Better Life With Steem || The Diary game || 24th September 2024
সারা রাত বৃষ্টির পর একটা মিষ্টি সকালের মাধ্যমে দিনের শুরু করলাম। সকালের আকাশ মেঘাচ্ছন্ন ছিলো না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। আগের মতো হাঁটাহাটি না করতে করতে শরীরে যেন কড়া পড়ে যাচ্ছে।
আমার একটা খারাপ অভ্যাস হলো, আমি যদি সকাল সকাল ঘুম থেকে উঠি তাহলে একটু পরই খিদে পেয়ে যায়। তাই কোনো কাজ না থাকলে সাধারণত দেরি করে উঠি। তবে সকালে হাঁটাহাঁটি করলে শরীরটা অনেক চাঙা হয়ে ওঠে ।
মাঠের পাশের রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। ফসলি জমি দেখলে আমার একটা প্রশ্ন মনে আসে যে, সমস্ত জমিতে এত গোছা গোছা ধান কিভাবে রোপণ করে, ভাবতেই অবাক লাগে। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই জমিতে ধান রোপন করা সম্পন্ন হয়েছে, এখন শুধু এগুলোর পরিচর্যা করার পালা। যাই হোক, কিছু সময় পর বাড়িতে এসে সকালের খাবার খেয়ে নিলাম।
কয়েকদিন যাবত নিজের ইয়ারফোন টা খুজে পাচ্ছি না। ইয়ারফোন আমার নিকট খুব প্রয়োজনীয় একটা জিনিস তাই ২ দিন আগে একটা TWS অর্ডার করেছিলাম। আজ সেটা ডেলিভারি দিয়েছে আমার নিকট। TWS টির মূল্য ৪০০ টাকা নিয়েছে। TWS টি বাড়িতে এনে যাচাই করলাম যে সাউন্ড কোয়ালিটি কেমন! দাম হিসাবে ঠিকই আছে।
আমাদের বাড়িতে অনেকগুলো গরু পালন করা হয়, সব মিলিয়ে মোট ৬ টা। তবে এবার গরুর খাবার অর্থাৎ খড়ের পরিমাণ অনেকটাই কম আমাদের। তাই অন্য একজনের থেকে খড় কিনতে হচ্ছে। দুপুর বেলা আমি আর বাবা তাদের বাড়িতে গিয়ে খড়ের বোঝাগুলো বয়ে বাড়িতে আনলাম। আকাশে মেঘ করেছিলো তাই খুব চিন্তা হচ্ছিলো কারন বৃষ্টি তে ভিজলে খড়গুলো নষ্ট হয়ে যাবে। তবে ভাগ্য ভালো ছিলো এজন্য বৃষ্টি হয়নি। তবে বাড়িতে খড়গুলো এনে যখন ঢেকে রেখেছি তখনই সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছিলো। সব কাজ শেষ করতে অবশ্য অনেক বেলা হয়ে গিয়েছিলো। তারপর স্নান সেরে এসে দুপুরের খাবার খেয়ে নিলাম।
অনেক কষ্ট হয়ে গিয়েছিলো কাজ করে তাই দুপুরে কিছু সময় ঘুমিয়েছিলাম। বিকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে মাঠের পাশে বসে ছিলাম। কাল থেকে শরীরটা অনেক খারাপ যাচ্ছে। চোখে ব্যথা করছে আর একারনে মাথা ব্যথা করছে।
ঘুমালে চোখে ব্যথা কমে যায় তবে আজ একটুও কমেনি। চোখে ব্যথা করলে এত বেশি খারাপ লাগে, বলে বুঝানো যাবে না। চশমা ব্যবহার করলে চোখে ব্যথা কম থাকে তবে চশমা ব্যবহারের ক্ষেত্রে আমার কিছুটা অনীহা দেখা যায় এজন্য মাঝে মাঝে ব্যথা শুরু হয়। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এলো এবং আমি বাড়িতে চলো আসলাম। ভালো থাকবেন সকলে।
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/5) Get profit votes with @tipU :)
যেদিন রাতে বৃষ্টি হয় তার পরের দিন সকালে যদি সূর্যের মুখ দেখা যায় তাহলে সকালটা অনেক মিষ্টি লাগে সূর্যের তাপ গায়ে লাগাতে ইচ্ছা করে। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।