাছে অসাধারণ লেগেছে ৷
এই ছোট ছোট প্রজাপতি গুলো মধুর টানে এতটাই পাগল হয়েছে যে আমি প্রজাপতি গুলোর কাছে গেলেও তারা সেখান থেকে সরে যাচ্ছে না ৷ আসলে বর্তমান সময়ে শীতকাল পরতেছে আর এই সময়ে হরেক রকমের ফুল ফুটা শুরু করবে আর নানা প্রজাতির পোকা মাকড় গুলো ফুলে মধু সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পরবে ৷
হূলকা গাছ গুলো যখন ছোট ছোট থাকে বা কচি থাকে সেই সময়ে নাকি এই হূলকা শাক গুলো ভাজি বা কোন শাকের মধ্যে মিশিয়ে ঝোল করে খাওয়া যেতো ৷
তবে আমি কখনও এই শাক খাই নি তাই কেমন স্বাদ বলতে পারবো না ৷ আজকেই এই প্রথম হূলকা ফুল গাছের সাথে পরিচিত হতে পারলাম ৷
এখন গাছ গুলো অনেক বড় হয়েছে এই সময়ে এই গাছ গুলো খড়ি ছারা আর কিছুই হবে না হয়তো আর কিছুদিনের মধ্যে গাছে পাতা ঝরা ফুল ঝরা শুরু হয়ে যাবে তারপর আস্তে আস্তে গাছ গুলোও শুকিয়ে যাবে তখন একমাত্র জ্বালানি খড়ি হিসেবে ব্যবহার করা যাবে ৷
সাধারনত এই হূলকা গাছ গুলো অযত্নে বেড়ে উঠেছে তারপরও কিন্তু গাছ ও ফুল গুলো অনেক আকর্ষণীয় এবং সুন্দর হয়েছে ৷ আসলে প্রকৃতিতে সব কিছুই সম্ভব হয় ৷ শেষে একটা কথাই বলবো প্রকৃতিকে ভালোবাসুন দেখবেন প্রকৃতিতে থাকা সকল জিনিস কে ভালোবেসে ফেলেছেন ৷
তো বন্ধুরা আমার আজকে হূলকা ফুলের ফটোগ্রাফি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
অসাধারণ ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন বরাবরের মতো আজকের ফটোগ্রাফি আপনার খুবই চমৎকার হয়েছে।। হূলকা ফুল আমি কখনো দেখেছি বলে মনে হচ্ছে না আমার কাছে একদম অচেনা মনে হচ্ছে।। ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।।
কি দৃশ্য ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে তুলে ধরেছেন ভাই। আপনার যে প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিলো ভাই। ফুলের পাশে দাঁড়িয়ে আছে প্রজাপতি এই দৃশ্য আসলেই মনে শান্তি নিয়ে আসে। এবং এই দৃশ্য আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অংশ। দৃশ্যটি আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে আসলেই ভাগ্যবতী মনে করছি নিজেকে। এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ফুলগুলো আমি আগে কোথাও দেখছি কিনা মনে পড়ে না তবে অনেকটা চেনা চেনা লাগছে হয়তোবা এগুলো বেশি অংশের সময় মাঠে হয়ে থাকে ঘাসের ভিতর থেকেই এগুলো বের হয়। এই ফুলের নাম যে হূলকা ফুল সেটা আমি জানতাম না আপনার লেখা পড়ে জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ফটোগুলোকে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।