বহুদিন বাদে আজকে ছবি আঁকতে বসলাম
![IMG_20220929_153621.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmPbzm4Yjbob2LK3yypfUgKUBEpYgLKKuCHLfczbjhM7H4/IMG_20220929_153621.jpg)
প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আজকের দিনটা নিশ্চই খুব ভালো কাটিয়েছেন ।
আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পূজো হল দূর্গাপূজো। দুদিন আগেই মহালয়া গেছে তাই আপনাদের সবাইকে জানাই শুভ মহালয়া। মা দূর্গা আপনাদের সবাইকে যেন ভালো রাখে এবং সুস্থ রাখে এটাই প্রার্থনা করি।
বেশ অনেক দিন হয়ে গেলো আমি আপনাদের সাথে আমার আঁকা কোনো ছবি শেয়ার করিনি।তাই আজ মনে হল মা দূর্গার একটি ছবি আঁকি। তাই মাকে বললাম যে-" মা আমি তাহলে আজ মা দূর্গা ছবি আঁকবো?"
মা বললো ,-"ভালো তো এখন পূজোর সময় মা দূর্গাকে আঁকতে খুবই ভালো লাগবে।"
আসুন আপনারা দেখুন আমি কিভাবে ছবিটি আঁকলাম।
আঁকার সরঞ্জাম:-
১)একটি আট পেপার
২)ফোর বি পেনসিল।
৩)রবার।
৪)কাটার।
৫)ব্ল্যাক বর্ডার পেনসিল।
৬)লাল কালির পেন।
![IMG_20220928_005237.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWLFdzti2ZWLarksvEHLqDeU3kp7t4HMTNG9W8fGgF9CJ/IMG_20220928_005237.jpg)
![IMG_20220928_005313.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmeZLAwdmuuxqEeKaVcPGvr7pebLSBjqy9FHgDwR4NMTGM/IMG_20220928_005313.jpg)
প্রথম ধাপ:-প্রথমে আর্ট পেপারটা ভালো করে সেট করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় পেন্সিল ও রবার সাথে নিয়ে পেন্সিলের সাহায্যে মায়ের মুখটি হালকা করে এঁকে নিয়েছি।
![IMG_20220928_005525.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmddAk9jqrhuXfZf3QCmu9WcfRJUH8uBTDYZGt2No4tdAB/IMG_20220928_005525.jpg)
দ্বিতীয় ধাপ:- তারপর মায়ের চোখটি ভালো করে এঁকে নিলাম।
![IMG_20220928_005337.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmenKVpGnqSBtvZQ81pzuGR9aFYckwuj93ppwcs9tMgQJq/IMG_20220928_005337.jpg)
তৃতীয় ধাপ:- তারপর মায়ের মুকুটি এঁকে নিলাম। হালকা হাতে রঙটাও করে নিলাম।
![IMG_20220928_005446.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWrL8UV3LWvyMHWaSWpLuiLj5A9qNRLvhGSMEJuTV8ZuZ/IMG_20220928_005446.jpg)
চতুর্থ ধাপ:- এরপর মুকুটের বাকি অংশটা ভালো করে এঁকে নিলাম।
![IMG_20220928_005615.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmfNUPuNNL8nyM3fQAAmgWpsG1iyYSm3yZEkRgcRnfLK6P/IMG_20220928_005615.jpg)
পঞ্চম ধাপ:-এরপর মায়ের ছবির নিচে মানুষজন ধূনোচি হাতে নাচ করছিলো সেটি ভালো করে এঁকে নিলাম।
![IMG_20220928_005542.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW2sTCHzq72gSrzjaxtAe4MF84ptgUshzRQDHWyCsnL52/IMG_20220928_005542.jpg)
ষষ্ঠ ধাপ:-তারপর আসতে আসতে মায়ের চোখের ভ্রুরুটি ও অন্যান্য জায়গায় কালো বডার পেনসিল দিয়ে রং করে নিলাম।
সপ্তম ধাপ:-একে একে মুকুটির ওপর লাল এবং কালো পেনসিল দিয়ে রং করে নিলাম।
![IMG_20220928_005654.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQma4qDsUmXdrHpCHYJct9H8WKez8p7w2Avf2HG7bPKJioH/IMG_20220928_005654.jpg)
অষ্টম ধাপ:-তারপর মায়ের চুল এবং নিচে থাকা মানুষ গুলো কালো বডার পেনসিল দিয়ে রং করে নিলাম।
নবম ধাপ:-তারপর ভালো ভাবে কালো বডার পেনসিল দিয়ে সমস্ত ছবি গুলো বডার দিয়ে নিলাম।
এরপর আমার ছবিটি আঁকা শেষ হয়ে যায়।
আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বন লেগেই থাকে। কখনো স্বরস্বতী পূজো,কখনো বা লক্ষী পূজো। কিন্তু যতোই পূজো থাকুক না কেনো, দূর্গা পুজো হল বাঙালির প্রাণের পূজো বা বলতে পারেন শ্রেষ্ঠ পূজো।
পূজোর চার দিন খুবই আনন্দের সাথে কাটে সবার। আশা করছি আপনাদের পূজো ভালো কাবে।
আজ এখানে শেষ করলাম।আমার আঁকাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আজ আমার আঁকার ছবিটি নয়টি ধাপে লেখার চেষ্টা করেছি।
আশা করছি আপনাদের আমার আঁকা ছবিটি ভালো লাগবে।আমার যদি কোনো ভুল-এুটি হয় তাহলে আমাকে মার্জনা করবেন। এবং এখন থেকে চেষ্টা করবো আপনাদের সাথে বিভিন্ন ধরনের ছবি আঁকা শেয়ার করার।
আমি মা দূর্গার কাছে প্রার্থনা করছি আপনারা সবাই এবং আপনাদের পরিবারের সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে।
সকলে ভালো থাকবেন। শুভ রাএি।
আপনার শিব ঠাকুরের আঁকা বেশি ভালো হয়েছিল।
@pulook স্যার একটু ব্যস্ততার কারনে ছবি টি ভালো হয়নি। পরের বারের টা আশা করছি আপনার ভালো লাগবে। ভালো থাকবেন।
আমার মনে হয় আঁকার সময় আপনার মন ভালো ছিল না, নয়তো ইচ্ছে ছিলো না আঁকার, কথাটা আগের আঁকার সাথে তুলনা করে বলছি।
@baishakhi88 একটু অন্য কাজে ব্যস্ত থাকার জন্য ছবিটা তাড়াহুড়ো তে করে ফেলেছি। পরের বার আরো ভালো করেই করবো। ভালো থাকবেন দিদি।
We support quality posts anywhere and any tags.
Curated by : @deepak94
অনেক ধন্যবাদ @steemcurator07 ও @deepak94 স্যারকে আমার পোস্টকে সাপোর্ট করার জন্য। 🙏
@swetab97আপনার কাছে আমি আরও নতুন কিছু ছবি দেখার আশায় থাকবো। ভালো থাকবেন।
@piudey অবশ্যই আমি আপনাদের নতুন ধরনের ছবি দেখাবো। ভালো থাকবেন
ঈশ্বর যখন কোনো প্রতিভা আমাদের দিয়ে পাঠায় তখন সেই প্রতিভাকে সন্মান করা উচিত এবং যথাযোগ্য মর্যাদা দিয়ে কাজটি করা উচিত বলে আমার মনে হয়।
আমাদের বাড়িতে কিন্তু অর্ধেক রান্না করা খাবার আমরা কেউ খাই না। পুরোটা রান্না হলে তবেই খাই, আবার কখনো রান্না ভালো না হলে মনের মত পদ রান্না না করলে অভিযোগ করি। সব জায়গাতেই একই নিয়ম।
@sduttaskitchen ম্যাম আমি এরপর থেকে সব কিছুর ঠিক ভাবে খেয়াল রাখবো। ভালো থাকবেন।