বিকেল বেলা আনন্দের সাথে জাল দিয়ে ছোট মাছ ধরলাম।
প্রিয় বন্ধুরা
আমরা যে জাল দিয়ে মাছ ধরতেছি সে যাদের নাম হচ্ছে শিব জাল। অর্থাৎ এই চাল তৈরি করার জন্য বেশ কিছু বাসায় প্রয়োজন হয় এবং বেশকিছু রশির প্রয়োজন হয় যেগুলো সাহায্যে জাল তৈরি করা হয়। এই জাল তৈরি করার জন্য কিছু বড় আকৃতির বাঁশ এবং কিছু শক্ত রশি প্রয়োজন হয়। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে পানি যদি বেশি হয় তাহলে এই জাল তৈরি করা যায় না। পানি যদি একটু কম থাকে তাহলে এই জাল সুন্দরভাবে তৈরি করা যায়।
জাল তৈরি করার পর সুন্দর ভাবে আমাদের জাল বাশের সাথে লাগাতে হবে। এরপর জালতোলার ক্ষেত্রে আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে খুবই ধীরে ধীরে তুলতে হয়। যদি আমরা তাড়াহুড়ো করি তাহলে বাঁশ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। জালে চিকন চিকন বাশের প্রয়োজন এবং সেই চিকন বাশ গুলো যদি ভেঙে যায় তাহলে জান কোন ভাবে আমরা মাছ ধরতে পারবো না। তবে প্রথমে আমাদের জালটাকে সুন্দরভাবে গুছাতে হবে এবং সুন্দরভাবে তৈরি করতে হবে।
মাছগুলো ছোট মাছ হলে আমরা মাছগুলোকে পানিতেই রেখে দিব। অর্থাৎ মাছ ধরার পর নেটের ভিতরে রেখে দিব। আর বড় মাছ হলে তো সবাই খুশিতে বাড়িতে নিয়ে আসবে। আমরা যখন জাল দিয়ে মাছ ধরেছি তখন আমাদের খুবই ভালো লেগেছে। দুপুর তিনটার সময় আমরা মাছ ধরতে যাই। আমরা দুজন দুইটা জালে মাছ ধরতে যাই।তবে মাছ ধরার একটা বিশেষ কৌশল হচ্ছে যখন পানি বেশি থাকে তখন একটু মাছ বেশি ধরা পড়ে।
মাছ ধরার সময় আমরা একটা সুন্দর বিষয় খেয়াল করি সেটা হচ্ছে যখন রোদ উঠে তখন মাছ একটু বেশি ধরা পড়ে। আর যখন রোদ থাকে না তখন মাছ একটু কম ধরা পড়ে। তবে সকালবেলা মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ে। যার কারণে সকালবেলা সকলেই মাছ ধরতে ব্যস্ত থাকে। সকলেই খুবই আনন্দ সহকারে জান দিয়ে মাছ ধরার কাজ সম্পূর্ণ করে। সকলের কাছে এই বিষয়টা খুবই ভালো লাগে। সবাই সবার মত করে মাছ ধরে। আমার কাছে মাছ ধরার বিষয়টা খুবই আনন্দের। আশা করি আপনাদের ও ভালো লেগেছে। এমনিতেই পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
খোদা হাফেজ
Device | Name |
---|---|
Android | OPPOA16 |
Camera | camera 13MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @sohag10 |
X promotion
https://x.com/abirisl92793299/status/1821340671254433881