লঙ্কা জবা ফুলের ফটোগ্রাফি !!🌼🌼

in Incredible India3 months ago

IMG_20241128_094029.jpg

HELLO▶

everyone

আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর আমি আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি তাহলে চলো শুরু করা যাক ৷

আজকে যেই ফুলটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেই ফুলটির নাম হলো মরিচ জবা ফুল বা লঙ্কা জবা ফুল ৷ আর এই ফুলটি আমাদের দেশে অনেক বিখ্যাত একটি ফুল যেই ফুলটি আমরা সচরাচর দেখতে পাই ৷ বিশেষ করে এই ফুলটিকে আমরা কোন প্রতিষ্ঠান বা মন্দিরে বেশ দেখতে পাই তবে বেশীরভাগে মন্দিরে এই ফুল গুলো দেখতে পাওয়া যায় ৷

ফুল গুলো দেখতে লাল এবং দেখতে অনেকটা মরিচের মত সেজন্য এই ফুলটির নামকরণ করা হয়েছে লঙ্কা জবা ফুল ৷ তবে ফুল গুলো দেখতে অনেক সুন্দর সবচেয়ে মজার বিষয় হলো ফুলের মাথায় একটি শীর্ষক রয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে ৷

IMG_20241128_094007.jpg

ফুলের পাপড়ি গুলো ফুলটিকে ঘিরে মোড়ানো রয়েছে তারপর এই ফুলের মধ্যে মধুও রয়েছে যেই মধু টা পোকা গুলো সংগ্রহ করে থাকে ৷ তারপর আমরা যখন ছোট ছিলাম এই ফুল গুলোকে খুজে বের করে ফুলের ভিতরের মধুটাকে চুষে চুষে খেতাম তখন এই সব করতে খুবই ভালো লাগতো ৷

তারপর নানা ধরনের প্রজাপতি গুলোকে দেখতে পাই ফুলের মধ্যে থেকে মধু সংগ্রহ করতে ৷ তারপর আমরা সেই প্রজাপতি গুলোকে ধরতে যাই কিন্তু ধরতে পারি না কাছে গেলেই উড়ে চলে যেত ৷

IMG_20241128_155931.jpg

ফুল গুলো যখন পুরো গাছে ফুটে থাকে তখন পুরো গাছটি দেখতে অনেক সুন্দর লাগে ৷ ফুল গুলোর নিজস্ব সুবাস রয়েছে কিন্তু এই সুবাস দুরে যায় না ফুলের গাছে গেলে বুঝা যায় যে এই ফুলের বেশ সুন্দর একটি সুবাস রয়েছে ৷

বিশেষ করে এই ফুল গুলো আমরা মন্দিরের পূজা অর্চনা করার জন্য ব্যবহার করে থাকি ৷ অনেক সময় ফুল পাওয়া যায় না বা গাছে তেমন একটা ফুল ফুটতে দেখা যায় না তখন এই লঙ্কা জবা ফুল গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল পাওয়া যায় আর তখন এই ফুল দিয়েই আমরা দেবদেবীর পূজা অর্চনা করে থাকি ৷

IMG_20241128_160717.jpg

সাধারনত এই লঙ্কা জবা ফুল গুলো বেশীরভাগে শীতকালীন সময়ে ফুটতে দেখা যায় ৷ আর গ্রীষ্মকাল আসতে আসতে ফুলের গাছে ফুল ও পাতা গুলো ঝরে পরে যায় যখন আবার শীতকালীন সময় চলে আসে তখন আবার নতুন পাতা গজিয়ে ফুল ফুটা শুরু করে দেয় ৷

IMG_20241128_161036.jpg

এই আকর্ষণীয় ফুল গুলো আমাদের আশেপাশে দেখা গেলেও আমরা সেরকম দৃষ্টিতে এই ফুল গুলোকে দেখি না কিন্তু আমার মনে হয় এরকম অনেক ফুল আমাদের দেশে রয়েছে যেই ফুল গুলোকে মন ভরে না দেখলে আমরা কখনোই ফুলের মর্ম বুঝতে পারবো না ৷

এই লঙ্কা জবা ফুল গুলো আমার মন ও নজর দুটোই কেরেছে সেজন্য আজকে সময় নিয়ে এই ফুল গুলোর বেশ কিছু ফটোগ্রাফি করেছি ৷

IMG_20241128_161445.jpg

ফুল গাছের নিচে অনেক গুলো ফুল ঝরে পরেছিল আমি দেখে বেশ কয়েকটি ফুল মাটি থেকে তুলে হাতে নিলাম তারপর মনে মনে ভাবলাম ফুল গুলোকে যদি এভাবে হাতেই রেখে দিতে পারতাম অনেক ভালো হতো ৷

তো বন্ধুরা আজকে আমার লঙ্কা জবা ফুলের ফটোগ্রাফি গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Sort:  
Loading...
 3 months ago 

আপনার পোষ্টের মাধ্যমেই এই ফুলগুলি বেশ অনেক বছর পর দেখতে পেলাম। ছোটবেলায় যখন ফুল তুলতে বের হতাম তখন এই ফুলগুলো অনেকের বাড়িতেই দেখতাম। তবে এখন কাছেপিঠে বাড়িগুলোতে আর তেমন দেখতে পায় না। আপনার ফুলের ফটোগ্রাফি গুলি খুব সুন্দর হয়েছে। অনেকদিন পর লঙ্কা জবা গুলো দেখে খুব ভালো লাগলো।

 3 months ago 

লাল রঙ্গের জবা ফুল আমিও দেখেছি। আমাদের বাড়িতে অবশ্য নেই, তবে পাশের বাড়িতে রয়েছে। এই ফুলকে যে লঙ্কা জবা ফুল বলে সেটা আমি জানতাম না। হয়ত ফুলের আকার কিছুটা মরিচের মতো এজন্য এই নাম করন জরা হয়েছে। ফুলের ব্যবহার সাধারণত পূজার কাজে লাগানো হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82833.96
ETH 1918.79
USDT 1.00
SBD 0.78