The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আপনারা হয়ত অবগত আছেন যে, আমি বিগত দিন মামা বাড়িতে আসছি তাই সকলের সাথে বেশ ভালো সময় পার করছি এবং কিছুটা ব্যস্তও আছি।
তবে প্রতি সপ্তাহের মতো আজও আপনাদের মাঝে আমার সাপ্তাহিক রিপোর্ট নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক -
কমিউনিটিতে চলমান কনটেস্ট |
---|
প্রতি সপ্তাহের মতো কমিউনিটিতে কনটেস্ট চলমান রয়েছে। আমাদের কমিউনিটির মডারেটর @nishadi89 কর্তৃক কনটেস্টের আয়োজন করা হয়েছে। কনটেস্টের বিষয়বস্তু প্রতিটা স্টিমিয়ানের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন স্টিমিয়ানের অভিজ্ঞতা ও প্লাটফর্ম সম্পর্কে দুরদর্শিতা তুলে ধরতে পারবেন এই কনটেস্টের মাধ্যমে। তাই সকলে কনটেস্ট অংশগ্রহণ করার অনুরোধ রইলো।
বরাবরের মতো আমাদের এডমিন ম্যাম @sduttaskitchen কর্তৃক আয়োজিত কনটেস্ট চলমান রয়েছে। ম্যাম কর্তৃক আয়োজিত প্রতিটা কনটেস্টের বিষয়বস্তু অন্য টির থেকে ভিন্ন তাই আপনারা ভিন্ন ভিন্ন বিষয়ের উপর লেখার আনন্দ উপভোগ করতে পারেন। প্রতিটি শিশুর মধ্যে পবিত্র ও নিষ্পাপ অনুভূতি রয়েছে যে অনুভূতিগুলো বয়স বাড়ার সাথে সাথে কোথায় জানি বিলুপ্ত হয়ে যায়। প্রতিটি শিশুর মন থাকে বিশুদ্ধ তবে বয়সের সাথে সাথে একেকজন একেক গুণের অধিকারী হয়ে থাকে। পরিবারের শিক্ষার উপরই একজন শিশুর মানসিকতা নির্ভর করে। শিক্ষামূলক এই বিষয়বস্তুর উপর আপনাদের নিজেদের মন্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করবো।
আপনারা যারা গতানুগতিক বিষয়ের উপর লেখা শেয়ার করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য একটা সুখবর হলো - বর্তমানে আমাদের কমিউনিটিতে তিনটা ভিন্ন ভিন্ন বিষয়ের উপর কনটেস্ট চলমান রয়েছে। আমাদের কমিউনিটির কো - এডমিন @sampabiswas দিদির একাউন্ট থেকেও কনটেস্ট চলমান আছে। আমি মনে করি মাতৃত্ব শুধুমাত্র একটা শব্দ নয় বরং একটা চ্যালেন্জের নাম। আর এটা অর্জন করা মোটেও সহজ নয়। আমি আপনাদের সাথে কনটেস্ট পোস্টেট লিংক শেয়ার করেছি। আপনারা অবশ্যই কনটেস্টেট সকল নিয়মাবলি পড়ে অংশগ্রহণ করবেন।
পোস্ট ভেরিফিকেশন |
---|
আমাদের প্রত্যেকের পোস্ট শেয়ার করার আগে অবশ্যই নিকের অন্তর্ভুক্ত ক্লাবের হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে। তবে অনেকেই নো - ক্লাবে থাকার পরও ক্লাব হ্যাশ ট্যাগ ব্যবহার করেন আবার অনেকেই ক্লাব ৫০ এ অন্তর্ভুক্ত থাকেন কিন্তু ক্লাব ১০০ এর হ্যাশ ট্যাগ ব্যবহার করেন। বিগত সপ্তাহে তেমনই একজন ইউজারের ব্যবহৃত ভুল হ্যাশ ট্যাগ সংশোধন করার পরামর্শ দিয়েছিলাম।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
Date | Post Count |
---|---|
25-02-2025 | 5 |
26-02-2025 | 6 |
27-02-2025 | 4 |
28-02-2025 | 4 |
01-03-2025 | 6 |
02-03-2025 | 7 |
03-03-2025 | 3 |
বর্তমানে কমিউনিটির পোস্ট সংখ্যার কথা নতুন করে কি আর বলবো৷ আপনারা নিজেরাই এনগেজমেন্ট রিপোর্ট দেখলে বুঝতে পারবেন। অনেক পুরানো ইউজাররাও এখন নিয়মিত লেখা শেয়ার করছেন না যেটা সত্যি দুঃখজনক।
সদস্য হিসাবে আমার কার্যক্রম |
---|
কমিউনিটির একজন সদস্য হিসাবে প্রধান দায়িত্ব হলো নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করা। আমি বিগত সপ্তাহে উপরোক্ত পোস্টগুলো শেয়ার করেছি।
উপসংহার :- আশা করি, আপনারা আমার রিপোর্ট মনোযোগ দিয়ে পড়েছেন। আমি যখন পোস্ট লেখা শুরু করেছিলাম তখন মামা বাড়িতে শুয়ে ছিলাম আর লেখা যখন শেষ করছি তখন আমি বাসে অবস্থান করছি।
কাল মাসির বিয়ে হয়েছে তাই আজ বউ ভাত খেতে যাচ্ছি। সত্যি বলতে, আমার মোটেও যাওয়ার ইচ্ছে ছিলো। বাসে করে যেতে প্রায় ৩ ঘন্টা থেকে সাড়ে ৩ ঘন্টার মতো সময় লাগবে। এত লম্বা সময় জার্নি করে নিমন্ত্রণ খেতে যাওয়া আবার আসা আমার একদমই পছন্দ নয়।
তবে আমি না গেলে দাদা বাবু যাবে না আর এটা এমন একটা শর্ত যে না মেনে নিয়েও পারলাম না। অনেক চেষ্টা করেছি না আসার তবে শেষ পর্যন্ত আমি ব্যর্থ। যাই হোক, সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
আপনার পোস্টটি খুবই চমৎকার এবং বিস্তারিত ছিল। আপনার কাজের প্রতি আগ্রহ এবং কমিউনিটি পরিচালনায় যে আন্তরিকতা ও দায়িত্বশীলতা রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি মনে করি, কমিউনিটি একে অপরকে সাহায্য ও সমর্থন করার মাধ্যমে আরও শক্তিশালী হতে পারে, এবং আপনি যে ভাবে নিয়মিতভাবে প্রতিটি বিষয় নিয়ে মনোযোগ দিচ্ছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
কমিউনিটিতে অংশগ্রহণের মাধ্যমে আমরা সবাই নতুন কিছু শিখতে পারি এবং একে অপরের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে উন্নতি ঘটাতে পারি। আপনার পোস্টগুলো যেমন আগের মতোই একে অপরকে সহায়তা করছে, তেমনি আপনার মন্তব্যগুলো আমাদের সকলকে আরও ভালোভাবে যুক্ত রাখছে।
আমি আশা করি আপনি এমনিভাবে আপনার পরবর্তী উদ্যোগেও সফল হবেন। আপনার কাজের জন্য অনেক শুভকামনা রইল।
আমাদের প্রতিটা মানুষের আসলে জীবনে প্রতি সময়ের অনেক ধরনের সমস্যা হয় সে সমস্যাগুলো সমাধান করে কিছু কিছু কাজ আমাদেরকে সম্পন্ন করতে হয় তারপরেও বাস্তবতা মেনে নিতে হয় কিছুই করার নেই তারপরেও আপনি আপনার সাপ্তাহিক কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করছেন অনেক সমস্যা হচ্ছে।
আকাশে মনে হয় কি সমস্যা যখন হয় তখন কাজের দিকে যদি আমাদের মনোযোগ থাকে তাহলে আমাদের অনেক বিখ্যাত উপকার হয় প্রথম অবস্থায় আমরা আমাদের সমস্যার আগে কিছুটা এড়িয়ে চলতে পারি দ্বিতীয়ত অন্যের সাথে কথা বলে আমাদের সমস্যা গুলোকে সমাধান করার একটা পথ খুঁজে বের করতে পারি অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য ভালো থাকবেন। চিন্তা করবেন না ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে।