যুবকদের দ্বারাই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।

in Incredible India3 months ago

প্রিয় বন্ধুরা

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করার জন্য এসেছি। আশা করি সবাই সুন্দর ভাবে আমার সম্পূর্ণ লেখাটি পড়বেন। আজকের বিষয় হচ্ছে যুব সমাজ পারবে দেশটাকে সুন্দর ভাবে সাজাতে। আমাদের কাজের শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মুফতি মাহমুদ হাসান কাকা(@mahmud552)।

GridArt_20240809_104849043.jpg

যুবকরা পারবে দেশ উন্নত করতে। আবার যুবকরা পারবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে। তবে আমরা যুবকরা যদি একটু সচেতন হই তাহলে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারব। যুবকদের হাতে গড়ে উঠবে সুন্দর দেশ। আমরা যদি ইচ্ছে করি তাহলে সুন্দর দেশ গড়তে পারবো। সুন্দর দেশ গড়ার মূল চাবিকাঠি হচ্ছে যুবসমাজ।

GridArt_20240809_104957452.jpg

আমরা আমাদের মতো করে দেশটাকে উন্নত করতে পারি। আমাদের মন মানসিকতা যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা আমাদের পুরো দেশটাকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্য কে সামনে রেখে যুব সমাজের পরিষ্কার কর্মসূচি পালন করা হলো।পরিষ্কার-পরিচ্ছন্নতা সকলেই পছন্দ করে। আমরা সব সময় দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।

1723104453798.jpg

1723104443524.jpg

যদিও আমরা পুরো দেশটাকে পরিষ্কার করতে পারবো না তবুও আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরো দেশের মানুষ যেন সচেতন হয়। দেশটাকে যেন আবার নতুন ভাবে গড়ে তোলা যায়। আমরা যেই উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম আমাদের সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। প্রত্যেকটা মানুষ আমাদেরকে সুন্দর দৃষ্টিতে দেখেছে। সকলে আমাদের কাজটাকে সমর্থন করেছে।

1723104434999.jpg

1723104385251.jpg

আমাদের কিছু ভাই ছিল যারা ময়লা পরিস্কারে ব্যস্ত ছিল। আবার কিছু ভাই ছিল সেই ময়লা গুলোকে নির্দিষ্ট একটা স্থানে ফেলে আসে। কিছু ভাই ছিল যারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। সবকিছু মিলে সকলের অবদানে আমরা একটা সুন্দর দিন অতিবাহিত করেছি। তবে এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সাপেক্ষে আমরা এই কথা বলতে পারি যে যুব সমাজের হাত ধরেই একদিন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

আমাদের বাংলাদেশের কিছু মানুষের মনে শুধু অহংকার। যাদের কারণে আমাদের পুরো দেশটা ধ্বংস হয়ে যাচ্ছিল। কিছু মানবতার ফেরিওয়াল কিছু হৃদয়বান ব্যক্তি কিছু মহৎ গুণের অধিকারী যাদের অনুসরণ করে সাধারণ মানুষ তাদের পথ ফিরে পায়। তবে এখনো বাংলাদেশে কিছু মানুষ বেঁচে আছে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে দেশের জন্য।

1723104392370.jpg

1723104374436.jpg

আমাদের উচিত নিচু পর্যায় উচু পর্যায়ে ভুলে সকল মানুষ একসাথে বাঁচা। সকল মানুষ যেন তাদের অধিকার ফিরে পায় সেই লক্ষ্যে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে। সেই ধারাকে অব্যাহত রেখে আমরা আমাদের মত করে দেশটাকে সাজাবো। দুর্নীতিমুক্ত দেশগুলো ইনশাআল্লাহ। সকলেই চেষ্টা করিলে সব কিছু সম্ভব।

আমরা সবাই সচেতনতার সহিত কাজ করব। কোন প্রকার দুর্নীতি করবো না। সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেবো না। মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেবো না।আমরা সবাই দেশকে ভালোবাসবো। দেশের মানুষকে ভালোবাসবো। সর্বদা দেশের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আজকের মত এ পর্যন্ত। সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।

খোদা হাফেজ।

DeviceName
AndroidOPPOA16
Cameracamera 13MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@sohag10
Sort:  
 3 months ago 

এটা আমাদের কাছে অনেক গর্বের একটি বিষয় বর্তমানে বাংলাদেশে ছাত্র ছাত্রীরা রাস্তা ঘাট এবং আমাদের চারি পাশের পরিবেশ গুলো খুবই সুন্দর ভাবে সাজিয়ে তুলছে যা দেখে আমি অনেক আনন্দিত এবং আপনার এই পোস্টে দেখে আরো বেশি ভালো লাগলো এবং এটা একদম ঠিক কথা যুবক রাই পারবে দেশটা সুন্দর ভাবে তৈরি করতে আবার যুবকরা পারবে দেশটাকে ধ্বংস করতে তাই আমাদের প্রত্যেকেরই উচিত সৎ পথে ভালো ভাবে গিয়ে আমাদের দেশের উন্নয়নের চিন্তা করে মিলে মিশে এক সাথে পরিবেশ রক্ষা করা এবং দেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

TEAM 1

Congratulations!

THE QUEST TEAM has supported your comment. We support quality posts, good comments anywhere, and any tags


post.PNG

Curated by : @sduttaskitchen

Loading...
 3 months ago 

আপনি ঠিকই বলেছেন। দেশের ছেলেরা পারলে দেশটাকে উন্নত করতে পারে। আবার চাইলে ধ্বংসের দিকে ঠেলে দিতেও পারে। খুব ভালো কথা যুব সমাজের হাত ধরে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের পরিণত হবে। আপনারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন ।এভাবেই কাজ করলে সত্যিই একদিন সবকিছু উন্নত করতে পারবেন। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91295.19
ETH 3130.58
USDT 1.00
SBD 2.89