মনোমুগ্ধকর বিকেল বেলা।
প্রত্যেক দিনের মতো বিকেলবেলা ঘুরতে বের হয়েছিলাম। বিকেল বেলা বাড়ি থেকে বের হয়ে বাধের দিকে রওনা দিলাম। কিছু সময় হাঁটতে হাঁটতে মনে পড়ে গেল বাধের সামনের দিকে একটা সুন্দর জায়গা আছে যেখানে বসে থাকার মজাই অন্যরকম। কিছু সময় বসে থাকার জন্য সেখানে গিয়েছিলাম। কিছু সময় বসে থাকলাম। প্রচন্ড জোরে বাতাস অতিবাহিত হতে লাগলো। কি করব ভেবে পাচ্ছিলাম না।
মনে পড়ে গেল বাধের একটু সামনের দিকে কথা। কিছু সময় পর সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখি নদীর কত সুন্দর রূপ।অশান্ত নদী দেখতে কত সুন্দর লাগছে। পূর্ব দিগন্ত থেকে প্রচন্ড জোরে বাতাস বইছে। নদীর প্রচন্ড জোরে জোরে ঢেউ উঠছে।কত সুন্দর মনমুগ্ধকর দৃশ্য যা সকলেই খুবই ভালো লাগবে।এই সময় আমাদের কাছে আর কখনো ফিরে আসবে না। আমরা যদি ইচ্ছে করি তবে আমরা সময়টাকে কাজে লাগিয়ে সময়টা উপভোগ করতে পারি।
কিছু সময় পর বাতাস থেমে গেল। সুন্দর নিলিবিলি পরিবেশ তৈরি হয়ে গেল কিছু সময়ের ব্যবধানে। মনে হচ্ছিল যেন একটা সুন্দর পরিবেশ আমাকে চেপে ধরেছে। কিছু বুঝতে পারছিলাম না এখন কি করব। তবে কিছু সময়ের মধ্যে আমার মনটা সুন্দর ভাবে নদীর সাথে মিশে যেতে লাগলো। অনেক সময় ধরে আমি নদীর ঢেউ দেখছিলাম। যত নদীর ঢেউ দেখি ততই ভালো লাগে।
বিকেলবেলা অনেক সময়ে শান্ত এবং মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। যে সময়টা আমাদের সকলের কাছে খুবই ভালো লাগে। তবে আমরা যে সময়টা অতিবাহিত করি সেই সময় আর কখনো ফিরে পাবো না। সূর্য পশ্চিমের আকাশে ধীরে ধীরে অস্ত যাওয়ার প্রক্রিয়া শুরু করে, যা আকাশে সোনালী রঙের ছোঁয়া এনে দেয়।আকাশের সোনালী রং দেখতে কত সুন্দর।
প্রকৃতির মাঝে যেন একটা সুন্দর ভালোবাসা খুঁজে পাওয়া যায়। সকলে এই ভালোবাসার মর্ম বুঝবে না। প্রকৃতিপ্রেমী কিছু মানুষ যারা দূর-দূরান্ত থেকে ছুটে আসে শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। তারাই প্রকৃতির ভালোবাসা উপলব্ধি করতে পারে। প্রকৃতি এক ধরনের আরামদায়ক স্থিতিশীলতার অনুভূতি দেয়, এবং অনেক সময় পাখিরা সন্ধ্যার গান গায়।পাখিদের গান যখন আমরা শুনি তখন আমাদের খুবই ভালো লাগে।
বিকেল বেলা বাতাসে হালকা ঠাণ্ডা থাকে এবং দিনের গরম কমে আসে। তবে দিনের সবচাইতে সুন্দর সময় হচ্ছে বিকেল বেলা। মানুষেরা বাড়ির দিকে ফিরতে শুরু করে, এবং রাস্তা, পার্ক ও ময়দানে সকালের তুলনায় কম ভিড় থাকে।তবে আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে বেশি মানুষ আসে না।তবে কিছু সময় নদীর পাড়ে ঘোরাফেরা করা আমাদের জন্য খুবই উপকারী।
বিকেলবেলা শান্তি এবং ধৈর্যের অনুভূতি নিয়ে আসে, যা দিনটিকে সমাপ্তির দিকে নিয়ে যায়।এভাবে আমরা আমাদের পুরো দিনটা বিকেল বেলার মাধ্যমে সমাপ্ত করতে পারি। আমার লেখাটি মনোযোগ সহকারী করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বিকেল হলে সকলেরই একটু ঘুরতে মন চাই। তবে সেটা যদি হয় নদীর পাড় আরও ভালো লাগে। নদীর ধারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মন মুগ্ধ হয়ে যায়। তবে দিনের বেলায় নদীর পাড়ে একদমই যাওয়া যায় না। প্রচন্ড গরম লাগে। সত্যি এই রকম প্রকৃতির মাঝখানে একটা সুন্দর ভালবাসা খুঁজে পাওয়া যায়। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ে সুন্দরী মন্তব্য করার জন্য।
TEAM 5
Thank you so much.