আন্ত টেক্সটাইল ক্রিকেট টুর্নামেন্ট (সিজন -৩)

in Incredible India2 months ago

প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম, আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি অনেক সুস্থ আছি।প্রত্যেক দিনের মতো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন বিষয়ে কথা বলার জন্য। আজকে আমার কথা বলার মূল বিষয়টা হচ্ছে আন্ত টেক্সটাইল ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে আজকে কথা বলব। আমাদের বাংলাদেশে প্রায় ১৫টা এর উপরে টেক্সটাইল রয়েছে।

1000030044.jpg

সকল টেক্সটাইল এর মধ্যে থেকে ছয়টি দল খেলায় অংশগ্রহণ করেছে আর আমাদের দল সহকারে মোট সাতটি দল খেলায় অংশগ্রহণ করেছে। আজকে প্রথম পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে এবং তিনটি দল বাদ পড়ে গেছে। আর বাকি চারটি দল নিয়ে সেমিফাইনাল কালকে অনুষ্ঠিত হবে। প্রথমেই বলতেছি সাতটি দল হচ্ছে :

1000030045.jpg

1000030019.jpg

১)বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। ( সিরাজগঞ্জ)

২)নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট (নাটোর)

৩)রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট (রংপুর)

৪)শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট (জামালপুর)

৫)নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট (নওগাঁ)

৬)টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট (টাঙ্গাইল)

৭)বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউট (বরিশাল)

এই সাতটি খেলায় অংশগ্রহণ করেছে। তারা বুধবারের দিন সকালে এবং বিকেলে সবগুলোই কলেজ আমাদের টেক্সটাইল ইনস্টিটিউটে এসেছে। তারা তিন দিন আমাদের এখানে থাকবে। এই টুর্নামেন্ট আয়োজন করেছে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আমাদের এই কলেজের ছাত্ররা খুবই পরিশ্রম করে এই টুর্নামেন্ট আয়োজন করেছে। তবে প্রত্যেকটা দল খুব গুরুত্ব সহকারে আমাদের কলেজে এসেছে এবং ক্রিকেট ম্যাচ খেলেছে।

1000030013.jpg

1000030015.jpg

ক্রিকেট খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। তবে যে তিনটি দল হেরে গেছে তারা আসলে তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারেনি যার কারণে তারা হেরে গেছে। হেরে যাওয়া তিনটি দল খুবই সুন্দর খেলে। এই টুর্নামেন্টের এটা তৃতীয়তম আসর। খুবই সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে কিছু সময় একটু কটু কথা হয়েছে। এসব কথা হবে এটাই স্বাভাবিক। সকলেই জয়ের উদ্দেশ্য নিয়ে খেলে।

আমরা সেমিফাইনাল নিশ্চিত করেছি। আমাদের প্রতিপক্ষ ছিল টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট এবং নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট। দ্বিতীয় আসরে আমরা এই দুটি দলের সাথে হেরে গিয়েছিলাম। এবার এই দুটি দলকে আমরা হারিয়েছি। আমরা আমাদের টার্গেট পূরণ করেছি। টার্গেট ছিল সেমিফাইনালে যাও আমরা সেই লক্ষ পূরণ করেছে। আমাদের টার্গেট হচ্ছে কালকে সকাল বেলা ম্যাচ খেলতে হবে এইটার দিকে। আমাদের ফাইনালে যেতে হবে সত্যি আমাদের লক্ষ। আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে।

1000030014.jpg

1000030013.jpg

তবে খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। আমরা সব সময় চেষ্টা করবো ম্যাচ জিতে মাঠ থেকে বের হওয়ার।আশা করি আমাদের এই টুর্নামেন্ট চলতেই থাকবে। আমাদেরে আন্ত টেক্সটাইল টুর্নামেন্টে আমাদের সকল শিক্ষক ছিলেন। আমাদের কলেজের সকল শিক্ষকের অনেক অবদান রয়েছে আমাদের এই টুর্নামেন্টে। তবে কিছু সময় আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। আমাদের খেলাররা খুবই সুন্দর ভাবে খেলেছে।

সুন্দর খেলার কারণে আমরা ম্যাচ জিততে দেখতে পেয়েছি। ক্রিকেট টুর্নামেন্ট আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিছুদিন আগে নাটোর খেলতে গিয়েছিলাম ক্রিকেট টুর্নামেন্ট। আমাদের টেক্সটাইলের হয়ে। সবশেষ বলে রাখি আমাদের এই টুর্নামেন্টের নাম আন্ত টেক্সটাইল ক্রিকেট টুর্নামেন্ট। সকলের সুস্থতা কামনা করি আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

খোদা হাফেজ

Sort:  
 2 months ago 

কলেজের টুর্নামেন্ট গুলো অনেক প্রতিযোগিতা পূর্ণ হয়, এই টুর্নামেন্টের প্রত্যেক দল চাই নিজেদের ম্যাচে জয়লাভ করতে, যারা ভালো খেলতে পারে তারা জয় লাভ করতে পারে, আর যারা গোছালো এবং ভালোভাবে খেলতে পারে না তারাই পরাজিত হয়, আপনার ক্রিকেট টুর্নামেন্ট এর পোস্ট দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ে সুন্দর মন্তব্য কটার জন্য।

Loading...
 2 months ago 

ভাই কলেজের টুর্নামেন্ট খেলা গুলো অনেকবার জবাব পূর্ণ হয়ে থাকে কেননা এখানে সবাই লড়াই করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট টুর্নামেন্ট খেলা সম্পর্কে আমাদের জানানোর জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91149.41
ETH 3109.08
USDT 1.00
SBD 2.91