Better Life With Steem || The Diary game || 2nd July 2024

in Incredible India8 days ago
20240702_012831_0000.jpg

Hello Everyone,,,

আশা করি সবাই খুব ভালো আছেন। কিছুদিন আগেও বৃষ্টির দেখা ছিলো না তবে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বলা চলে।আজও তার ধারাবাহিকতায় সকাল সকাল আকাশ মেঘলা ছিলো। আকাশ মেঘলা থাকলে অবশ্য আমার খুব ভালো লাগে কারন আবহাওয়া ঠান্ডা থাকে যেটা আমার খুব প্রিয়।

IMG_20240702_220147_918.jpg

সকালে ঘুম থেকে উঠে একটা খুবই দুঃখজনক ঘটনার সাক্ষী হলাম। আমার ঘুম ভেঙেছিলো মূলত ময়লা সংগ্রাহক ভাইয়ার ডাকে। একদিন বাদে একদিন তিনি ময়লা সংগ্রহ করতে আসে।

আজ দেখলাম একটা লোকের সাথে উনি কথা-কাটাকাটি করছে। আসলে আমাদের পাশের বাসার একটা লোক, ময়লা সংগ্রাহক দাদাকে ঠিকমতো টাকা দেয় না। ওনারা সারা মাস আমাদের পরিত্যক্ত ময়লা নিয়ে যায় আর মাস শেষে আমাদের কাছ থেকে ১০০ টাকা নেয় কিন্তু ঐ লোকটা নাকি প্রতি মাসে ৫০ টাকা করে দেয়।

এজন্য ময়লা সংগ্রাহক দাদা আজ ওনার ময়লা নেয় নি। এই নিয়েই মূলত ঝমেলাটা বেঁধেছে। আচ্ছা আপনাদের কি মনে হয়, সব জায়গায় দামদর করাটা ঠিক??

আমার তো মনে হয় সব জায়গায় দরকষাকষি করা ঠিক না।

এই মানুষগুলো আমাদের সকলের জন্য কত কষ্টই না করে। এই সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এই ময়লা সংগ্রাহক মানুষের উপর। দুঃখজনক হলেও সত্যি আমরা এই মানুষগুলোকে তাদের প্রাপ্য সম্মানটুকুও করি না আর তাদের সামান্য পারিশ্রমিকটুকু দিতে গেলে আমাদের কৃপণতা বেড়ে যায়, যেটা মোটেও কাম্য নয়।

যাই হোক, যার বুঝ তার কাছে। আমরা বিলাসিতায় অহেতুক টাকা খরচ করতে পারি তাহলে এই মানুষগুলোর সামান্য পারিশ্রমিকটুকু কি আমরা দিতে পারি না??

IMG_20240702_220148_185.jpg

সকালে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর অঝোরে বৃষ্টি নেমে গেলো। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলাম কিছু সময়। পাশের বিল্ডিং এর ছাঁদে অনেকেই দেখলাম বৃষ্টিতে ভিজতেছে তবে আমাদের ছাঁদে যাওয়ার অনুমতি না থাকায় যেতে পারি না।

বর্তমানে যখন শীত পড়ছে তখন অতিরিক্ত মাত্রায় শীত পড়ছে আর যখন গরম পড়ছে তখন অসহ্য গরম পড়ছে এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না। ষড়ঋতুর দেশ হলেও শীত আর গরম টাই বেশি অনুভব করি আমরা।

অতিরিক্ত গরমের পর বৃষ্টি হচ্ছে আর এই মুহুর্তটা উপভোগ করতে করতে দুটো লাইন মনে আসলো-


অনেক অপেক্ষার পর অঝোরে ঝরলো বৃষ্টি,
রৌদ্র উত্তাপ কাটিয়ে, প্রাণ ফিরে পেলো এই অপরুপ সৃষ্টি।।।

IMG_20240702_220147_752.jpg

আজ কোচিং ছিলো না তাই বাসায় বসে বসে পড়াশুনা করছিলাম। পড়াশুনার অনেকটাই চাপ যাচ্ছে বর্তমানে। দুপুর হলে সময় মতো স্নান সেরে নিলাম। তারপর কিছু সময় ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসলো না।

যেদিন কোচিং থাকে না সেদিন প্রয়োজন ছাড়া বাসা থেকে তেমন কোথাও যাইনি। তবে আজ একটু হাঁটতে যেতে ইচ্ছা করলো। তাই বিকালে বন্ধুকে সাথে নিয়ে রাস্তায় হাঁটতে গিয়েছিলাম তবে সন্ধ্যার আগে আবার বাসায় ফিরে আসি।

IMG_20240702_220148_212.jpg

ভাই বাড়িতে গিয়েছিলো তাই মা ওর কাছে কিছু জিনিস পাঠিয়েছে তার মধ্যে কামরাঙাও আছে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই কামরাঙা খেতে খুব পছন্দ করেন। সকালে রান্নার দায়িত্ব ভাইয়ের আর রাতে আমার তাই সময় মতো নিজ দায়িত্বটা পালন করলাম। রান্নার কাজ শেষ করে ভীষণ গরম লাগছিলো তাই আবারও স্নান করলাম। এভাবেই আমি আমার আরেকটা দিনের কার্যক্রম শেষ করলাম। ভালো থাকবেন, সবাই।

END
Sort:  
Loading...
 7 days ago 

আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে তারা সব জায়গায় দামাদাম করতে চায় আসলে এটা ঠিক না।। যারা ময়লা নিয়ে যায় আমি মনে করে তাদের খুশি হয়ে টাকা দেওয়া উচিত আর তা না করে অনেকে দামাদামি করে এটা লজ্জাজনক।।

এটা একদম সঠিক বলেছেন যখন শীত করছে একটু বেশিই করছে আর যখন রোদ উঠছে তখন দেশ তাপমাত্রা বাড়ছে।। আর হ্যাঁ বাসা থেকে আপনার জন্য কামরাঙ্গা পাঠিয়েছে শুনে ভালো লাগলো।।

 6 days ago 

বর্তমানে অধিকাংশ মানুষের স্বভাবই এমন হয়ে গিয়েছে যে আমরা বিলাসিতায় অনেক অনেক টাকা খরব করবো তবে নিম্ন শ্রেণির কিছু মানুষ যারা সামান্য বেতনে কাজ করে তাদের পারিশ্রমিকটা দিতে গেলে আমাদের ভাবতে হয়। এটা মোটেও কাম্য নয়। হ্যা, শীত ও গরম যখন পড়ছে তখন অতিরিক্ত মাত্রায় পড়ছে।

 6 days ago 

খুবই চমৎকার কথা বলেছেন ভাই বর্তমান সময়ে অনেক মানুষই বিলাসতায় অনেক টাকা নষ্ট করছে আর নিম্নে মানে মানুষেরা কম টাকায় কাজ করে থাকে।

 7 days ago 

আমরা বিলাসিতায় অহেতুক টাকা খরচ করতে পারি তাহলে এই মানুষগুলোর সামান্য পারিশ্রমিকটুকু কি আমরা দিতে পারি না??

  • শুনতে খারাপ লাগলেও একদম বাস্তব কথা লিখেছেন। আমাদের সমাজে আজকাল আত্মকেন্দ্রিক মানুষের সংখ্যা বেড়ে চলেছে ঠিকই, তবে তার থেকেও বেশি চোখে পড়ে অমানবিক মানুষের সংখ্যা। তার একটি সুন্দর উদাহরণ আজ আপনি শেয়ার করেছেন।

  • বিলাসিতা হোক বা অপ্রয়োজন দুক্ষেত্রেই আমাদের কার্পণ্যতা চোখে পড়ে না। তবে সমাজের কিছু গরীব মানুষের পারিশ্রমিক দিতে গেলে আমরা হিসাব কষতে বসি। লোকটি ময়লা না নিয়ে সঠিক কাজ করেছেন।

  • মিথ্যা বলবো না, আপনার পোস্টের প্রথম ছবিটি দেখে জিভে জল এসেছে। বিট লবণের সাথে একটা কামরাঙ্গা পেলে মন্দ হতো না। যাইহোক, আপনার সারাদিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

 7 days ago 

হ্যা দিদি, এখন অনেক মানুষই রয়েছে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ ছাড়া বোঝে না। সমাজে কিছু কিছু নিম্ন শ্রেণির মানুষ রয়েছে যাদের সম্মান তো করিই না আমরা তার পাশাপাশি তাদের শ্রমের মূল্যটাও দেই না৷ এই মানুষগুলোর সামান্য বেতনের উপর তাদের পরিবার নির্ভর করে অথচ এটুকু বুঝতে চাই না। সম্ভব হলে আমাদের গাছের তাজা কামরাঙা পাঠিয়ে দিতাম আপনার বাড়িতে।

 7 days ago 

আসলে দুটি ছেলে যখন এক জায়গাতে থাকে তখন তাদের রান্না বান্না করার অনেকটাই অসুবিধা হয়ে থাকে, যাইহোক আপনারা দুই ভাই এক জায়গাতে আছেন এবং একজন রান্না করলে আর একজন অন্য কাজ করে এক- একদিন এক একজনের রান্নার সময় আসে এটা জানতে পেরে অনেক ভালো লাগলো।

এবং আপনার সারাদিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 6 days ago 

রান্না বান্নার কাজ সব ছেলেদের কাছেই বিরক্তিকর একটা বিষয়। তবে এখানে আমাদের রান্না আমাদেরই করতে হবে তাই দুজন মিলে করে থাকি যাতে বিষয়টা সহজ হয় আমাদের জন্য। ভাই সকালে ও আমি রাতে রান্না করি।

 6 days ago 

বৃষ্টির দিনে সকালে উঠতে ইচ্ছে করে না এটাই একটা ঝামেলার বিষয়। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি যে, বৃষ্টি নামলেও গরম কমে নাই। গরমে জীবন নাজেহাল অবস্থা।
আমাদের মাঝে অনেক এই আপনার ওই ময়লা সংগ্রহকের মতোই মানুষদেরকে ঠকায়।এদেরকে আসলে মানুষ বলাটা ঠিক কিনা সেটাও ভাবার বিষয় ।
আপনার কামরাঙার ছবি দেখে লোভ লাগছে।
দিনটা ভালোভাবে কাটেয়েছেন।

 3 days ago 

আমরা অভ্যাসের দাষ। একটু এদিক ওদিক হলেই অলসতা বেড়ে যায়। বৃষ্টি হলে আকাশে মেঘ থাকে তাই এজন্য রোদের উত্তাপ বোঝা যায় না, আবহাওয়া বেশ শীতল হয়ে যায়। ময়লা সংগ্রহ করা লোকজন মাসে কতই বা বেতন পান, তারপরও যদি তাদের সাথে এমন করা হয় তাহলে সেটা কতটা মানবিকতার পরিচয় সেটা জানা নেই। চলে আসুন আমাদের বাড়িতে আনলিমিটেড কামরাঙা পেড়ে দিব গাছ থেকে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58984.78
ETH 3102.33
USDT 1.00
SBD 2.40