ধনিয়া ফুলের ফটোগ্রাফি !🌼
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আপনাদের মাঝে একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে ,,, তাহলে চলো শুরু করা যাক ৷
আজকে যে ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেই ফুলের নাম হলো ধনিয়া গাছের ফুলের ফটোগ্রাফি ৷ সাধারনত এই ধনিয়া ফুল গুলো সবাই চিনে থাকবেন কারণ ধনিয়া গাছ সবাই কমবেশী বাড়িতে খাবারের জন্য জমিতে চাষ করে থাকে ৷
আমরা শীতের শুরুতে এই ধনিয়া গাছ গুলো চাষ করছি খাবারের জন্য আজকে সেই ধনিয়া গাছ গুলো বড় হয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে ৷ আর ফুল গুলো দেখতেও অনেক সুন্দর এবং আকর্ষণীয় ৷ খুব সহজেই যে কারো নজর কেড়ে নিতে পারে এই ধনিয়া গাছের ফুল গুলো ৷
ফুলের ফটোগ্রাফি গুলো সকাল বেলা তোলা হয়েছে সবজী বাগান দেখতে গিয়ে আমি আগে খেয়ালে করি নি যে আমাদের ধনিয়া গাছে এত সুন্দর ফুল ধরেছে ৷ আজকে দেখতে পেয়ে সাথে সাথে মন ভরে এই ধনিয়া গাছের ফুল গুলো আমার ফোনে ক্যামেরা বন্দি করে নিয়েছি ৷
ধনিয়া গাছ যখন কচি অবস্থায় থাকে তখন এই ধনিয়া পাতা গুলো রান্নার কাজে সব জায়গায় ব্যবহার করা হয়ে থাকে ৷ এতে করে রান্নার যত প্রকার সবজী রয়েছে তার স্বাদ অধিকাংশ বেড়ে যায় ৷ তাছাড়াও বিশেষ করে শীতের সময়ে ধনিয়া পাতার ভর্তা খেতে অনেকের ভালো লাগে এবং আমার নিজের ও অনেক ভালো লাগে ৷
তারপর মাছের ভর্তার সাথে ধনিয়া পাতা ব্যবহার করা হয়ে থাকে এবং আমরা যে বাজারে পানের খিলি বা পান খেয়ে থাকি সেখানেও ধনিয়ার ফল গুলো দেওয়া হয় এতে করে পানের খিলির স্বাদ টুকু অধিকাংশ বেড়ে যায় ৷ এভাবেই মূলত ধনিয়া পাতা সব জায়গায় ব্যবহার হয়ে থাকে ৷
আমরা ধনিয়া গাছ গুলো বড় করেছি তার মূল কারণ হলো আগামী বছরে যেন আর ধনিয়া বিচি কিনে না আনতে হয় সেজন্য গাছ গুলো অনেক যত্ন করে বড় করতেছি ৷
কয়েকদিন পর দেখা যাবে ফুল থেকে ফল হয়েছে আর সেই ফল গুলো সঠিক ভাবে আমাদের সংরক্ষণ করতে হবে ৷ আর সংরক্ষণ যেভাবে করে থাকে ,,,
প্রথমত ধনিয়া গাছে ফুল থেকে ফল ধরবে আর ফল ধরার আগে গাছে থাকা সব ফুল গুলো ঝরে পরে যাবে ৷ তারপর কয়েকদিন পর ধনিয়া গাছের মধ্যে সব পাতা গুলোও ঝরে পরে যাবে শুধু গাছটি থাকবে ৷
তারপর ফল গুলো যখন পরিপক্ক হবে তখন গাছ গুলো কেটে রোদের মধ্যে শুকাতে দিতে হবে আর শুকানো হয়ে গেলে গাছে থাকা সব ফল গুলো মাটিতে পরে যাবে তখন ফল গুলো একটি পাত্রে তুলে আবার কয়েকদিন রোদে শুকাইতে হবে এবং একটা পরিষ্কার পাত্রে তুলে দীর্ঘদিন যাবৎ ধরে সংরক্ষণ করা যাবে ৷
ধনিয়া গাছটি দেখতে সবুজ রঙের হলেও ফুল গুলো সাদা এবং গাছের প্রতিটি ডালে ফুল ধরে থাকে সেজন্য এক জায়গায় একাধিক গাছ থাকলে ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে ৷
তাছাড়াও ধনিয়া পাতা যে স্বাদ বাড়ায় তা না সাথে অনেক পুষ্টিগুন ও রয়েছে ৷ যেমন, ধনিয়া পাতায় রয়েছে ভিটামিন সি আর ভিটামিন সি আমাদের শরীরের রোগ ব্যাধি দুর করার সাহায্য করে থাকে ৷
তারপর রয়েছে ভিটামিন সি যেটা আমাদের চোখের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে থাকে এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে ৷
সাধারনত ধনে পাতা একটি সুগন্ধি ও মসলা জাতীয় উদ্ভিদ আর এই গাছের ধনিয়া ফল গুলো আমরা রান্নার কাজেও প্রতিদিন এবং প্রতিনিয়ত ব্যবহার করে থাকি ৷ সাধারনত যারা রান্না করে থাকেন তারা মূলত ভালোই বলতে পারবে এই ধনিয়া গাছ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার ধনিয়া গাছের ফুলের ফটোগ্রাফি ৷ আর আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
এত সুন্দর ধনিয়া ফুলের ফটোগ্রাফি করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফিটি খুবই সুন্দর হয়েছে। দেখতো খুব ভালো লাগছে। দুনিয়া গাছের পাতায় যখন কুয়াশ পানি গুলো ছিল সত্যিই অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই আপনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
ধনিয়া গাছের ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর এবং আপনার বর্ণনাও অসাধারণ। ফুলের নান্দনিকতা এবং ধনিয়া পাতার উপকারিতার বিস্তারিত বিবরণ আমাদের জন্য অনেক শিক্ষণীয়। আপনি খুব ভালোভাবে ধনিয়া গাছের ব্যবহার ও তার গুরুত্ব তুলে ধরেছেন। ছবিগুলোও মনোরম, যা প্রকৃতির সৌন্দর্যকে প্রশংসনীয়ভাবে প্রদর্শন করেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য, আরও এমন সুন্দর ছবির জন্য অপেক্ষা থাকলো।
চেষ্টা করবো আপু আবারো আপনাদের মাঝে সুন্দর এবং আকর্ষণীয় ফটোগ্রাফি নিয়ে আসার ৷ আপনার মন্তব্য টি অনেক ভালো লাগলো পড়ে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ৷
এক কথায় ওয়াও,
খুব কাছ থেকে দেখছিলাম ধুনিয়া পাতা গুলো আর আপনি যে চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন ধৈর্যের সাথে তার প্রশংসা না করলে নিজের কাছে বড্ড খারাপ লাগবে।
অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি। পরবর্তীতে এরকম চমৎকার ফটোগ্রাফি অপেক্ষায় রইলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লাগছে জন্য ৷ আসলে আমার ফটোগ্রাফি অনেক পছন্দ তাই সময় প্রতিটি ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷
চেষ্টা করবো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করার ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আপনার ফটোগ্রাফি গুলো দেখলে তাকিয়ে থাকতে মন চায় অনেকক্ষণ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজকে আপনি আমাদের সাথে ধনিয়া ফুলের ফটোগ্রাফি এবং ধনিয়া ফল সম্পর্কে আলোচনা করেছেন আমরা বিভিন্ন রকম মসলা আমাদের তরকারিতে ব্যবহার করে থাকি তার মধ্যে ধনিয়া অন্যতম ভূমিকা পালন করে অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং ধনিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য ভালো থাকবেন।