আজ মামাবাড়িতে বনভোজনে গিয়েছিলাম

in Incredible India2 years ago (edited)


IMG_20221212_233817.jpg

(আমরা সকলের অনেক মজা করেছি)

প্রিয়,
বন্ধুরা,

আশাকরি আপনার সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন।আর আজকের দিনটা আপনাদের ভালো কেটেছে।

আজ আমি আপনাদের সাথে কোনো রকম কোনো আমরা আঁকা ছবি অথবা ঘুরতে যাওয়ার কথা শেয়ার করবো না। আজ একটু অন্য কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আজ আমরা সকলেই আমার আমার মামার বাড়িতে গিয়েছি, খিচুড়ি পিকনিক বা বনভোজনের জন্য।

আজ অনেক দিন পর আমি মামার বাড়িতে গিয়েছিলাম। সত্যি অনেক অনেক মজা করেছি, সকলের সাথে। বিশেষ করে বৌদি ও বোনের সাথে। মাঝে মধ্যে পরিবারের সাথে সময় কাটাতে দারুণ লাগে।

IMG_20221212_233212.jpg

(আজকের রাধুনি মা)

আজ আমি গিয়েছিলাম কলেজে সেখান থেকে সোজা আমি মামাবাড়িতে চলে যাই। কারন সকালে মা বললো যে ছোটোমামি ফোন করে বললো, আজ খিচুড়ি পিকনিক হবে।

তারপর আমি কলেজের কাজ সেড়ে চলে আসি দুপুর বেলায়। মামাবাড়িতে গিয়ে দুপুরে খাওয়ার দাওয়া করে, সকলের সাথে অনেক আড্ডা আর অনেক মজার মজার কথা বলছিলাম। ভাইবোনেরা এক সাথে থাকলে দেখবেন পুরোনো ছোটোবেলার কথাই বেশি বলা হয়।


IMG_20221212_233648.jpg

(আমার দিদির ছেলে মটরশুঁটি ছাড়াচ্ছে)

তারপর মা আসে মা এসেই খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আমি আর ছোটো মামি সবজি কাটে দিয়ে, সেই সব সবজি ধুয়ে মাকে সাহায্য করে দিলাম। এরপর বৌদি বললো যে চল আমার চপ খেয়ে আসি, আর সবার জন্য কিনে নিয় আসি।

এরপর আমি বৌদি আর বোন যাই গিয়ে চপ সকলের জন্য কিনে , আমরা তিনজন চপ খেতে খেতে বাড়ির দিকে আসলাম।


IMG_20221212_233837.jpg

(চপ খেতে গিয়েছিলাম)

তার কিছুক্ষণ পর খিচুড়ি আর আলুর দম তৈরি হয়ে যায় এবং মা আমাদের খেতে দিয়ে দেয়। এরপর একসাথে সকলে বসে খিচুড়ি আর আলুর দম খেলাম।

এরপর খাওয়ার দাওয়া শেষ করে আমি মা ও বাবা বাড়ির দিকে রওনা দিলাম।আজ বেশ মজায় কাটলো, আর সবে মাএ শুরু আমাদের পিকনিক। এরপর তো সপ্তায় একটা করে আমাদের পিকনিক হবে।

IMG_20221212_233337.jpg

(খিচুড়ি আর আলুর দম খাওয়ার হচ্ছে)

ছোটো থেকে এটাই দেখছি মামাবাড়িতে এমনটাই হয়। শীতকালে পিকনিক হতেই থাকে।

আজকের আমার লেখা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।
আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Sort:  
 2 years ago 

সবার সাথে আনন্দ করতে সত্যিই খুব ভালো লাগে,কিন্তু কাজের ব্যস্ততা থাকার কারণে এখন আর পরিবারের সাথে সময় কাটানো হয়ে ওঠে না।

 2 years ago 

@sanchita96 একদম ঠিক বলেছেন দিদি। মাঝে মাঝে ব্যস্ততার কারণে হয়ে ওঠে না।

তাও ফাঁক পেলে পরিবারের সাথে সময় কাটাতে বেশ মজাই লাগে। ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।😊

 2 years ago 

মামাবাড়িতে এমনিতেই অনেক মজা হয়, তার উপর যদি হয় পিকনিক তাহলে তো কথাই নেই। দেখেই মনে হচ্ছে, খুব মজা করেছো সকলে মিলে।

 2 years ago 

baishakhi88 মামাবাড়ি ভারি মজা কথায় আছে,হ্যাঁ দিদি অনেক মজা করেছি আমরা সকলে মিলে।

আর আমার মায়ের হাতের রান্না খিচুড়ি ছিল, একদম ব্যপারটা জমজমাট হয়ে গেছিল।

 2 years ago 

অন্যের লেখা পড়া এবং সেখানে মন্তব্যে করাটা আবশ্যকীয়, নইলে কমিউনিটি একাউন্ট থেকে সমর্থন দেওয়া হবে না, curator account থেকে তো দূরের কথা।

 2 years ago 

@sduttaskitchen অবশ্যই করে দেবো ম্যাম।

 2 years ago 

@swetab97 কালকে বনভোজন (পিকনিক) ভালোই কাটিয়েছি আমরা সকলে মিলে। আর ছবি গুলি খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

@ritab78 সত্যি খুব মজা করেছি। আর তোমার রান্না করা খিচুড়ির তো আর কোনো কথাই হয় না।

Loading...
 2 years ago 

খিচুড়ির আড্ডাটা তো বেশ ভালই হল দেখছি। সকলেই যখন একত্রিত হয় তখন এমনটাই হয় পুরনো কথা স্মৃতিগুলো আপনা আপনি যেন চলে আসে।
রাতের বেলায় ফুটপাতে যখন চপ খাওয়া হয় তখন বেশ ভালই লাগে।

 2 years ago 

@jakaria121 হ্যাঁ ঠিক বলেছেন। খিচুড়ি আড্ডা খুব ভালোই হয়েছে।
এমন রাতের বেলায় চপ খেতে যাওয়ার মজাটাই আলাদা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন। 😊🙏

 2 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58668.45
ETH 3162.85
USDT 1.00
SBD 2.44