গেইট ফুলের ফটোগ্রাফি !!🌼
HELLO.
everyone
অনেকদিন পর আজকে আপনাদের মাঝে ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ৷ আর আজকে আপনাদের মাঝে দুটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো চল তাহলে শুরু করা যাক ৷
শুরুতেই যে ফুলটি দেখতে পেয়েছেন সেই ফুলের নাম হল গেইট ফুল ৷ আমাদের এলাকায় এই ফুলকে প্রত্যেকে গেইট ফুল নামেই চিনে থাকে হয়তো আপনাদের এলাকায় বা অন্যান্য জায়গায় এই ফুলের আরো বিভিন্ন নাম রয়েছে বা থাকতে পারে ৷
মজার বিষয় হচ্ছে এই গেইট ফুল টি আমাদের বাড়ির পাশে রাস্তার ধারে রয়েছে আমি বেশ কয়েকদিন যাবৎ ধরে সকাল বেলা দোকানে যাওয়ার সময় লক্ষ্য করি কবে ফুল গুলো ফুটবে আর কবে আমি ছবি তুলবো ৷
এরকম ভাবে প্রায় ভাবতাম আর লক্ষ্য করতাম কিন্তু আজকে সকাল বেলা দোকানে যাওয়ার সময় দেখি বেশ কিছু ফুল ফুটেছে আর সাধারনত এই গেইট ফুল গুলো এই সময়ে ফুটে থাকে ৷
ফুল গুলো ছোট হলেও আমার কাছে অনেক আকর্ষণীয় লাগে কারণ প্রতিটি ফুল দেখতে অসাধারণ আর প্রতিটি ফুলের মায়ায় আমি এক মুহূর্তের মধ্যে পরে যাই কেন জানি ৷
ফুলটি দেখতে লাল রঙের এবং মাঝারি আকাড়ের দেখতে কিন্তু ফুল গুলো সকাল বেলা সতেজ থাকতে পারে দুপুর হওয়ার সাথে সাথে ফুল গুলো আবার ঝেমকে যায় পরে দেখে মনে হয় গাছে কোন ফুলেই নেই ৷
যদি এই ফুলের সৌন্দর্যতা উপভোগ করতে চান তাহলে অবশ্যই সূর্য উঠার ঠিক সময়ে এই ফুলের সৌন্দর্যতা উপভোগ করতে হবে কারণ এই সময়ে ফুল গুলো ফুটে থাকে ৷
এই ফুলের কোন ডালপালা নেই শুধু লতাপাতা দিয়েই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় ৷ আর এই গেইট ফুল গুলো বাড়ির গেটে বা ছাদের উপরে বা বাড়ির বেলকনিতে খুব সুন্দর ভাবে সৌন্দর্যতা ফুটে উঠাতে সাহায্য করে থাকে ৷
তারপর এই ফুল গাছের লতাপাতা গুলো দেখতে সবুজ রঙের হয়ে থাকে ৷ আমি অনেক আগেই শুনেছি এই ফুল গাছের লতাপাতা দিয়ে বেশ কিছু গাছ গাছড়ার ঔষুধ তৈরি করা হয়ে থাকে ৷
দ্বিতীয়ফুলের নাম হল হলদি ফুল হয়তো আপনারা সবাই চিনে থাকবেন এই হলদি ফুল গুলোকে ৷ যেখানে হলদি গাছ চাষ করা হয়ে থাকে সেখানে প্রায় প্রতিটি গাছে অসংখ্য এই হলদি ফুল গুলো পাওয়া যায় ৷ আর বর্তমান সময়ে এই ফুল গুলো হলদি গাছে পেয়ে যাবেন ৷
ফুল গুলো দেখতেও কিন্তু অসাধারন লাগে তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম এখনকার হলদি ফুল গুলো আগের ফুলের চেয়ে অসাধারণ লাগতেছে ৷ কারন আগের হলদি ফুল গুলো দেখতে পুরো টা সাদা ছিল আর বর্তমান সময়ে হলদি ফুল গুলো দেখতে সাদা তার পাশাপাশি বেগুনী রঙের দেখতে পাওয়া যায় ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার দুইটি ফুলের ফটোগ্রাফি !! আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার গেট ফুল এবং হলদি ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে, গেট ফুল ছোট চিকন একটু লম্বা হওয়ার কারণে এবং এটার রং লাল হওয়ার কারণে সুন্দর দেখা যায়, আর হলুদ ফুল যখন গাছ থেকে তোলা হয় তখন এটার ভিতরে পানি থাকে, অসংখ্য ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
আবারো আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন।।
ক্যামেরাম্যান ভালো হলে ক্যামেরার ছবি ভালো হবে না তা কি আর হয়।। বরাবরের মতো এবারও ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে ভাই আর এই গেট ফুল প্রায়ই দেখা যায় খুবই ভালো লাগে দেখতে।।
হ্যা ভাই আমি তেমন ক্যামেরা ম্যান নই যেটুকু পারি সে টুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ৷ আর আমার থেকেও আরো ভালো ক্যামেরা ম্যান রয়েছে যারা প্রতিনিয়ত ভালো ছবি তুলে থাকে ৷
আপনিও কোন অংশে কম নয় ভাই সত্যিই আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়।। দক্ষতা এমনি এমনি আসে না দক্ষতা অর্জন করতে হয় যেমন আপনি অর্জন করেছেন।।
আপনার পোস্টে ফুলের ফটোগ্রাফি গুলি খুব সুন্দর হয়েছে। তবে প্রথম ফুলটি আমাদের এখানে কিছু বাড়িতে দেখা যায়। তবে ফুলটির নাম জানা ছিল না। আপনার পোস্টের মাধ্যমে ফুলটির নাম জানতে পারলাম। কিন্তু দ্বিতীয় ফুলটির সাথে আমার কোন পরিচয় নেই। আপনার পোস্টের মাধ্যমে দেখলাম আর চিনলাম।
আসলে আপু দ্বিতীয় ফুলটি হল হলদে ফুল যেগুলা হলদে গাছে হয়ে থাকে ৷ বর্তমান সময়ে ব্যাপক হলদি গাছ চাষ করছে সেই গাছের মধ্যে হলদে ফুল গুলো ফুটে থাকে ৷ আশা করি আপনাকে বুঝাতে পেরেছি ৷
🌺 সুন্দর ফটোগ্রাফি 🌺
অতিশয় ভালো হলদি ফুলের ছবি 📸
👍 কেমন লাগলো? 👍
💬 কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না! 💬
🌈 ভালো থাকবেন, সুস্থ থাকবেন! 🌈
💖 এটির মধ্যে আপনার সুপারিশ 💖
"ভোটের জন্য xpilar.witness" **চলুন "https://steemitwallet.com/~witnesses" এ যান! **
আপনার ভোটের মাধ্যমে সফল Steem কমিউনিটির গ্রুথ এবং সাফল্য নিশ্চিত হবে!
ধন্যবাদ স্যার আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য ৷ শুভকামনা রইল ❤