মূলা ফুলের ফটোগ্রাফি !🌼

in Incredible India28 days ago

IMG_20250111_163612.jpg

HELLO▶

Everyone

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো তাহলে চলো শুরু করা যাক ৷


এই ফুলটি আমাদের সবার পরিচিতি একটু ফুল ৷ আর এই ফুলের নাম হলো মূলা গাছের ফুল ৷ সাধারনত আমরা মূলা গাছ বলতে সবজী ফল গাছ হিসেবে চিনে থাকি ৷ আর এই মূলা সবজী গাছ থেকেই ফুল ফুটে আর এই ফুল গুলো যে এত সুন্দর হয় তা আমি আগেই থেকেই জানতাম ৷ তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি করে আপনাদের সাথে হাজির হয়েছি ৷

আমি প্রতি বছর অপেক্ষা করে থাকি যে কবে মূলার ফুল দেখতে পাবো আর কখন এই ফুল গুলো ফটোগ্রাফি করার সুযোগ পাবো ৷ যাই হোক মূলা যেহেতু শীতকালীন একটি সবজী গাছ বা ফল এটা আমরা প্রত্যেক বছর শীতকালীন সময়েই দেখতে পাই ৷

IMG_20250111_164323.jpg

ফুল গুলো দেখতে অনেক আকর্ষণীয় সেজন্য এই ফুলের মায়ায় আমি খুব সহজেই পরে যাই ৷ তারপর এই মূলা ফুলের চার বিশিষ্ট পাপড়ি রয়েছে আর পাপড়ি গুলো সাদা রঙের আবার কোনটায় হালকা নীল বেগুনী রঙের রয়েছে যার জন্য আরো বেশী আকর্ষণীয় লাগে দেখতে ৷

সাধারনত আমরা এই মূলা ফুল গুলো অনেক সময় দেখতে পারি না তার মূল কারণ হলো মূলা একটু বড় হলেই তা বাজারে বিক্রি করার জন্য পারফেক্ট হয়ে যায় ৷ আর সব মূলা গুলো বাজারে বিক্রি করে দেওয়া হয় পরে আর মূলার গাছ জমিতে থাকে না জন্য ফুল ফুটার সুযোগ হয়ে উঠে না ৷

IMG_20250111_164814.jpg

আবার যারা গ্রামে মূলা চাষ করে থাকে খাবারের জন্য তারা মূলত অর্ধেক খেয়ে আর বাকি অর্ধেক রেখে দেয় বীজ তৈরি করার জন্য ৷ আর সেজন্য আমরা এই মূলা গাছের মধ্যে ফুল দেখার সুযোগ পেয়ে থাকি ৷

একটা মূলা গাছে দুই মাসের ও অধিক বয়স হলে গাছে ফুল ধরে থাকে আর ফুল থেকেই মূলত বীজ হয়ে থাকে ৷ আর এই বীজ গুলো শুকিয়ে সংরক্ষণ করে পরের বছর আবার সেই বীজ গুলো জমিতে বপণ করে মূলা চাষ করে থাকে ৷

IMG_20250111_165147.jpg

গ্রাম অঞ্চলে এই মূলার চাষ বেশী হয়ে থাকে তবে সবজী হিসেবে মূলা গ্রাম অঞ্চলে বেশ একটা জনপ্রিয়তা রয়েছে ৷ কিন্তু এখনো অনেক মানুষ রয়েছে মুলা সবজী পছন্দ করে থাকে না তবে আমার মতে মূলা সবজী ভালো ভাবে রান্না করে থাকলে তেমন মন্দ হয় না ৷

অনেক সময় মূলার বাজার মূল্য অনেক পরিমাণে বেশী থাকে তখন অনেকে বাজার থেকে কিনে নিয়ে আসার সাহস পায় না এমনও অনেক প্রমাণ রয়েছে আমার কাছে ৷ আবার অনেকে অনেক সময় মূলা বাজারে সস্তা পায় জন্য এমনি দিলেও তা নিয়ে আসে না ৷

যাই হোক আমি মনে করি আমাদের শরীরকে ঠিক রাখতে হলে সব ধরনের সবজী খাওয়া আমাদের উচিত ৷ আর কোন সবজী কে নিন্দা করা আমাদের ঠিক না ৷ এমনও অনেক মানুষ রয়েছে এই মূলা সবজী কিনে খাওয়ার টাকাও থাকে না ৷

IMG_20250111_165910.jpg

আমি এই ফুলের ফটোগ্রাফি গুলো শেষ বিকেলে তুলেছি আর তোলার পিছনে একটা ছোট দুঃখের গল্প রয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই ৷

ফুল গুলো দেখতে পেয়ে ফুলের কাছে যাওয়ার সময় মাটির দিকে না তাকিয়ে যাচ্ছি ৷ এমন সময় সামনে একটা জমির আল ছিল সেই আলের মধ্যে পা হোঁচট খেয়ে সামনে পরে যাই আর পরে যাওয়ার সাথে সাথে আমার বাম পা টা মাটিতে রাখতে পারছি না আর সাথে সাথে ব্যাথা শুরু হয়ে গেলো ৷

তারপর ও কোনরকম ভাবে উঠে ফুলের কাছে গিয়ে ফুল গুলোর বেশ কয়েকটা ফটোগ্রাফি করে সাথে সাথে বাড়িতে চলে আসছি ৷ তারপর আমার মা কে বলে তেলমারা ঔষুধ সেখানে লাগিয়ে দিয়েছি ৷

যাই হোক বন্ধুরা পরিশেষে তেমন কোন ক্ষতি হয় নি ঔষুধ লাগার পর ব্যাথাটা হালকা অনুভব করি, কিন্তু আমি অনেক ভয় পেয়ে গেছি 😊 ৷ এত কিছুর পরও আমার ফুলের ফটোগ্রাফি টা সার্থক হয়েছে যেটা তে আমি অনেক খুশি 🥰 ৷

আজকের মত এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দেখা হবে আবার কোন পরবর্তী পোস্টে ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Sort:  
Loading...
 27 days ago 

বাংলাদেশের কৃষকেরা শীতের সময় মুলা চাষ করে অনেক বেশি লাভবান হয়ে থাকে আর বাংলাদেশের শীতের সবজির মধ্যে মুলা খুবই জনপ্রিয় একটা সবজি আজকে আপনি আমাদের সাথে মলা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেয়ার জন্য ভালো থাকবেন।

 26 days ago 

মূলা গাছে যে ফুল ফুটে বা ফুটতে পারে এ সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। আপনার লেখার মাধ্যমে শুধু জানতে না দেখতেও পেলাম আমার ধারণার বাইরের এমন একটা জিনিসকে।সেই সাথে মুগ্ধ হলাম মুলা ফুল দেখে।
তবে আপনি এই ফুলের ছবি তুলতে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছেন জেনে খারাপ লাগলো।
দ্রুত আপনার পা ঠিক হয়ে যাক এই প্রার্থনা করি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96357.59
ETH 2627.81
USDT 1.00
SBD 2.31