সন্ধ্যাবেলার গল্প

in Incredible India2 years ago (edited)

IMG_20220923_171352.jpg

পুজোর প্যান্ডেল তৈরীর কাজ চলছে জোরকদমে

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো কেটেছে।

পুজো আসতে আর খুব বেশি দিন বাকি নেই। চারিদিকে পুজোর আমেজ শুরু হয়ে গেছে। পুজোর জন্য কেনাকাটা তো আরও অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। আর এখন চলছে, প্যান্ডেল, লাইটিং এর সাজসজ্জা।

পাড়ায় পাড়ায় পুজোর চাদার বিল কাটা শুরু হয়ছিল অনেক আগে আর এখন চলছে সেই চাদা তোলার তোড়জোড়।এই তোড়জোড় চলবে সেই কালীপূজা পর্যন্ত।

আমাদের হাবড়ায় অবশ্য দূর্গাপূজার থেকেও কালী পুজোর শোরগোল অনেক বেশি। তবুও দূর্গাপূজার আড়ম্বর বাঙালীর মধ্যে সবসময় আলাদা।

IMG_20220923_171551.jpg

সোমা আর অনামিকা হাটছে, আমি ছবিটি তুলেছি

গতকাল আমার মনটা একটু খারাপ ছিল বলে আমি বাইরে বেড়োইনি। সোমা ফোন করেছিল আমি বারন করলাম। একদমই বেড়োতে ইচ্ছা করছিল না। তাই সন্ধ্যা ৬টা বাজতে না বাজতেই সোমাকে বললাম যে রেডি হয়ে থাক আমি আসছি। কারন মুডটা ঠিক করার দরকার ছিলো। সোমাকে ফোন করার পর আমি তৈরি হয়ে নিলাম।

তারপর আমি গেলাম সোমাদের বাড়ির সামনে। দেখলাম ওদের পাশের বাড়ির একটি বোনও আজ আমাদের সাথে ঘুরতে যাবে বলে রেডি হয়েছে। বোনটি আমারও চেনা কারন, যখন সোমাদের বাড়ি আমি যাই তখন ও আসে। আমার সাথে দেখা করতে, গল্প করতে।বোনটির নাম অনামিকা। খুবই ভালো মেয়ে ক্লাস নাইনে পড়ে। যদিও ও খুব একটা কারো সাথে মেশে না, কিন্তু জানি না আমাদের সাথে ও কিভাবে মিশে গেছে। তারপর আমরা সকলে মিলে রওনা দিলাম।

IMG_20220923_171609.jpg

গাছটির নাম জানিনা কিন্তু ফুলগুলোর গন্ধ ভীষন সুন্দর

আজকের আবহাওয়া সকাল থেকেই ভালো ছিল, না কোনো বৃষ্টি না কোনো মেঘলা আকাশ। যখন আবহাওয়াটা ভালো থাকবে দেখবেন মনটাও ভালো লাগে। সকাল থেকেই রোদ ঝলমলে দিন। যাওয়ার সময় রাস্তার পাশে সুন্দর একটা ফুলের গাছ দেখলাম, কি সুন্দর গন্ধ আসছিলো গাছটির থেকে কিন্তু গাছটির নাম আমরা কেউই জানিনা।

আজ অনেক তাড়াতাড়ি বেড়িয়ে পড়েছিলাম। সন্ধ্যা সময় যেই রাস্তা দিয়ে আমারা হেটে হেটে যাই রাস্তাটি আলোতে ঝলমল করে দেখতে খুবই সুন্দর লাগে। সেই ছবিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি দেখে আপনাদের সকলের ভালো লাগবে।

দূরে রাস্তার পাশে মাঠে ইতিমধ্যে প্যান্ডেলের কাজ অনেটা অনেক এগিয়ে গেছে। যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, লাইনগুলো জ্বালিয়ে দেবে তখন দেখতে আরও সুন্দর লাগবে।

IMG_20220923_171630.jpg

আমরা তিনজন

দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। আমরাও গল্প করতে করতে বাড়ির পথে রওনা দিলাম। ভালোই সময় কাটলো আমাদের। পুজোর কি করবো, কোথায় যাবো এই সব প্ল্যান করতে করতে আমরা সোমা দের বাড়িতে চলে এলাম। অনামিকা ও সোমা বাড়িতে চলে গেলো আর আমিও বাড়িতে চলে এলাম।

আপনারাও নিশ্চয়ই পূজো নিয়ে অনেক প্ল্যান করছেন। পুজো খুব ভালো কাটুক আপনাদের এই প্রার্থনা করে আমার লেখা শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন।

Sort:  
Loading...
 2 years ago 

এই সময়টা আমার সবচাইতে পছন্দের, পুজো আসছে আসছে এই অনুভূতিটাই বেশি ভালো লাগে কারণ, পুজো আসলেই দেখতে দেখতে শেষ হয়ে যায়, তারপর মন খারাপের পালা।

 2 years ago 

আমারও @pulook স্যার। যেকোনো ভালো জিনিস আসছে তাতেই বেশি আনন্দ। জানিনা এবার পুজোয় বৃষ্টি হবে কিনা।

 2 years ago 

তুমি পড়াশোনা কখন করো? আমি তো তোমার লেখায় খালি তোমাকে বন্ধুদের সাথে ঘুরতেই দেখি। তোমার একটা ছবি পেলাম তারপর থেকে আর কোনো ছবি দেখতে পাচ্ছি না কেনো?

 2 years ago 

রোজ বিকালে ঘুরতে যাওয়াটা এখন অভ্যাস হয়ে গেছে @sduttaskitchen ম্যাম। ওইটুকু সময় আমার সারাদিনের একান্ত নিজস্ব সময়। আমি খুব তাড়াতাড়ি ছবি দেবো। আসলে একটানা ৫-৬ ঘন্টা সময় বের করতে পারছিনা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20