মাশরুমের ফটোগ্রাফি !!
HELLO.
everyone,,
কেমন আছেন বন্ধুরা ? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় আজকে বেশ ভালো আছি ৷
আমি আজকে আপনাদের মাঝে জংলি মাশরুমের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি তাহলে চলো শুরু করা যাক ৷
সাধারনত এই মাশরুম গুলো আমাদের প্রত্যেক গ্রামের বাড়ির আশেপাশে বা আনাচে কানাচে এই ধরনের ছোট বড় মাশরুম গুলো দেখতে পাওয়া যায় ৷ তবে আমাদের মনে রাখতে হবে আমাদের দেশে মাশরুম অনেক ধরনের হয়ে থাকে যেমন,কিছু মাশরুম চাষ করা যায় আবার কিছু মাশরুম নিজে থেকে ভাইরাস জনিত ছত্রাক হিসেবে জন্ম হয়ে থাকে ৷
যেগুলো মাশরুম চাষ করা হয়ে থাকে সেগুলো তে অনেক ধরনের ভিটামিন প্রোটিন থাকে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী করে থাকে ৷
আর যেগুলো আমাদের বাড়ির আশে পাশে বা ছোট বড় জঙ্গলে দেখতে পাওয়া যায় সেগুলো মাশরুম বিষাক্ত হয়ে থাকে আর এই ধরনের মাশরুম গুলো ভূল করে খেলেও শরীরের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে ৷
তাই সবার উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের মাশরুম থেকে সবাই সাবধানে এবং অনেক দুরে থাকবেন ৷
আর এই মাশরুম নিয়ে আমাদের গ্রামে বেশ কয়েকদিন আগে একটি মারাত্বক ঘটনা ঘটেছিল যেটি আজকে আপনাদের মাঝে উপাস্থাপন করতে চাই ৷
আমাদের গ্রামে কয়েক টি ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করতেছে তাদের বয়স কমপক্ষে দুই থেকে তিন বছরের মধ্যে হবে ৷ তারা সবাই মিলে একসাথে খেলতে খেলতে হটাৎ করে একটি বাচ্চা পাশের একটি ছোট ঝোপঝাড় থেকে একটা মাশরুম দেখতে পায় তারপর সেটার কাছে গিয়ে মাশরুম টি হাতে নেয় ৷
আর সেই মাশরুম টি সেই ছোট বাচ্চাটি না বুঝে মুখে দেয় তারপর হয়তো একটু পেটে গিয়েছিল আর তার কিছুক্ষণ পর পরই নাকি সেই বাচ্চাটির বমি শুরু হয়ে তারপর বাড়ির আশেপাশের মানুষজন ঠিক বুঝতে পারছে বাচ্চাটির কি হয়েছে ৷ তার কিছুক্ষণ পরই একটা মানুষ খেয়াল করে বাচ্চাটির পাশে একটি মাশরুমের গাছ পরে আছে তারপর তারা বুঝে যায় যে বাচ্চাটি হয়তো মাশরুম খেয়ে ফেলেছে ৷
তারপর খুব দ্রুত সেই বাচ্চাটিকে মেডিকেলে ভর্তি করা হয় ৷ কিছুক্ষণ পর নাকি ডাক্তার জানায় ছোট বাচ্চাটি মাশরুম খাওয়ার পর সাথে সাথে বমি করাতে তেমন কোন ক্ষতি করতে পারে নি , তারপর ডাক্তার কিছু ঔষুধ লিখে দিয়ে বাচ্চাটিকে বাড়িতে পাঠিয়ে দেয় ৷
এই ঘটনা থেকে বুঝায় যায় যে , বর্তমান সময়ে এই ধরনের মাশরুম গুলো বেশ দেখা যায় আর এই সময়ে আপনাদের বাচ্চাদের দেখে শুনে রাখবেন কোন জঙ্গল বা ছোট বড় ঝোপঝাড়ের পাশে খেলা ধুলা করতে দিবেন না ৷
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো কেমন লাগলো আমার মাশরুমের ফটোগ্রাফি তার পাশাপাশি লেখা গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সকলে ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার ফটোগ্রাফি গুলা আমার খুবই ভালো লেগেছে। তাহলে মাশরুমের ফটোগ্রাফি সকল সুন্দর ভাবে করতে পারেনা। এইসব জঙ্গলে অযত্নে বেড়ে ওঠে যার কারণে এগুলোর তেমন যত্ন আমরা করি না। তবে সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন ৷
এখন বর্ষাকাল তাই মাশরুম চারিদিকেই দেখা যাবে। এই সময় চারিদিকে মাশরুম হয়। আমরা তো ছোটবেলায় ব্যাঙের ছাতা বলতাম। তবে আপনার মাশরুমের ছবিগুলি ফটোগ্রাফি করা খুব সুন্দর হয়েছে।
হ্যা দিদি বর্তমান বর্ষাকাল তো তাই একটি পরিতক্ত জায়গায় এই ধরনের মাশরুম গুলো জন্ম নিয়ে থাকে ৷ আমাদের এদিকেও অনেকে এগুলাকে ব্যাঙের ছাতা বলে থাকে ৷ ধন্যবাদ আপনাকে !!!
মাশরুম বিভিন্ন প্রকার রয়েছে, কিছু মাশরুম চাষ করা হয় এবং সেগুলো খাওয়া হয়, আর কিছু মাশরুম জঙ্গলের ভিতরে হয় যেগুলো খাওয়া যায় না, আমাদের বাচ্চারা কোথায় যায় কি করে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, বাচ্চাটি মাশরুম খাওয়ার পরে সাথে সাথে বমি করার কারণে তেমন ক্ষতি হয় নাই, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যা ভাই যেগুলো চাষ করা হয় সেগুলোই খাওয়া যায় আর আশেপাশে যেগুলো পাওয়া যায় এই গুলো বিষাক্ত হয়ে থাকে ৷ কেউ ভূলে খেলে নানান রোগের সমস্যা দেখা দিতে পারে খুব সহজেই ৷ ধন্যবাদ আপনাকে !
অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ পোস্টটি শেয়ার করার জন্য। জংলি মাশরুম নিয়ে আপনার সতর্কবার্তাগুলো খুবই প্রয়োজনীয় এবং শিক্ষণীয়। ফটোগ্রাফিগুলোও অসাধারণ, মাশরুমের ছবি দেখে অনেকেই আকৃষ্ট হতে পারে, তবে আপনার সতর্কবার্তা আমাদের মনে করিয়ে দিল যে এ ধরনের মাশরুমের বিষাক্ততা কতটা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে শিশুদের প্রতি আমাদের আরও যত্নবান হতে হবে, যেন তারা ভুল করে এসব জিনিস খেয়ে না ফেলে।