The Performance i Conclude During 7 Days as Moderator

in Incredible India2 days ago
The Performance i Conclude During 7 Days as Moderator_20250121_121150_0000.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতে দেখতে নতুন বছরের প্রথম মাসের শেষ প্রান্তে চলে এসেছি। সব কিছুর অনিয়ম হলেও সময়ের প্রবাহে কখনও অনিয়ম হয় না। প্রতি সপ্তাহের মতো আবারও আমি সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি।

Administrative Team
Steemit Id NameRole
@sduttaskitchen Admin & Founder
@sampabiswas Co- Admin
@nishadi89 Moderator
@isha.ish Moderator
@tanay123 Moderator
মডারেটর হিসাবে আমার কার্যক্রম

IMG_20250121_115907.jpg

কমিউনিটির সদস্যদের সব সময় তাদের ভালোর জন্যেই নানা পরামর্শ দেওয়া হয়। তবে অনেকে সেগুলোকে গুরুত্বই দেয় না। নিজের লেখা পোস্টের মান উন্নত করার জন্য বিভিন্ন উপায় রয়েছে তার কম বেশি হয়ত আমরা সকলেই জানি। তবে পোস্টের মধ্যে কমপক্ষে ৩/৪ টা ছবি ব্যবহার করা প্রয়োজন এটা আশা করি, সকলেই জানে। সদস্য নতুন হোক বা পুরাতন সকলকে একথা আগেও বহুবার বলা হয়েছে। তবে কিছুজন সেটাকে মূল্যায়ন করেন না। যদিও আগেও বলেছি তারপরও পুনরায় আবার একজন সদস্যকে পরামর্শ দিয়েছিলাম ছবি ব্যবহারের ক্ষেত্রে। আশা করি, পরবর্তীতে উনি বিষয়টা খেয়াল রাখবেন।

IMG_20250121_115635.jpg

স্টিমিট প্লাটফর্মের কাজ করতে হলে অবশ্যই আমাদের সকল নিয়মকানুন মেনে চলতে হবে। শুধুমাত্র পোস্ট লেখা নয় বরং কমেন্ট ও অন্যান্য ক্ষেত্রেও নিয়মাবলি রয়েছে। নিয়মবিরুদ্ধ কোনো কাজের মূল্যায়ন স্টিমিট প্লাটফর্মে অন্তত করা হয় না। তবে অনেকেই হয়ত চালাকি করার চেষ্টা করেন এবং সেটা করে হয়ত অনেক সময় পার পেয়ে যায়। আপনারা সকলেই অবগত আছেন যে, এই প্লাটফর্ম সম্পূর্ণ নিজের লেখা শেয়ার করা আবশ্যক। অন্য কারো লেখা চুরি করা বা AI ব্যবহার করে লেখা শেয়ার করা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ কাজ। বিগত সপ্তাহে পোস্ট ভেরিফিকেশনের সময় একজন সদস্যের লেখায় জিপিটি ধরা পড়ে। তখন আমি তাকে বিষয়টা অবগত করি এবং পরবর্তীতে পোস্ট লেখার ক্ষেত্রে সতর্ক থাকতে বলি।

বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন
DatePost Count
14-1-20257
15-1-20256
16-1-20252
17-1-20256
18-1-20255
19-1-20257
20-1-20251
Total = 34

সদস্যদের যতগুলো ত্রুটি উল্লেখ্য করেছি সবগুলো মূলত পোস্ট ভেরিফিকেশন করার সময় চিন্তিত করা হয়। বিগত সপ্তাহে আমি উপরোক্ত সংখ্যক পোস্ট ভেরিফাই করেছিলাম।

সদস্য হিসাবে আমার কার্যক্রম

IMG_20250121_115730.jpg

IMG_20250121_115708.jpg

অনেক দিন বললে ভুল হবে কয়েক মাস পর বিগত সপ্তাহে আবারও টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত করা হয়েছিলো। তবে দুঃখের বিষয় হলো টিউটোরিয়াল ক্লাসে সদস্যদের উপস্থিতি আশানুরূপভাবে কম ছিলো যেটা মোটেও কাম্য নয়। তবে যতজন উপস্থিত ছিলো এডমিন ম্যাম তাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলো। টিউটোরিয়াল ক্লাস সকলের জন্য অনেক বেশি জরুরি তাই আশা করি সকলে এর গুরুত্ব বুঝবে এবং আবারও টিউটোরিয়াল ক্লাস চালু হবে।

TitleThumbnail
The Performance i Conclude During 7 Days as Moderator
The Performance i Conclude During 7 Days as Moderator_20250114_162427_0000.jpg
সরিষা ফুলের ফটোগ্রাফি!
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyNLU1mMExrpmj7j1thbyPa4TeQ4wPgELVkffdaRXWiWdxEUdTFESHbjQqQBH3QBMTCuZnHC7mYAT6yDxtD7eaC7Fiwj4.jpeg
সতর্কতা!
3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrRW7eu75QyCJwV97VfMSE7YAjSyLa2dDQBEhFyTwkevA1cgNtXETHyToY1HzEHf4yAdGxcqYmczKb3tQyiyVSdXctGyryVYKzKuiKGKXTxVcac3CNz.jpeg
চাপা কষ্ট!
7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HyfZecM6y78fZGW43CJqJ7abvXUq6gRxrVjEoXh1rncFJMMeJf3aR37pJL1SzJLxd7oJLYceZR2V8uzKvfgcZ4X8S3zDb1b4.jpeg
কেন এমন হয়!
32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErFnmarpLM9Y74T16Ez9RK6LecGrtZCdPqup9B5xLmXHKYtbx7tAkRmZVxGgiYHFKC4mmmVEmjCGyKs7nzzXGb8H7iqWgK2xfrsp.jpeg
মায়া!
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH814R17pybqFX8vmZaTAo8VovyCT4KR38T6qfCm8EHVSSEttJUkGBJaAW6VV1DR9XSjUmHi1rXjQX8uquzjTEbZGqieTSLN.jpeg

বিগত সপ্তাহে আমি অন্য সদস্যদের মতোই পোস্ট শেয়ার শেয়ার করেছি। যদিও একটা পোস্ট গ্যাপ রয়েছে। পরবর্তী সপ্তাহে চেষ্টা করবো যেন পোস্ট গ্যাপ না থাকে।

উপসংহার : আশা করি, সকলে আমার লেখাটা মনোযোগ দিয়ে পড়েছেন। বিগত সপ্তাহে আমি আমার কার্যক্রম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...
 2 days ago 

বিগত সপ্তাহের কার্যক্রম আপনি খুব সুন্দরভাবেই আমাদের সাথে শেয়ার করেছেন। একজন মডারেটর হিসেবে আপনি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করেছেন। এই আই জি পিটি এ বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি দেখতে হয়। কেননা বর্তমান সময়ে লেখার মধ্যে এই বিষয়গুলো অনেকেই যুক্ত করে থাকে।

কমিউনিটির কাজের পাশাপাশি আপনি আপনার নিজের পোস্ট গুলো সময় মত সম্পন্ন করেছেন এবং পোস্ট ভেরিফিকেশন করেছেন। যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার বিগত সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।


1000341978.png

Curated by : @miftahulrizky

 2 days ago 

Thank you so Much for your support.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 102607.71
ETH 3229.14
SBD 5.18