আজ বানালাম কানের দুল

in Incredible India2 years ago (edited)

IMG_20221123_000155.jpg

(আমার বানানো কানের দুল)

প্রিয়,
বন্ধুরা,

আশা করছি আপনারা সবাই ভালো আছেন, এবং সুস্থ আছেন।আর আজকের দিন আপনাদের ভালো কেটেছে।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের বানানো কানের দুল। অনেক দিন ধরেই ভাবছি যে কানের দুল বানাবো। কিভাবে ভাবে বানানো যায় ও কি দিয়ে সেটা ভেবে দেখি নি।

আজ যখন মায়ের জন্য সুতো কিনতে দোকানে গিয়েছিলাম, তখন হটাৎ চোখে পড়লো কানের দুল বানানোর সরঞ্জাম। তাই ভাবলাম কিছু জিনিস কিনে নিয়ে যাই , তারপর বাড়িতে গিয়ে যে ভাবে হোক বানানো যাবে।

তারপর বাড়িতে আসলাম এসে কিছু পুরোনো কানের দুল নিয়ে বসলাম যে কিভাবে বানানো যায় বা আরও কিছু লাগবে কি না।তারপর কিছু জিনিস দেখার পর ভাবলাম যে আমার কাছে কিছু পুরোনো পেপারের ডেলিভারি বক্স আছে। তাহলে সেগুলো ব্যবহার করে একটা কানের দুল বানিয়ে ফেলি।

তাই বসে পরলাম কানের দুল বানানোর জন্য, তাহলে চলুন আপনাদের বলি আমি কি কি ব্যবহার করে কানের দুলটা বানালাম।

-:দুল বানানোর সরঞ্জাম:-

১) একটা ডেলিভারি বক্স
২) আঠা।
৩) আক্সিডাইজ কানের সরঞ্জাম।
৪) বক্স কাটার জন্য একটা কাচি।

IMG_20221122_233734.jpg

-:প্রথম ধাপ:-

Polish_20221122_235503408.jpg

  • প্রথমে ডেলিভারি বক্সটা কেটে নিলাম মাপ মতো।

  • এরপর লম্বা টুকরোটা দুভাগে ভাগ করে নিলাম।

-:দ্বিতীয় ধাপ:-

Polish_20221122_235744688.jpg

  • তারপর গোলাপি কাটা দুভাগে ভাগ করে নিলাম।যাতে বক্সের গায়ে লাগানোর জন্য।
  • এবং প্রথমে একটা বক্সের গায়ে আঠা দিয়ে কাপড় লাগিয়ে নিয়েছি।

  • এরপর ঠিক আগে মতোই কাপড় বক্সের গায়ে লাগিয়ে নিলাম।

-:তৃতীয় ধাপ:-

IMG_20221123_000818.jpg

  • এরপর কাপড় লাগানো বক্সের গায়ে আঠা দিয়ে ছোটো ছোটো আক্সিডাইজের আংটা গুলি লাগিয়ে দিয়েছি।
  • তারপর দুল দুটিতে তিনটে করে আংটা লাগিয়ে দিলাম।

-:চতুর্থ ধাপ:-

IMG_20221123_001549.jpg

  • এরপর কানের দুলটা ঝোলানোর জন্য প্রথমে একটা ছেদ করে নিলাম।

  • তারপর রিং টা ঝুলিয়ে দিলাম।

  • এরপর ঝুমকা ঝুলিয়ে দিলেই তৈরি হয়ে গেলো।

দোকানে এবং বাজারে কোথাও গেলে,যদি চোখে পড়ে যায় কানের দুলের দোকানে তাহলে আমরা কিনি আর নাই বা কিনি একবার দোকানে দেখতে যেয়ে থাকি।আমিও তআদের মধ্যে একজন। আমি বড়ো বড়ো কানের দুল পড়তে খুব ভালোভাসি।তাই বানিয়ে ফেললাম।

আর নতুন কিছু বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

তবে আজ এখানেই শেষ করলাম। আমাকে অবশ্যই জানাবেন আমার বানানো কানের দুল আপনাদের কেমন লাগলো।

আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Sort:  
Loading...
 2 years ago 

যখন দু'দিন করেই ফেলেছিলে তাহলে পুরো লেখাটা তৈরি করেই পোস্ট করা উচিত তাই না? বহুবার বলেছি, এইভাবে অর্ধেক লেখা না দিতে, কিন্তু এই অবাধ্যতার একটা শেষ আছে মনে রাখবেন।

 2 years ago 

@swetab97কানের দুলটি খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি এই রকম দুল পরতে পারিনা।

 2 years ago 

দারুন হয়েছে কানের দুলটা।

 2 years ago 

কি লিখবো মন্তব্যে বুঝে পাচ্ছি না, কারণ আপনার না পাই উত্তর আর না কোনো মন্তব্য নিজের লেখায়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43