Better Life With Steem || The Diary game || 27th September 2024

in Incredible India4 days ago
IMG_20240927_231105_314.jpg
IMG_20240927_231105_200.jpg

সারা রাত বৃষ্টি হওয়ার পরও যেন কোনো কিছু স্বাভাবিক হচ্ছে না। সকাল হতে না হতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেলো। বৃষ্টি হলে শীতল আবহাওয়াটা বেশ ভালোই লাগে তবে সমস্যাটা হলো কারেন্ট থাকে না এবং মোবাইল নেটওয়ার্কের ভীষণ সমস্যা হয়, ঠিকঠাক মতো ব্রাউজ করাও যায় না।

বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বাইরে বেরোনো মুশকিল। তাই খুব বেশি জরুরি কাজ না থাকলে বাড়িতে বসেই সময় পার করি। ফ্রেশ হয়ে বারান্দায় বসে রইলাম। বৃষ্টির কারনে রাস্তা ঘাট সব কিছু পিচ্ছিল হয়ে যায়। বিগতদিন বাড়ির সিঁড়ি দিয়ে নিচে নামার সময়ে পা পিচ্ছলে পড়ে গিয়েছি। যদিও খুব বেশি ব্যথা পাইনি।

ছোটবেলা এভাবে পড়ে গেলে সবাই মজা করে বলতো , কি ব্যাপার শোল মাছ কয়টা ধরলি? এগুলো মনে পড়লে সত্যি হাসি পায় মনে মনে।

আমি নিজে সব সময় মা কে সাবধানে চলাফেরা করতে বলি আর আমি নিজেই পড়ে গিয়েছি। যাই হোক, বিপদ যেকোনো মুহুর্তে ঘটতে পারে। সকালে খাওয়া শেষ করেও বাড়িতে ছিলাম। এদিকে প্রচন্ড বৃষ্টির কারনে সকলের পুকুর তলিয়ে মাছ বেরিয়ে যাচ্ছে।

IMG_20240927_231104_938.jpg

দুপুরে স্নান করার আগে বাবা আর আমি মাছ ধরতে গিয়েছিলাম। অতিরিক্ত বৃষ্টির কারনে আবারও পুকুরের মাছ মারা যাচ্ছে। পুকুরের জলে যদি অক্সিজেন সরবরাহ না করতে পারে ভালো ভাবে তাহলে এমন সমস্যা হয়। তাই আজ মাছ ধরতে যাবো। পুকুরে অতিরিক্ত জল বেড়ে যাওয়ার কারনে সহজে মাছ ধরা পড়ছে। কিছুক্ষণ চেষ্টা করার পর কয়েকটা মাছ পেলাম আর তাতেই সন্তুষ্ট হয়ে বাড়িতে চলে আসলাম।

IMG_20240927_231104_848.jpg
IMG_20240927_231105_347.jpg

স্নান সেরে এসে ঘরে বসে রয়েছি। তখন আমার বিড়ালটা এসে আমার কোলে উঠে বসে। বারবার কোল থেকে নামিয়ে দিচ্ছি তবুও ঘুরে ফিরে আবারও আমার কোলে এসে বসছে। অন্য কোনো জায়গায় বসতেই চাইছে না। আমার কোলে বসতে হয়ত ওর খুব ভালো লাগছে।

কিছুক্ষণ পর আমার কোল থেকে নামিয়ে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। সেই সাথে আমার পাশে বিড়ালটাও শুয়ে পড়লো। সময় পেরিয়ে যাচ্ছে তবে আমার ঘুম আসছে না তবে একটু পর দেখি বিড়ালটা ঘুমে অচেতন হয়ে পড়েছে। ওর মাথায় তো আর আমাদের মতো নানা বিষয়ে দুঃশ্চিন্তা ঘোরাঘুরি করে না এজন্য সহজেই ঘুমিয়ে পড়তে পারে।

IMG_20240927_231105_132.jpg

সারাদিন বাড়িতে থাকার পর সন্ধ্যার সময় বাড়ির পাশের দোকানে গিয়েছিলাম। সেখানে সকলের সাথে কিছু সময় কাটানোর পর বাড়িতে আসার মুহুর্তে আবার বৃষ্টি ঝেঁপে এলো। তাই বাধ্য হয়ে বাড়িতে না এসে কিছু সময় দোকানে বসে থাকতে হলো। বৃষ্টি থেমে গেলে বাড়িতে চলে আসলাম। এভাবেই আমি আমার দিনের কার্যক্রম শেষ করলাম। ভালো থাকবেন।

END
Sort:  
Loading...

Apnar cat khub sundor. Ar ei Durga Puja tee bristi 😱

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63