গল্প নয় সত্যি!

in Incredible India14 hours ago

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বৃষ্টির মধ্যে পরিবারের সাথে হয়ত অনেক সুন্দর মুহুর্ত কাটাচ্ছেন। বিগত পোস্টে আপনাদের সাথে ভয় নিয়ে কিছু কথা বলেছিলাম। আজও আপনাদের মাঝে এই বিষয়ে গল্প তুলে ধরবো।

অনেকেই গল্প শুনতে অনেক বেশি পছন্দ করেন। কেউ হয়ত মজার গল্প পছন্দ করেন আবার কেউ যুদ্ধের গল্প। অনেকে আছে ভূতের গল্পও পছন্দ করেন। গল্প শোনার কথা মনে পড়লে ছোট বেলার কথা অনেক বেশি মনে পড়ে। ছোটবেলায় প্রতিদিন ঠাকুমার কাছে গল্প শুনতাম। গল্প শোনা টা প্রতিদিনের রুটিন ছিলো।

ছোটবেলায় কাল্পনিক গল্পগুলো শুনতে সবাই ভালোবাসে। আমি গল্প না বললে ভাত খেতেই চাইতাম না। বিগত পোস্টে বলেছিলাম আমাদের এলাকায় এমন কিছু ঘটনা ঘটেছে বিগত দিন যেগুলো অনেক বেশি আশ্চর্যজনক একই সাথে ভয়েরও বটে!

ঘটনাটা ২০১৪ সালের। তখন ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলে। ফুটবল বিশ্বকাপ নিয়ে সকলের মাঝে অনেকটা বেশি আগ্রহ কাজ করে। সারাবছর কেউ খেলাধুলা নিয়ে খোজ রাখুক বা না রাখুক বিশ্বকাপ আসলেই এর আমেজ টা সকলের মাঝে ছড়িয়ে পড়ে।

যাই হোক, এখন তো সবার ঘরে ঘরে টিভি রয়েছে। সবার নিজের মতো করে বাড়িতেই খেলা দেখে। তবে আগে এমন ছিলো না। ২০১২ সালে আমাদের গ্রামে কারেন্ট আসে এবং ২০১৪ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে। তখন সবার বাড়িতে এখনকার মতো টেলিভিশন ছিলো না।

তবে গ্রামের প্রতিটা দোকানে টেলিভিশনের দেখা পাওয়া যেত। তাই খবর দেখা ও খেলাধুলা দেখার জন্য সবাই সময় মত দোকানে চলে যেতো।

২০১৪ সালের বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিলো তাই প্রতিটা ম্যাচই বাংলাদেশের মাঝরাতে অনুষ্ঠিত হতো। তেমনই একদিন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রাত ১ টার সময়। আমাদের এলাকার তিনটা ছেলে ম্যাচ দেখবে এজন্য বাড়িতে না গিয়ে ফাঁকা রাস্তায় বসে ছিলো।

রাস্তায় ভীষণ বাতাস ছিলো এজন্য ওখানে বসে মোবাইল দেখছে। রাস্তার একপাশে বিল ও অন্য পাশে খাল রয়েছে। যাই হোক, সবাই সবার মতো করে শুয়ে, বসে আছে। একপর্যায়ে ওদের মধ্যে থেকে একজন পিছনে তাকায় এবং তাকানোর পর যেটা দেখে সেটা বিশ্বাস করা সত্যি অনেক কঠিন।

প্রথমে ঐ ছেলেটা দেখার পর অন্য দুজনকেও ডেকে দেখায় এবং তারাও দেখতে পায়। তারপর যতদ্রুত সম্ভব ওরা দৌড়ে চলে আসে ওখান থেকে। তাদের ভাষ্যমতে -

ওদের পিছনে অনেক লম্বা একটা লোক দাঁড়ানো ছিলো। লোকটা নাকি বিল দিয়ে হাঁট ছিলো।

জানি না কথাটা কতটা সত্যি। তবে ওখান থেকে দৌড়ে চলে আসার পর তিনজনই অসুস্থ হয়ে পড়ে।
ওরা সকলেই যেহেতু অনেকদিন অসুস্থ ছিলো তাই এটা তো নিশ্চিত যে ওরা মজা করেনি সকলের সাথে।

আমি নিজের কখনও ভূত দেখিনি আর দেখতেও চাইনা। তবে এমন ঘটনাগুলোর উওরটা পাওয়া মুশকিল।

END
Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89