আসাম যাওয়ার পথে আমারা

in Incredible India2 years ago (edited)

IMG_20221126_215747.jpg

(ভোড়বেলার দৃশ্য)

প্রিয়,
বন্ধুরা,

আশাকরি আপনার সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের দিনটা অবশ্যই খুব ভালো কাটিয়েছেন।

আপনারা সকলেই জানেন যে আমারা কাল সকালে আসাম আসার জন্য রওনা করেছিলাম। কাল সকাল ১০টায় বাড়ি থেকে বেড়িয়ে হাবড়া থেকে শিয়ালদহ ট্রেনে আসলাম, এবং তারপর উবেরে করে হাওড়া স্টেশন আসলাম, কারন আমাদের আসাম আসার ট্রেন ছিল দুপুর ৩.৫৫ সময়।

এরপর স্টেশন আসার পর একটু বসলাম।কত মানুষ ট্রেনট্রেনের অপেক্ষায় বসে আছে।কেউ কোথাও বসে আছে কেউ সুয়ে আছে।আমরা সকালে খেয়ে বেড়িয়ে ছিলাম কিন্তু হাওড়ায় আসতে আসতে দুপুর হয়ে যায় তাই বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে এসেছি।

IMG_20221125_223012.jpg

(আমি আর দিদি হাওড়া স্টেশনে দারিয়ে)

একটা গোটা রাত আমাদের ট্রেনে কাটাতে হয়েছে।আমি, মা ও বাবা আর দিদি খুব মজা করেই কাটিয়েছি ট্রেনের মধ্যে। আসামের আবহাওয়া খুব নরম আর ট্রেনের মধ্যেই আমরা বুঝতে বসে পারছিলাম।

আমাদের অনেক গুলো ব্যগ হয়েছে, শীতকালে আরও বেশি হয়ে যায় কারন ঠান্ডা জন্য বেশি জামা কাপড় নিতে হয়েছে।তারপর বিয়ে বাড়ি বলে কথা অনেক রকম জামাকাপড় নিয়ে আসতে হয়েছে।একেক সময় একেক রকম সাজা গোজার জন্য অনেক কিছু প্রয়োজন।

তারপর সকাল বেলায় আমি ট্রেনের ভেতর থেকে অনেক সুন্দর ছবি ও তুলেছি। ভোড়বেলায় বাইরের সুন্দর্য আরো বেশি ফুটে উঠেছে।একদিকে পাহাড় আর একদিকে চা বাগান। আমার তো দেখেই অনেক মজা আসছিল যে পৌঁছে একটু রেস্ট নিয়ে ঘুরতে বেড়াবো।

IMG_20221125_222954.jpg

(ট্রেন হাওড়ার টোকার সময়)

মা রাতের খাবারের জন্য মাংস বানিয়ে নিয়ে এসছিল, দিদি লুচি করে এনেছিল। আর দুপুরের জন্য ভাত আর ফুলকপি ভাজা করে এনে ছিল এবং সাথে মাংস একটু বেশি করে রান্না করে এনেছে যাতে দুপুরে এবং রাতে হয়ে যায়।

IMG_20221125_223145.jpg

(রাতের খাবার)

এরপর দুপুরে আমি আর বাবা লুচি আর মাংস খেয়েছি এবং মা আর দিদি ভাত খেয়েছে। আর রাতে আমরা মালদাহ স্টেশন থেকে রুটি কিনেছিলাম এবং রুটি আর মাংস খেয়েছি।আর ট্রেনের মধ্যে অনেক ধরনের খাবার উঠেছিল সব মোটামুটি কেনা হয়েছিল এবং তাই রাতে খুব একটা খাবার খাওয়ার আগ্ৰহ ছিল না।

IMG_20221125_182149_301.jpg

(মা আর দিদি বসে আছে)

কাল থেকে বিয়ে বাড়িতে কাজ কর্ম শুরু হয়ে যাবে। আজ রাত জেগে আমার কাকি আরও কিছু কাকি মায়েদের মেহেন্দী হাতে লাগিয়ে দিতে হবে।এবং কাল সকালে উঠে আলপনা দিতে হবে।আমি আর দিদি দুজনে মিলেই করবো।

এরপর আমি আর দিদি ভেবেই রেখেছি যে বিয়েতে তো মজা তো হবেই ,আবার দিদি আর আমি এদিকে ওদিকে একটু ঘুরতে যাবো। কাকিদের বাড়ি থেকে একটু দূরেই আছে চা বাগান এবং ফাঁক পেলেই চলে যাবো দেখতে।

আজ তাহলে এখানেই শেষ করলাম। আপনার সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Sort:  
 2 years ago 

@swetab97আমি কোন দিন আসাম যাইনি কিন্তু আপনাদের দেখে আমার মনেও যাওয়ার একটা ইচ্ছে হচ্ছে। চেষ্টা করবো যদি কখন যেতে পারি।

 2 years ago 

ভোরবেলা বানান ভুল লিখেছেন, পোস্ট করবার আগে একটু দেখে নেবেন দয়া করে

Loading...
 2 years ago 

আপনার লেখায় আর মন্তব্য করতে ইচ্ছে হয় না, এটা অভদ্রতা যখন দিনের পর দিন কেউ আপনার লেখায় মন্তব্য করে উত্তর পায় না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58617.29
ETH 3164.87
USDT 1.00
SBD 2.44