The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন৷ আজ ফেব্রুয়ারী মাসের ১১ তারিখ, মঙ্গলবার। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি। রিপোর্টের মাধ্যমে আপনারা আমার সাপ্তাহিক কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।
Account Name | Role |
---|---|
@sduttaskitchen | Admin & Founder |
@sampabiswas | Co- Admin |
@nishadi89 | Moderator |
@isha.ish | Moderator |
@tanay123 | Moderator |
মডারেটর হিসাবে আমার কার্যক্রম |
---|
বিগত সপ্তাহে আমাদের পরিবারের সাথে নতুন একজন সদস্য যুক্ত হয়েছেন। যদিও তিনি অনেক পুরানো একজন ইউজার। তবে সে আমাদের সাথে নতুন ভাবে পথ চলা শুরু করেছেন। তাই তার সাথে পরিচিত হওয়ার জন্য এডমিন ম্যামের সাথে আমি নিজেও ডিসকর্ডে যুক্ত ছিলাম। তাকে কমিউনিটি তথা প্লাটফর্মে সকল নিয়ম সম্পর্কে অবগত করা হয়েছে। আশা করি তার সাথে আমাদের পথ চলা অনেক দীর্ঘ হবে।
![]() |
---|
পোস্ট লেখার ক্ষেত্রে যদি আমাদের কখনও কবিতার লাইন বা উক্তি ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে সেটার লিংক উল্লেখ্য করতে হয় এবং উক্ত লাইনগুলো চিন্তিত করে দিতে হয় তবে বিগত সপ্তাহে একজন ইউজার কবিতার লাইন ব্যবহার করেছিলো কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ করেন নি।
তাই তাকে বিষয়টা অবগত করেছিলাম যদিও প্রথমে দায়িত্ব পালনে আমি কিছু ভুল করে ফেলেছিলাম। তবে বরাবরের মতো এডমিন ম্যাম আমার ভুল ধরিয়ে দিয়েছিলো এজন্য ম্যামের কাছে অনেক কৃতজ্ঞ আমি।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
Date | Post Count |
---|---|
4-2-2025 | 8 |
5-2-2025 | 7 |
6-2-2025 | 6 |
7-2-2025 | 5 |
8-2-2025 | 6 |
9 -2-2025 | 7 |
10-2-2025 | 6 |
বিগত ৭ দিনে আমি উপরোক্ত সংখ্যক পোস্ট ভেরিফাই করেছি। অনেক চেষ্টা করি যেন কাজের ভিতর ভুল না হয় তবুও অনেক সময় অজান্তেই ভুল হয়ে যায়। কাজ করতে করতেই অভিজ্ঞতা বাড়ে। আশা করি, ভুল করতে করতে একটা সময়ও আরও অনেক কিছু শিখতে পারবো।
সকলের উদ্দেশ্যে কিছু কথা |
---|
আমাদের সকলের প্লাটফর্মের সকল নিয়ম অনুযায়ী কাজ করা উচিত। তবে বেশ কয়েক মাস মডারেটরের দায়িত্ব পালন করার কারনে বুঝতে পারছি, আমাদের মধ্যে অনেকেই হয়ত ছোট ছোট অনেক বিষয় গুরুত্ব দিই না। তবে সকলের মনে রাখা উচিত যে, বিষয়গুলো ছোট তবে গুরুত্বপূর্ণ।
লেখার ভিতর বানান ভুল, ভুল হ্যাশ ট্যাগ ব্যবহার করা অথবা অনলাইন থেকে নেওয়া তথ্য বা ছবির উপযুক্ত সোর্স ব্যবহার করা অন্তত জরুরি। তাই সকলকে এই বিষয়গুলো গুরুত্বসহকারে দেখার অনুরোধ করবো।
সদস্য হিসাবে আমার কার্যক্রম |
---|
মডারেটরের দায়িত্বের পাশাপাশি আমি একজন সদস্য হিসাবে পোস্ট শেয়ার করেছি এবং নিজের সক্রিয়তা বৃদ্ধির চেষ্টা করেছি। বিগত সপ্তাহে নিম্নোক্ত পোস্টগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি -
Title | Thumbnail |
---|---|
The Performance i Conclude During 7 Days as Moderator | ![]() |
৩০ মিনিটের গল্প! | ![]() |
জেদ! | ![]() |
ড্রাগন গাছ রোপন! | ![]() |
মায়ের ইচ্ছে! | ![]() |
The Diary game- 10th February 2025 | ![]() |
উপসংহার : আশা করি, সকলে আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়েছেন। সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
মডারেটর হিসেবে দায়িত্ব পালন করা সত্যিই চ্যালেঞ্জিংসএকটা ব্যাপার। তবে আপনি দারুণভাবে সব সামলাচ্ছেন ভাইয়া। নিয়ম মেনে প্লাটফর্মে কাজ করে এবং নতুন সদস্যদের সহায়তা করা প্রশংসনীয় একটি উদ্যোগ। আপনার অভিজ্ঞতা থেকে শেখার মনোভাব সত্যিই অনুপ্রেরণাদায়ক। আশা করি ভবিষ্যতে আরো সফলতা অর্জন করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
একটা কমিউনিটিতে কোন দায়িত্ব থাকলে তাকে অনেক কিছুই পালন করতে হয় বিশেষ করে নতুন কোন ইউজার আসলে তাদেরকে গাইডলাইন করা।।
আর হ্যাঁ এই ইউজার অনেক পুরাতন হলো কাজের ক্ষেত্রে সে অনেকটাই নতুন।। তাকে খুব সুন্দর ভাবে গাইডলাইন দিয়েছেন এছাড়াও কমিউনিটির বেশ কাজ দায়িত্ব নিয়ে করেছেন।।
আপনার জন্য দোয়া ও ভালবাসা রইল আগামীতেও যেন আমাদের কমিউনিটিতে যুক্ত থেকে নতুন ইউজার তথা পুরান ইউজারদেরও সাহায্য করে যাবেন।।
একজন মডারেটর হিসেবে কে কে দায়িত্ব পালন করতে হয় সেটা আমার বেশ ভালোভাবেই জানা আছে কেননা আমিও বেশ কয়েকদিন এখানে মডারেটর হিসেবে কাজ করেছি আপনি ঠিকই বলেছেন কিছু কাজ যেগুলো ছোট ছোট সেগুলোর দিকে আমরা অতটা খেয়াল দেই না তবে গুরুত্ব দেয়াটা অনেক বেশি প্রয়োজন।
মডারেটর হিসেবে আপনার দায়িত্ব গুলো আপনি সঠিক ভাবে পালন করে যাচ্ছেন বিশেষ করে নতুন সদস্য আসলে তাদেরকে কিভাবে গ্রহণ করতে হয় তাদের সাথে কিভাবে কথা বলতে হয় মোটামুটি সবটাই আপনার জানা আশা করি আপনি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ ভাল থাকবেন।