আমাদের কলেজে সকলে মিলে বিভিন্ন মেশিন পরিদর্শন করলাম।

in Incredible India2 months ago

প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম, আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি অনেক সুস্থ আছি।প্রত্যেক দিনের মতো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন বিষয়ে কথা বলার জন্য। আজকে আমার কথা বলার মূল বিষয়টা হচ্ছে আমাদের কলেজে সকলে মিলে মেশিন পরিদর্শন করলাম। বিভিন্ন প্রকার মেশিন পরিদর্শন এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো।

1726104646418.png

আমি কালকে সকালে তাড়াতাড়ি কলেজে যাই এবং কলেজে গিয়ে আমার কাজ শেষ করে এরপর ক্লাসের জন্য প্রস্তুত হই। ক্লাস করার জন্য আমরা সাধারণত অনেক ছাত্র-ছাত্রী একত্রিত হই। সাধারণত দেখা যায় নয়টার সময় কলেজে উপস্থিত হই। ক্লাস শুরু হয় ৮:৪৫ মিনিট থেকে। আমরা ক্লাস খুব মনোযোগ সহকারে শেষ করি এবং ক্লাস শেষ করে আমরা আমাদের অতিরিক্ত ক্লাসের জন্য বাইরে যায়।

1000029586.jpg

1000029585.jpg

সকলে মিলে প্রত্যেক দিনের মতো ক্লাস করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।তবে আমাদের ক্লাসটা ছিলো একটু ভিন্ন রকমের। তবে আজকের ক্লাসটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং আমরা সকলে মিলে খুব সুন্দরভাবে ক্লাস শেষ করেছিলাম। আমাদের স্যার খুব সুন্দরভাবে আমাদের ক্লাসটা শেষ করেছিল এবং আমাদের খুবই গুরুত্ব সহকারে পড়ানোর চেষ্টা করেছিল।আমরা ছাত্র খুবই দুষ্টু তাই অমনোযোগী থাকে সবাই।

তবে আমার কাছে এই ক্লাস গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হব আমাদের জন্য এই সব ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং এসব ক্লাসের কারণে আমরা শিক্ষা অর্জন করতে পারবা। আমাদের উচিত এসব ক্লাস গুলো খুবই মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে সম্পূর্ণ করার। আমরা যদি ইচ্ছে করে সব ক্লাস গুলো এভাবে শেষ করতে পারবো। সকল ছাত্র এবং ছাত্রীকে মনোযোগ সহকারী ক্লাস গুলো সম্পন্ন করতে হবে।

1000029582.jpg

1000029583.jpg

আজকের বৃহস্পতিবার আজকে আমাদের একটা সুন্দর ক্লাস হয়েছে সেই ক্লাসটা আমি দুজনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী। আমাদের প্রত্যেকদিন হবে ক্লাস থাকে। আপনাদের সবাইকে মনোযোগ সহকারে ক্লাস শেষ করার জন্য স্যার বলে।আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একটা মূল উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমরা ভালোভাবে শিক্ষা অর্জন করে কোন বড় কোম্পানি বা ছোট কোম্পানি সেইখানে চাকরি করব।

তবে আমাদের সকলের মূল উদ্দেশ্য চাকরি না কিছু মানুষ আছে যাদের মূল উদ্দেশ্য চাকরি আবার কিছু মানুষ আছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা। বা কিছু মানুষ আছে যাদের মূল উদ্দেশ্য অন্যান্য কাজ করা। চাকরি করবে এইটা না। কিছু না চাকরি করবে কিছু মানুষ ব্যবসা করবে কিছু মানুষ অন্যান্য কাজ করবে।একটা মূল উদ্দেশ্য আছে কিন্তু আমি সেটা এখনই বলবো না পরবর্তীতে বলবো। আমার উদ্দেশ্য সম্পূর্ন হবে তখন বলবো ইনশাআল্লাহ।

তবে সকলের জীবনের একটা মূল লক্ষ্য আছে এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একটা লক্ষ্য আছে সেটা হচ্ছে তাদের পূর্ণ দক্ষতা অর্জন করা এবং কোন কোম্পানিকে বড় জায়গায় নিয়ে যাওয়া। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে আমার লেখা কি সুন্দর ভাবে পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানে শেষ করছি।

খোদা হাফেজ

Sort:  
Loading...
 2 months ago 

আপনার পোস্টে বেশ কিছু সেলাই মেশিন দেখানো হয়েছে। উল্লেখযোগ্য মেশিনগুলো লক স্টিচ মেশিন, চেইন স্টিচ মেশিন, বাটন এটাচিং মেশিন, বারকোড মেশিন ইত্যাদি।

  • আপনাকে অসংখ্য ধন্যবাদ গার্মেন্টস তৈরীর সরঞ্জামাদি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

  • টেক্সটাইল শিল্পের সাথে সম্পৃক্ত এবং নিবিড় ভাবে জড়িত গার্মেন্টস তথা অ্যাপারেল। আশা করি আপনি সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটি করেছেন।

আপনার শেয়ার করা ছবিগুলো থেকে আমরাও মোটামুটি অনেক ধরনের সেলাই মেশিন দেখতে পেলাম।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি মনোযোগ সহকারে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91309.99
ETH 3150.55
USDT 1.00
SBD 2.89