The Performance i Conclude During 7 Days as Moderator

in Incredible India4 days ago
The Performance i Conclude During 7 Days as Moderator_20250128_170813_0000.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। তবে সত্যি বলতে আমার শরীর একদমই ভালো নেই। প্রথমে জ্বর, সর্দি, মাথা ব্যথা আর এখন ঘাড়ের শিরা জ্বালা করছে। কেন এমন হচ্ছে জানি না, হঠাৎ করে শরীর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে।

যাই হোক, বরাবরের ন্যায় আজও বিগত সপ্তাহের মতো এবারও সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি। আশা করি, সকলে মন দিয়ে পড়বেন।

Administrative Team
Steemit Id NameRole
@sduttaskitchen Admin & Founder
@sampabiswas Co- Admin
@nishadi89 Moderator
@isha.ish Moderator
@tanay123 Moderator
মডারেটর হিসাবে আমার কার্যক্রম

IMG_20250128_155407.jpg

প্রতিটা প্লাটফর্মের নিজস্ব নিময় রয়েছে। আমরা যারা স্টিমিট প্লাটফর্মে নিয়মিত কাজ করি তাদের এই নিয়মগুলো সম্পর্কে অনেকটা ধারনা রয়েছে। তবে এই প্লাটফর্মে পোস্ট শেয়ার করার পূর্বে খেয়াল রাখা প্রয়োজন যে পোস্টে ব্যবহৃত ছবির মধ্যে রক্তের ছিটেফোঁটা দেখা না যায়। বিগত সপ্তাহে একটা পোস্টের মধ্যে তেমন কিছু লক্ষ্য করেছিলাম তাই ভেরিফিকেশনের সময় তাকে বিষয়টা অবগত করি এবং এই ধরনের ছবি ব্যবহার করা থেকে বিরত থাকতে বলি।

IMG_20250128_155211.jpg

সেই সাথে জিপিটি ব্যবহার করে পোস্ট লেখা সম্পূর্ণ অনৈতিক কাজ এটা জানার সত্ত্বেও অনেকে সেটা করার চেষ্টা করেন। তবে পোস্ট ভেরিফিকেশন করার সময় এটা আমরা চিহ্নিত করতে পারি এবং তৎক্ষনাৎ সেই সদস্যকে জানানো হয়। বিগত সপ্তাহে তেমনই একটা পোস্ট আমি চিহ্নিত করতে পেরেছিলাম। নিজের লেখার মান ভালো হোক বা মন্দ সব চেষ্টা করা উচিত বৈধতার সাথে লেখা শেয়ার করা।

বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন
DatePost Count
21-01-20256
22-01-20254
23-01-20257
24-01-20256
25-01-20257
26-01-20258
27-01-20255

বিগত সাত দিনে আমি আমার পোস্ট ভেরিফিকেশনের দায়িত্ব পালন করেছি এবং উপরোক্ত সংখ্যক পোস্ট ভেরিফাই করতে সক্ষম হয়েছি।

সদস্য হিসাবে আমার কার্যক্রম

বিগত সপ্তাহে আমি অন্যান্য সদস্যদের মতো নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করেছি এবং নিম্নোক্ত পোস্টগুলো শেয়ার করেছি।

TitleThumbnail
The Performance i Conclude During 7 Days as Moderator
GLhDmHx9sqyzQFnr4Sph7ao5rmeSStAmTty32LPYX9g6sPCw4vajcnC7gS99jhtGmcV9U3r8crJ2Zd7qZXy4ngwxRfUCSuiN9SnB2JcxmJ...dy6wdVkK7H98qeWQAs6coYfx66RiLrgms2eHRrdd21hg8iBtQT9HoxKwJFk8EhBykZXVNoinKGeVxeKVV1kr6eWAnrpVmoHN4HtKJVvuXnfXF7qd1hsqNX6hc.jpeg
The Diary game - 22th January 2025
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9qDXdtpoG5tDK6w69KifTDUasdLt1eKKFYpka3FnSuV2DJqytKApARqtoqbyAj334Rk7kzUeGSGTY1sHX49Xkwszy6F27T4.jpeg
The Diary game -23th January 2025
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81cJxfXJJp6tCYp5iEn69NC6kyk59E2n26jLo3PTSQw1AGzdbgQvoYugFafXLJkSrU91Mfv62feTWJzbMprMEmQk7nApjG.jpeg
অতীত সব সময় সুন্দর !
32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErLzNQBLUAwXQsqnpQXNU589MpY8GNDwmptKwVYDstxubNfJcMpw5x7yzndXGZ5gAweeFv1szrXe2f26oXi7Dtbe6xZRL8ZSvZbU.jpeg
নিজ পেশাকে সম্মান করা উচিত!
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yMRJWxsgDPRBsR9JtSXbwihuUKqk4d7QeKdAZnb4m98oZH5MMzmVHSu9pqQJpPFBkQY1scPcu91KNFj47pw2XzE8LKYDt.jpeg
The Diary game - 26th January 2025
32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErGh76WJ3XTeP4CEdEn9HkXtoijhZgDGsivMJPEyUrwtqWNTN6PfmaLY2LAGHbYBFTNiUsrAW8CrZqQ9buVpfigBxvZZyhoEWkUe.jpeg

উপসংহার : আশা করি, সকলে আমার রিপোর্ট মনোযোগ দিয়ে পড়েছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।

Sort:  
 4 days ago 

এই প্লাটফর্মে অনৈতিক কাজ করা যায় না, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ অনৈতিকভাবে এখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি মনে করি আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে নিজের মেধা খাটিয়ে কাজ করুন।

হয়তোবা আপনার সফল হতে অনেকটা সময় লাগবে। তবে আপনি সঠিকভাবে সফল হতে পারবেন। সফলতা কখনো একদিনে আসে না আপনার পরিশ্রমের মাধ্যমে সফলতা আসে। আবারো আপনি আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাল থাকবেন।

Loading...
 4 days ago 

আপনি এই কমিউনিটি এবং এই প্ল্যাটফর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন প্রতিনিয়ত, এই প্লাটফর্মকে কিভাবে আরো সুন্দর করা যায় সেই কাজে নিয়োজিত আছেন এবং খুব গুরুত্বের সাথে আপনি আপনার দায়িত্ব পালন করছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি খুব সুন্দর ভাবে আপনার রিপোর্ট পোস্ট করেছেন।

 3 days ago 

আপনার সাপ্তাহিক পারফরম্যান্স রিপোর্ট অত্যন্ত গোছানো এবং তথ্যবহুল হয়েছে। আপনার মডারেশন কার্যক্রম এবং প্ল্যাটফর্মের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। পোস্ট ভেরিফিকেশনে সতর্ক দৃষ্টি রাখা এবং অনৈতিক বিষয়গুলো চিহ্নিত করা প্ল্যাটফর্মের গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার অসুস্থতার কথা শুনে খারাপ লাগছে। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন। নিজের যত্ন নেবেন এবং বিশ্রাম নেবার চেষ্টা করবেন। শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 101632.17
ETH 3195.62
SBD 3.99