Better Life with Steem|| The Diary Game ||12 August.

in Incredible India2 months ago

প্রিয় বন্ধুরা

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করার জন্য এসেছি। আশা করি সবাই সুন্দর ভাবে আমার সম্পূর্ণ লেখাটি পড়বেন। আজকে আমি আমার সারাদিনের কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করব।
GridArt_20240812_205011285.jpg

সকাল বেলা

সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি প্রথমে একটু বাইরে বের হয়েছিলাম। বাহির থেকে আবারো ঘরে ঢুকে কিছু সময় বিছানায় শুয়ে ফোন ব্যবহার করতে ছিলাম। কিছু সময় ফোন ব্যবহার করে ফ্রেশ হয়ে একটু বাইরে বের হলাম। তখন পাশ থেকে একজন বন্ধু বলতেছে চল বাজারে যাই। তখন আমি বললাম না এখন বাজারে যাব না। বারবার বলার পর আমি বললাম আচ্ছা যাব। কিছু সময় পর আমরা বাজারের দিকে রওনা দিলাম।এরপর আমরা বাজারের দিকে রওনা দিলাম।

IMG_20240812_202054_004.jpg

IMG_20240812_202053_619.jpg

বাজারে যাওয়ার সময় তখন দেখি ঝাল মুড়িওয়ালা। তাকে বললাম আমাদের ২০ টাকার ঝাল মুড়ি দেন। আমরা দুইজন এক প্লেটে ঝাল মুড়ি খেয়েছি। এরপর ঝাল মুড়ি খাওয়া শেষ করে আমরা বাজারের দিকে রওনা দিয়েছি। বাজারে গিয়ে আমি ২০০ টাকা বের করেছি বিকাশ থেকে। আমার বন্ধু সে ফোনে ২০ টাকা লোড দিয়েছে। বাজার থেকে আসার সময় পুকুরে দেখে একটা মাছের ঝাঁক। দেখে খুবই ভালো লাগলো।

দুপুর বেলা

IMG_20240812_202053_998.jpg

IMG_20240812_202054_127.jpg

দুপুরবেলা আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসেছি তখন দেখি কাঁঠাল গাছের সুন্দর কাঁঠাল ধরে আছে। আসলেই কাঁঠালগুলো আমি আগেই দেখেছিলাম। তবে কাঁঠাল গুলো দেখতে এখন খুবই সুন্দর দেখাচ্ছে। যার কারণে আমি আপনাদের দেখালাম। তবে কাঁঠালগুলো কিছুদিনের ভিতরেই পেকে যাবে।আমার কাছে কাঁঠাল খুবই ভালো লাগে। এরপর আমরা কিছু সময় পর নদীতে গিয়েছিলাম গোসল করার উদ্দেশ্যে। নদীতে গোসল শেষ করে জোহরের নামাজ আদায় করে কিছু খাবার খেয়ে বিশ্রাম করি।

বিকেল বেলা

IMG_20240812_202054_432.jpg

বিকেলবেলা তিনটার সময় আমি জাল দিয়ে মাছ ধরেছি।সেখানে তেমন মাছ ধরা যায় নি।তবে বিকেলবেলা মাছ ধরার ভিতর একটা অন্যরকম মজা আছে। আমার কাছে খুবই ভালো লাগে। তবে বিকেল বেলা তোমার একটা সুন্দর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা জাল দিয়ে মাছ ধরেছে। তবে আমার বিকেলবেলাটা খুবই সুন্দরভাবে কেটেছে।

বিকেলবেলা টাই একটু অন্যরকম ভাবে কেটেছে। বিকেলবেলা নামাজ শেষ করে একটু বাইরে গিয়েছি বলতেছি সকালের ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই ফুটবল খেলবে। আমি আর কি করবো আমার পায়ে প্রচুর ব্যথা।যার কারণে আমি ফুটবল খেলতে পারিনি। শুধু বাহিরে থেকে খেলা উপভোগ করেছি। আজকের খেলায় গোল হয়েছে ৮-০। খেলাটা আমি খুব সুন্দর ভাবে উপভোগ করেছি। খেলা শেষ করে আমরা তাড়াতাড়ি চলে আসি।

খেলা শেষ করতে করতে মাগরিবের আজান দিয়েছিল।খেলা শেষ করে আমরা মাগরিবের নামাজ শেষ করে সরাসরি বাড়িতে চলে আসি। এরপর আমি বাড়ি থেকে বের হয়ে।বাড়ি থেকে বাঁধের উদ্দেশ্যে রওনা হই।বাঁধের সময়টা খুবই সুন্দর কেটেছে। বাকি সময়টা আমি বালুর বাধে কাটিয়ে এরপর বাড়ির দিকে চলে যাব। এতক্ষণ পর্যন্ত আমার লেখাটাই ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

প্রিয় বন্ধুরা

DeviceName
AndroidOPPOA16
Cameracamera 13MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@sohag10
Sort:  
Loading...
 2 months ago 

আপনার একটি দিনের কার্যক্রম খুব সুন্দর ভাবে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে আমি আনন্দিত। এবং ঝাল মুড়ি খেয়েছেন এটা জানতে পেরে আরো বেশি ভালো লাগছে কারণ এই দিন গুলো আমি অনেক মিস করি। বাড়ি থাকতে আমাদের বাজারেও ঝাল মুড়ি বিক্রি হতো যা আমরা বন্ধুরা মিলে এক সাথে বসে খাওয়া দাওয়া করতাম এবং অনেক আড্ডা দিতাম এই আড্ডা গুলো আমি এখন অনেক মিস করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66181.33
ETH 2700.56
USDT 1.00
SBD 2.88