মানুষ মাত্রই ভুল।
বান্দা ভুল করার পর যদি আল্লাহতালার কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহতালা ক্ষমা করে দেন। আমরা মানুষ কাজ করি কিন্তু কাজের কোন বিচার করি না। কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ আমরা সেটা বিচার করতে।মানুষ স্বভাবতই ভুল করে। চেষ্টা করলে সেই কাজ ভুল হবেই এটা স্বাভাবিক। এটি তার স্বাভাবিক জীবনযাত্রার একটি অংশ। কিছু মানুষ আছে যে মানুষ গুলো তাদের জীবনে খুব কম পরিমাণ ভুল করে থাকে। ভুল করা মানে না জানা বা অভিজ্ঞতার অভাব, এবং এই ভুল থেকেই আমরা শিখি ও বেড়ে উঠি।
আমরা যখন কোন কাজে একবার ভুল করি তখন সেই কাজ পরবর্তীতে করতে গেলে তখন আর ভুল হয় না এটাই স্বাভাবিক। আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রথমত, ভুল করা শেখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা ভুল যদি করি তাহলে আমরা কিছু শিখতে পারবো। যে ব্যক্তি শেখার জন্য কাজ করি তার ভুল হবে এটাই স্বাভাবিক। আমাদের জীবনটাও ঠিক সেই রকমই যদি আমরা শিখতে যাই তাহলে আমরা ভুল করব। আর যদি না শিখতে যাই তাহলে আমাদের কখনোই ভুল হবে না।
জীবনের নানা ক্ষেত্রে, যেমন শিক্ষা, কর্মজীবন বা সম্পর্ক, ভুল করা আমাদেরকে আরো দক্ষ ও অভিজ্ঞ করে তোলে।যেই কারণে আমরা অনেক বড় পর্যায়ে চলে যেতে পারি। কিছু মানুষ আছে এরা অন্যের ভুল দেখলে হাসাহাসি করে। এদেরকে কখনোই আপনি সফল হতে দেখবেন না। তারা সব সময় মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। কখনো কোন কাজ করে না বা কোন কাজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। একটি সুন্দর বিষয় হচ্ছে -ভুল আমাদের মানবিকতা তুলে ধরে। কোন ব্যক্তি যদি ভুল হওয়ার পরে ভুল স্বীকার করে তাহলে তার সম্মান বেড়ে যায়। আর যদি কোন ব্যক্তি ভুল করার পর স্বীকার না করে তাহলে সে কখনোই বড় হতে পারবে না।
আমরা সবাই ভুল করি এবং তাই একে অপরকে বুঝতে পারি। ভুল করার ফলে জীবনে কিছু নেতিবাচক প্রভাবও দেখা দিতে পারে। তবে আমাদেরকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেব না। আমরা যখন কোন সফলতার চূড়ান্তে পৌঁছাতে চেষ্টা করবে তখন আমাদের মূল চাবিকাঠি হবে- ভুল হতে শিক্ষার বিষয়টি। তাই, ভুল করা আমাদেরকে থমকে রাখে না; বরং এটি আমাদের উন্নতির পথে একটি ধাপ।ভুল হচ্ছে উন্নতির পথের প্রথম ধাপ। আর মানুষ ভুল করার পরে সফলতার দিকে পৌঁছাতে পারে। সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অবশ্যই মানুষ মাত্রই ভুল হয়। ভুল করতে করতে একটা মানুষ ভালো কিছু শেখে। কিছু ভুল আমাদের জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করে। আবার কিছু ভুল মানুষকে অনেক কিছুর হাত থেকে বাঁচায়। ছোট থেকে বড় সকলেই ভুল করতে পারে। তবে ভুল স্বীকার করলে সত্যিই তার সম্মান বেড়ে যায়। আপনার সুন্দর পোস্টে পড়ে ভালো লাগলো ।ভালো থাকবেন।
ভুলের ঊর্ধ্বে কোন মানুষ নাই, আমরা মানুষ তাই আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক। আমি মনে করি যার যত ভুল হয় সে তত শিখতে পারে যোজন আসে সেই ভুলের আবার কোন পূণ্য আবৃত্তি ঘটায়।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন
খুব মনোযোগ সহকারে পোস্টটা পড়ছিলাম এবং ভালো লাগছিল, আমার বাবা বলতো যখন আমি স্কুলে পড়তাম, যদি তুমি ভুল করো তাহলে তুমি শিখতে পারবে। কখনো মন খারাপ বা কষ্ট পেতে নেই বরং মনে করে নিতে হয় এই ভুল থেকে আমি নতুন একটা কিছু শিখতে পারবো।
আর কথাটা ১০০% সত্য কথা মানুষ মাত্রই ভুল যদি ভুলি না হতো তাহলে তো আমরা মানুষ হতাম না ফেরেশতারূপে ধারণ করতাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট শেয়ার কার জন্য।।।