আসামের একটি বাগান বাড়িতে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা

in Incredible India2 years ago (edited)

IMG_20221207_233345.jpg

(চা বাগানের দৃশ্য)

প্রিয়,
পাঠকগণ,

আশা করছি আপনারা সবাই ভালো আছেন, এবং সুস্থ আছেন। আর আপনারা আজকের দিনটা ভালোই কাটিয়েছেন।

গতকাল আমি দিয়ার কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদের অনেকের খারাপ লেগেছে মেয়েটির সম্পর্কে জেনে। ওইটুকু একটা মেয়ের সাথে এমনটা কেনো হল, সত্যি বোঝার বাইরে।

IMG_20221207_232734.jpg

(নাম না জানা একটি সুন্দর ফুল)

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আসামের একটি বাগান বাড়িতে যাওয়ার কথা। এই বাগান বাড়িতে কাকির ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হয়।জায়গাটি খুব সুন্দর। আমারা রাতে অনুষ্ঠানে যাই, তাই আর বুঝতে পারি নি যে জায়গাটি এতটা সুন্দর।

আমারা সকলেই পরের দিন সকলের দিকে বাশি বিয়ের অনুষ্ঠানে গিয়ে জায়গাটি দেখলাম এতটা সুন্দর। কতো কতো রকমের ফুল গাছ। আর বিভিন্ন ধরনের গাছ, আর বিভিন্ন ধরনের ফলের গাছ। এবং পরিবেশটাও অনেক নরম।মনটা ভালো হয়ে যায় এই জায়গায় গেলে।

IMG_20221207_232648.jpg

(গোলাপ ফুলটি খুব সুন্দর লাগছিল)

আমি মা, বাবা আর দিদি কাকিদের বাড়ি থেকে হাটতে হাটতে বাগান বাড়িতে যাই। কারন খুব একটা দূর না ওই হাটা পথে ১০ থেকে ১৫ মিনিট। ওখানে গিয়ে সকালের খাওয়ার দাওয়া করি সকলে মিলে।

কিন্তু আমার যেতে একটু দেরি করে ফেলেছিলাম বলে আর বাশি বিয়ের অনুষ্ঠান দেখতে পাই নি। কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ করেই বেড়িয়ে পরলাম আশেপাশের এলাকায় ঘুরতে।

IMG_20221207_232812.jpg

(ছোট্টো ঝাও পাতা গাছ)

কত সুন্দর ফুল গাছ। আমাদের এখানেও এমন গোলাপ ফুল গাছ আছে কিন্তু ওখানে গোলাপ ফুলের রঙ এবং চমক টাই আলাদা। আর সূর্যের আলো যখন পড়ছে তখন ফুলের রঙ আরো ফুটে উঠেছে।

তারপর একটি ঝাও পতা গাছ দেখলাম একদম অন্য রকম। আর গাছটি বেশি বড়ো না, ছোটো গাছ কিন্তু দেখতে খুব সুন্দর। এরপর একটি গাছ ছিল ওখানেই কোনো ফুল বা ফল হয় নি। কিন্তু পাতা গুলির রঙ লালা ও সবুজ মিলিয়ে। কি সুন্দর লাগছিল ভাষায় প্রকাশ করতে পারবো না।

IMG_20221207_232832.jpg

(লাল ও সবুজ রঙের পাতাবাহাড় গাছ)

চা বাগানে গিয়ে যেমন আনন্দ হচ্ছিল তেমনি ওখানের গাছ গুলি আর ফুল দেখেও তেমনটাই আনন্দ হচ্ছিল। কারন এমন সুন্দর আবহাওয়া আমাদের এখানে নেই আর আগে কোনো দিন দেখি নি।

ওখানে এমন কিছু ফুলের গাছ দেখলাম যে তার নাম ও আমারা জানি না। সত্যি খুব সুন্দর লাগছিল। আসামের জলটা যেমন ভালো তেমনই আবহাওয়া ও ভালো। আমার তো বেশ ভালো লাগলো আসামে ঘুরতে গিয়ে।

IMG_20221207_232708.jpg

(লাল রঙের সুন্দর একটি ফুল)

আজ তবে এখানেই শেষ করলাম। আপনারা আমাকে অবশ্যই জানাবেন বাগান বাড়িতে ঘুরতে যাওয়ার কথা কেমন লাগলো এবং ফুল গুলি কেমন লাগছে।

আপনার সকলেই ভালো থাকবেন।
এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Sort:  
Loading...

"

Congratulations! This post has been upvoted through steemcurator09.

Curated By - @deepak94
Curation Team - Team Newcomer
."
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCSedsGaDyEdcsTpYR8cbN72cwBGdiTbX9B8gvoRUCsomvqwooqWqyfAFUzA1Cbkf7VHS1bFeW.png

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে @steemcurator09@deepak94 স্যার।

 2 years ago 

বাগান আমার মন কেরে নিয়েছে, আপনার তোলা বাগানের প্রতিটি বাক্য আমাকে সেখানে যেতে বাধ্য করছে, অচিরেই সেই সফরে যাবো ইনশাআল্লাহ।

আপনার পোস্টটি পড়ে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে পিকগুলো অসাধারণ 🥰🥰

 2 years ago 

চা বাগান দেখে মনটা ভালো হয়ে গেলো। অন্যদিকে সত্যিই অপূর্ব লাগছে সব গাছ ও ফুলগুলো। বিশেষত লাল রঙের ফুলটি ও ঝাউ গাছটি। আপনি খুব ভালো ছবি তুলেছেন। আমাদের সাথে সবটা ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43