The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি তবে বারবার কেমন জানি অসুস্থ হয়ে পড়ছি। কয়েকদিন যাবত হঠাৎ করে অতিরিক্ত ঠান্ডা পড়ার কারনে শরীর ভালো নেই। আজ মঙ্গলবার তাই আপনাদের মাঝে আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি।
মডারেটর হিসাবে আমার কার্যক্রম |
---|
কমিউনিটির মডারেটর হিসাবে আমার কার্যক্রম এই কমিউনিটিতে সীমাবদ্ধ রাখি। সদস্যের পোস্ট যাচাই ও আমার সাধ্যমত পরামর্শ দেওয়ার চেষ্টা করি যেটা তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে, এই প্লাটফর্ম সম্পর্কে আমার জ্ঞানও সীমিত। এই প্লাটফর্মে যুক্ত হওয়ার মাত্র ৭ মাসের মধ্যে কমিউনিটির মডারেটর হিসাবে নিযুক্ত হয়েছিলাম যেটা আমার জন্য অনেক বড় পাওয়া। তাই নিজের যতটুকু জ্ঞান রয়েছে সেটার মাধ্যমে অন্যদেরও পরামর্শ দেওয়ার চেষ্টা করি।
বিগত সপ্তাহে পোস্ট ভেরিফিকেশনের সময় লক্ষ্য করলাম পোস্টের ট্যাগগুলো সঠিক নেই। আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে, শুধুমাত্র পোস্টের মান ভালো করলেই হবে না বরং পোস্টে সঠিক ট্যাগও ব্যবহার করতে হয়।
নিজের পোস্টে কান্ট্রি ট্যাগ ব্যবহার করা অন্তত জরুরি। তাই সদস্যকে আমি ট্যাগ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছিলাম।
পোস্ট লেখার ক্ষেত্রে আমরা মূলত আমাদের ক্যামেরাতে তোলা ছবি অথবা ফ্রী সোর্স থেকে ইমেজ ব্যবহার করি। ফ্রী সোর্স থেকে ছবি ব্যবহার করলে অবশ্যই সোর্স উল্লেখ্য করতে হয় বাধ্যতামূলক। তবে নতুন সদস্যদের ক্ষেত্রে হয়ত মাঝে মাঝে ভুল করে থাকে। তেমনই একজন সদস্য সোর্স ছাড়াই ছবি শোয়ার করেন। তাই তাকে ছবির সোর্স ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
Date | Post Count |
---|---|
31-12-2024 | 4 |
01-01-2025 | 6 |
02-01-2025 | 8 |
03-01-2025 | 6 |
04-01-2025 | 6 |
05-01-2025 | 7 |
06-01-2025 | 6 |
Total = | 43 |
বিগত সপ্তাহে আমি প্রতিদিন পোস্ট ভেরিফিকেশন করেছি এবং সর্বমোট ৪৩ টা পোস্ট ভেরিফিকেশন করেছি।
সদস্য হিসাবে আমার কার্যক্রম |
---|
বিগত সপ্তাহে আমি পোস্ট শেয়ার করেছি এবং অন্যের পোস্ট পড়ে মন্তব্য করেছি। সেই সাথে অন্যের পোস্টে ভোট দেওয়ার মাধ্যমে নিজের ভোটিং সিএসআই বৃদ্ধি করার চেষ্টা করেছি। বিগত সপ্তাহে আমি নিম্নোক্ত পোস্টগুলো শেয়ার করেছি -
Title | Thumbnail |
---|---|
The Performance i Conclude During 7 Days as Moderator | |
ফিরে দেখা ২০২৪! | |
The Diary game - 2nd January 2025 | |
The Diary game - 4th January 2025 | |
ডায়েরি! Diary |
হ্যাং আউটে অংশগ্রহণ |
---|
বছরের শেষ দিন অর্থাৎ ৩১ শে ডিসেম্বর ২০২৪ তারিখে @sduttaskitchen ম্যামের উদ্যোগে হ্যাং আউটের আয়োজন করা হয়। এবারের হ্যাং আউট সত্যি ব্যতিক্রম ছিলো এবং অনেক বেশি উপভোগ করেছি। এই ধরনের হ্যাং আউট পূর্বে কখনও হয় নি। তবে সব থেকে ভালো লাগার বিষয় হলো - এবারের হ্যাং আউটে কমিউনিটির অধিকাংশ সদস্যই অংশগ্রহণ করেছিলো।
উপসংহার : আশা করি, আপনারা আমার লেখাটা মনোযোগ দিয়ে পড়েছেন। সকলের জন্য নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন।
@tanay123 উচ্চপদ যেমন সম্মানের পরিচয়বাহক ততোধিক দায়িত্বের প্রতীকী!
আমাদের উপরে উঠতে, বেশি বেশি সমর্থন পেটে ভালো লাগে, কিন্তু তার পিছনের পরিশ্রমের পার্থক্য কেউ তলিয়ে দেখে না।
আপনি অসুস্থ্য ছিলেন খারাপ লাগলো বিষয়টা জেনে, আপনার সুস্থতা কামনা করি।
তবে, চেষ্টা করবেন প্রতিনিয়ত নিজের কাজের মূল্যায়ন নিজে করতে তাহলে তফাৎ নিজেই উপলব্ধি করতে পারবেন।
ধন্যবাদ ম্যাম, আপনার মতামত জানানোর জন্য। 🙏
আপনি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করে যাচ্ছেন, জানতে পেরে ভালো লাগলো। আসলে একজন মডারেটর হিসেবে নিজের দায়িত্ব গুলো কতটা নিখুঁতভাবে পালন করতে হয়। সেটা আমিও কম বেশি বেশ ভালই বুঝতে পারছি। ধন্যবাদ অসুস্থ থাকা সত্ত্বেও নিজের কাজগুলো কমিউনিটির কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য। ভালো থাকবেন।
আপনি একজন মডারেটর হিসেবে যে চমৎকারভাবে আপনার দায়িত্ব পালন করে যাচ্ছেন সেটা আমি আপনার দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই খেয়াল করেছি।
সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই কমবেশি জানি। তারপরও আমাদের ভুল হয়ে যায়। আর আপনি সেখানে সঠিক পরামর্শ দিয়ে থাকেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এতো চমৎকার করে সাপ্তাহিক রিপোর্টটি প্রকাশ করার জন্য আপনাকে আবারো ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।