Better Life With Steem || The Diary game || 24th November 2024

in Incredible India3 months ago
The Diary game __ 24th November 2024_20241124_235414_0000.jpg

Hello Everyone,,,

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সব সময় একটা কথা বলি, আমরা প্রতিদিন নতুন নতুন পরিস্থিতির শিকার হয়ে থাকি। সেই পরিস্থিতিগুলো কখনও সুন্দর হয় আবার কোনোটা হয় আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত।

তেমনই আজও একটা হিংসাত্মক ঘটনার সাক্ষী হয়েছি। যাই হোক, আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক -

IMG_20241124_213423_643.jpg

শীত আগত। তাই প্রতিদিন সকালে কুয়াশা দেখা যাচ্ছে এবং বেশ শীত লাগছে। তবে আজ সকালে ঘুম থেকে উঠে হাঁটতে রাস্তায় আসে নি। সকালে কিছু সময় হাঁটতে না পারলে শরীরটা কেমন জানি সতেজ হয় না।

মায়ের রান্না হয়ে গেলে সকালের খাবার খেয়ে নিয়েছিলাম। এগারোটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম কারন আজ কিছু কাজ রয়েছে ।

শীত কালে কম বেশি সব জায়গাতে ব্যাডমিন্টন খেলার প্রচলন রয়েছে। সারাবছর যে মানুষটা কোনো খেলাধুলা করে না সে শীতের সময় একটু ব্যয়ার করা জন্য বা শরীর গরম করার জন্য ব্যাডমিন্টন খেলে থাকে।

বিগত বছরও আপনাদের সাথে ব্যাডমিন্টন খেলার মুহুর্ত শেয়ার করেছিলাম। এবছরও শীত বেশ ভালোই পড়েছে। ব্যাডমিন্টন খেলার জন্য একদম উপযুক্ত সময় উপস্থিত। তাই সকলে মিলে ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করতে হবে। সেই উদ্দেশ্যে সকলে একজায়গায় হতে হবে। যদিও এখন সবাইকে পাওয়া যায় না তবে আমরা যতজন রয়েছি তাদেরই সব প্রস্তুত করতে হবে।

IMG_20241124_213425_625.jpg

সকলকে দোকানে একত্রিত হওয়ার কথা বলা হয়েছিলো। তবে দোকানে এসে দেখি অন্য ঘটনা। বর্তমানে মানুষের মনে যে এত হিংসা আর অন্যের ক্ষতি করার মানসিকতা সেটা আমাদের কাজ কর্মের মাধ্যমেই ফুটে ওঠে। আমাদের পাড়ারই এক জন সে অন্য জায়গা থেকে শাল গাছের চারা কিনে এনেছে বিগত দিন।

আগেই বলে রাখি আমাদের এখানে শাল গাছ পাওয়া যায় না। তাই লোকটা শখ করে অন্য জায়গা থেকে শাল গাছের চারা কিনে এনেছিলো কাল। তারপর সেই গাছগুলো সে তার জায়গায় রোপণ করেছে এবং চারপাশ ভালো ভাবে ঘিরে দিয়েছে।

তবে আজ সকালে দেখে কে বা কারা যেন তাদের লাগানো শাল গাছের চারাটা ভেঙে দিয়ে গেছে। এটা দেখার পর তাদের রাগ হওয়াটা স্বাভাবিক। যে এই কাজটা করেছে সে রাতের বেলায় গোপনে এটা করেছে তাই কেউ তাকে দেখতে পায়নি। এজন্য কাউকে দোষারোপ করতে পারছে না।

যদিও ঘটনাটা আজ রাতেই ঘটেছে তবে আমি কিছুই জানতাম না। তবে দোকানে এই বিষয়ে সবার সাথে মিটিং করছে। যে এই কাজটা করেছে সে সবার চোখ ফাঁকি দিতে পারলেও ঈশ্বরের চোখে কিন্তু সে অপরাধী হয়ে রয়ে গেছে। আমি জানি না যে, মানুষের মানসিকতা কতটা নিচু হলে এমন কাজ করতে পারে!

IMG_20241124_213421_863.jpg
IMG_20241124_213418_191.jpg

যাই হোক, তারপর সকলে একজায়গায় হলে আমরা মাঠে চলে আসি। আমাদের বাড়ির পাশে যে কৃষ্ণ মন্দির রয়েছে সেই মন্দিরের সামনের খোলা জায়গায় খেলার মাঠ তৈরি করবো। ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করাটা অনেক ঝামেলার এজন্য অনেক মানুষের প্রয়োজন পড়ে।

IMG_20241124_213416_227.jpg
IMG_20241124_213406_814.jpg

আসলে ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করতে অনেক মাপ ও হিসাব করতে হয় না হলে মাঠের আয়তন ছোট বড় হয়ে যায়। সকলে মিলে অনেক সময় ধরে মাঠ তৈরি কাজ করলাম।

প্রথমে ফিতা দিয়ে মেপে মাঠের আয়তন ঠিক করলাম। তারপর মাঠের মাটি সেই মাপে কেটে ফেললাম। এবার এই জায়গায় চুন দিলে মাঠ প্রস্তুত হয়ে যাবে। চুন দিলে মাঠের দাগগুলো সাদা দেখাবে তাহলে খেলতেও সুবিধা হবে।

আজ শুধুমাত্র মাঠ প্রস্তুত করতেই অনেক বেলা চলে গেলো তাই চুন দেওয়া হয়নি। তাই বাকি কাজগুলো কালকের জন্য রেখে দিলাম। যাই হোক, সেই সাথে আমার আজকের দিনের কার্যক্রম শেষ করলাম। ভালো থাকবেন।

Sort:  
Loading...

TEAM 1

Congratulations! Your post has been upvoted through @steemcurator03. Good post here should be..

image.png

Curated by : @jyoti-thelight
 3 months ago 

Thank you very much ma'm for your support. 🙏

 3 months ago 

শীতের সময় সবাই কম বেশি ব্যাডমিন্টন খেলে থাকে। এবং যে খেলা নাও পারে সেও এসে একটু ব্যাডমিন্টন খেলতে চাই। কারণ এই খেলাটি শীত থেকে কিছু সময়ের জন্য শরীর গরম করে থাকে।

আসলে ভাই আমরা মানব জাতি আমাদের মনে হিংসায় ভরা তাইতো আমরা এই ধরনের নিছু কাজ গুলো করে থাকি। একটি মানুষ শখ করে কিছু গাছ রোপন করেছে তার উচিত হয়নি এই গাছ গুলো ভেঙে ফেলা।

যাইহোক আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম শাল গাছ এই শাল গাছটা আমি কখনো দেখেনি বা তার নামও শুনিনি। হয়তোবা দেখেছি কিন্তু আমাদের এলাকায় তার নাম ভিন্ন হতে পারে। যাইহোক সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ভাই ব্যাডমিন্টনের টুর্নামেন্ট ছাড়েন তাহলে দেখবেন খেলার আগ্রহ আরো বেড়ে যাবে , সেই সাথে প্রতিযোগিতা আরো বেড়ে যাবে ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96984.80
ETH 2696.26
SBD 0.43