আমার মায়ের শখের বাগান
প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আজকের দিনটা নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছেন ।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আমার মায়ের ছোটো একটি শখের কথা। আমার মা গাছ খুব পছন্দ করে,বিশেষ করে ফুল গাছ ও বিভিন্ন শাক সব্জির গাছ। আর সেই কারনেই মা আমাদের বাড়িতেও বিভিন্ন ধরনের ফুল গাছ সবজি গাছ এবং কিছু শরীরে জন্য ভালো এমন কিছু গাছ লাগিয়েছে।
আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি মা বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল গাছ লাগায়। আবার কখনো দেখা গেলো পাশের বাড়ির কাকি মাকে একটা নতুন ফুল গাছ দিলো সেইটা মা বসিয়ে দিলো মাটিতে। সেই গাছের বীজ মা রেখে দেবে যাতে পরের বছর ঔ বীজগুলো আবার লাগাতে পারে।
আবার দেখা যায় পিসির বাড়িতে গেলো তখন আবার সাথে করে কিছু ফুল গাছ নিয়ে আসে।আবার কখনো বাজারে গেলে চারাগাছ কিনে আনলো। কিছু সময় দেখা যায় মা শীতকালীন কিছু সবজির গাছও কিনে আনে। সেই গুলিকেই মা যত্ন করে লাগায়। আর মা যেহেতু নিজের মতো চুপচাপ থাকে তাই দিনের সব কাজ সেরে যে সময় বেঁচে যায় সেই সময়টা মা গাছের পরিচর্যা করা কাটিয়ে দেয়।
কখনো কখনো মা বলে মানুষের সাথে কথা বলে সময় নষ্ট না করে গাছের সাথে সময় কাটানো ভালো । তাদের যত্ন করা তাদের পরিস্কার করা। কারন গাছেরা নাকি মানুষের মতো বেইমানি করে না। ওদের যত্ন করলে তার ফল ঠিক পাওয়া যায়। মায়ের লাগানো গাছে যা সবজি বা ফল হোক না কেন মা সবাইকে দেয়। যেই আমাদের বাড়িতে আসুক না কেন কিছু একটা নিয়ে যায় এবং মা সেটা হাসি মুখে দিয়ে দেয়।এই সব রকম কাজ করতে মা খুব পছন্দ করে। আর এই সব করতে করতে এগুলো এখন মায়ের অভ্যাসে পরিনত হয়েছে।
আজ কাল মায়ের শরীরটা একটু খারাপ তাও কিন্তু সকালে ঘুম থেকে উঠে গাছ দেখবে, যে কতোগুলো ফুল এবং সবজি হয়েছে। আজ অনেক ফুল ফুটেছে। আজ বৃষ্টি হয় নি বলেই সব ফুল এবং সবজি গুলো ঠিক আছে, নাহলে আজ কাল যা পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে কিছুই ভালো রাখার উপায় নেই। কিন্তু মা যে পরিমাণ যত্ন করে তাতে, সব কিছু খারাপ হয়ে গেলে মায়ের মনটা খারাপ হয়ে যায়।
বর্তমানে আমাদের বাড়ির গাছে সবজির মধ্যে বেগুন এবং লঙ্কা হয়েছে।আর ফল হয়েছে সবেদা। সামনেই শীত কাল তখন আপনাদের দেখাবো মা নতুন নতুন কি সবজি লাগায়। বিভিন্ন ধরনের শীতকালীন ফুলও হয় আমাদের বাড়িতে। কিন্তু মা এমন কিছু গাছ লাগায় যা শুধু শীতকালেই হয়। মাকে যদি এমন একটা মন মতো বাগান বানিয়ে দিতে পারি, খতাহলে মা আর ইচ্ছামতো গাছ লাগাবে তাহলে মাা ষখুশি হবে। আপনারা আর্শীবাদ করবেন আমি যেন মায়ের এই ইচ্ছেটা পূরন করতে পারি।
ভালো থাকবেন। শুভ রাত্রি।
@swetab97আমার বাড়িতেও অনেক গাছ আছে আমার লাগানো। তাদের আমি খুব যত্ন সহকারে রাখি। তাই গাছ আমার খুব প্রিয়। সবসময় গাছের যত্ন নেবেন।
@piudey হ্যাঁ দিদি নেবো। ভালো থাকবেন।
তোমার মায়ের গাছের প্রতি ভালোবাসা এবং যত্ন দেখে আমি মুগ্ধ, সত্যি যে উনি গাছ ভালোবাসেন এবং পরিচর্চা করেন সেটা এই গাছের বেড়ে ওঠা দেখলে বোঝা যাচ্ছে।
@sduttaskitchen ম্যাম গাছ গুলিকে মা সত্যি খুব যত্ন করে। ভালো থাকবেন।
বাহ্! চমৎকার বাগান আপনাদের আমি একজন প্রকৃতির খুব কাছের মানুষ, এবং আজ সত্যি আমি মুগ্ধ আপনার মায়ের যত্ন দেখে, আমার কুর্ণিশ জানবেন আপনার মাকে।
@pulook স্যার অবশ্যই জানাবো। ভালো থাকবেন।
কি সুন্দর ফুল, ফল, সবজি তোমার মা যত্ন করে ফলিয়েছেন, সত্যি বাড়ি থাকলেই এমন বাগান করা সম্ভব, ফ্ল্যাটে থাকলে এসব করা যায় না।
@baishakhi88 একদমই ঠিক বলেছেন দিদি, ফ্ল্যাটে থাকলে এসব করা যায় না। কিন্তু নিজের বাড়িতে করা যায় অনেক জায়গা থাকে গাছ লাগানো যায় ভালো ভাবেই। ভালো থাকবেন দিদি।