আমি আর সোমা আজ পূজো দিতে গিয়ে সুন্দর একটা মূহুর্ত কাটালাম

in Incredible India2 years ago (edited)

IMG_20221210_235910.jpg

(আমি আর সোমা)

প্রিয়,

বন্ধুরা,

আশাকরি আপনার সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন।আর আজকের দিনটা আপনাদের ভালো কেটেছে।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আর সোমা পূজো দিতে যাওয়ার কিছু সুন্দর মূহুর্ত। আজ কোনো ছবি আঁকা শেয়ার করবো না।

আসলে কাল রাতেই আমাদের কথা হয় যে আমরা কাল সকালে ঘুরতে যাবে। তখন সোমা বলে আমার অনেক দিন কুল পশুর মায়ের মন্দির পুজো দিতে যেতে ইচ্ছি করছে।

IMG_20221211_000157.jpg

(কূলপুকুর মন্দির)

তাহলে ওখানেই চল একবারে পূজো দেওয়া হয়ে যাবে আর সাথে ঘোরা।তখন ঠিক হল কাল সকাল ১১টায় বেড়োবো ১২টার পূজো ধরতে হবে, কারন তারপর আর পূজো হয় আর বিকেলে।

তারপর সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিলাম।আমরা দুজনেই শাড়ি পড়ে গিয়েছিলা। কারন আমরা দুজন শাড়ি পড়তে খুব পছন্দ করি, তাই পূজো দিতে যাবো বলেই পড়ালাম।

IMG_20221211_001422.jpg

(মাকালীর পূজো হচ্ছে)

এরপর সোমা রেড়ি হয়ে আমাদের বাড়িতে আসলো। আমি আর সোমা বেড়িয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে একটু হেটে গিয়েই এটো এস্টান্ড, এবং সেখান থেকে আটোতে করে দুজনের মন্দির পর্যন্ত গেলাম।

সেখানে গিয়ে পূজো দেওয়আর জন্য ফুল, মালা আর প্রসাদের জন্য মিষ্টি কিনে নিলাম। এবং যথারীতি মন্দিরের মধ্যে বসে পড়লাম।১২টার সময় পূজো বসবে বলে ঠাকুরমশাই সব কিছু গোছাচ্ছিলো।

IMG_20221211_000236.jpg

(মন্দিরে বাইরে)

এরপর পূজো দেওয়া শুরু হল। একে একে অনেক লোক আসতে শুরু করলো। শনিবার ও মঙলবার অনেক মানুষ এখানে পূজো দিতে আসে।

তারপর অঞ্জলি দেওয়া শুরু হল,এরপর আমার দুজনে অঞ্জলি দিলাম। পূজো শেষ হল। এবং সবাইকে প্রসাদ বিতরণ করে দিলো, আমরাও নিলাম। এরপর মন্দিরের বাইরে এসে আটো দাড়িয়ে ছিল, তাতে উঠে পড়লাম। এবং দুজনেই বাড়িতে চলে আসলাম।

আজ দিনটা খুবই ভালো কাটলো। আশা করছি আপনাদের ও দিন ভালো কেটেছে।

আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ
থাকবেন।

শুভ রাএি।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58617.29
ETH 3164.87
USDT 1.00
SBD 2.44