ছোট ছেলেদের ফুটবল খেলার কিছু সুন্দর দৃশ্য।
ছোটরা ফুটবল খেলার সময় সাধারণত মাঠে দল গঠন করে। কিন্তু আমাদের এখানে ছোট ছেলেরা অন্য গ্রামের ছেলেদের সাথে খেলা অনুষ্ঠিত করে। তারা নিজেদের মধ্যেও দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলে কিন্তু বেশিরভাগ সময় তারা অন্য গ্রামের ফুটবলের দের সাথে খেলতে ইচ্ছুক থাকে। তারা সাধারণত দুইটি দলে ভাগ হয় এবং খেলতে শুরু করে।ছোটরা প্রচুর পরিমাণে দৌড়ে খেলে।
আমাদের এখানে ছোট ছেলেরা বড় গোলপোস্টের সামনে খেলা শুরু করে দেয়। তারা তাদের মত করে ফুটবল খেলতে থাকে এবং খুবই সুন্দর ভাবে খেলে। খেলাটি অনেক আনন্দময় এবং উত্তেজনাপূর্ণ হয়।তবে তারা তো সুন্দরভাবে একজন আরেকজনকে বল দিয়ে খেলতে পারেনা। তারা শুধু জোরে জোরে বল মারতে পারে। যাই হোক তবুও ছোটদের খেলা দেখার মধ্যে একটা অন্যরকম মজা আছে।
ছোটরা প্রায়ই বলটি দৌড়ে নিয়ে যায়, পাস দেয় না কিন্তু একাই গোল করার চেষ্টা করে। এ কারণে তারা গোল দিতে পারেনা। তাদের খেলায় কোন সৌন্দর্য না থাকলেও মজা আছে। তারা মাঝে মাঝে নিয়ম মেনে চলতে একটু অসুবিধা হয়।তারপরেও তারা চেষ্টা করে নিয়ম মেনে ফুটবল খেলার জন্য । তারা প্রায় সব নিয়ম গুলোই মেনে ফুটবল খেলে। এ কারণে তাদের খেলাটা খুবই সুন্দর ছিল।
খেলার সময় তারা একে অপরের সঙ্গে সহযোগিতা করে এবং সবার মধ্যে আনন্দ ভাগ করে নেয়।তাদের খেলা দেখলে মনে হয় আবারো ছোটবেলায় ফিরে যাই।ছোটবেলার সেই সুন্দর সময় কখন আর ফিরে পাবো না।সকলেরই মন চায় ছোটবেলায় ফিরে যেতে কিন্তু কেউ আর পারবো না। শৈশব কাল আমাদের খুব সুন্দর ভাবে কেটেছে। শৈশব কালের স্মৃতি ধরে সারা জীবন বেঁচে থাকার মতো আর শোন আমরা করে নিয়েছি।
শৈশবকাল এমন একটা সময় ছিল যে সময়টা আমাদের ধুলাবালি কাদায় কেটেছে। গ্রামের পরিবেশে থেকে সবসময়ই প্রায় গাদাযুক্ত অথবা ধুলো বালিযুক্ত জায়গায় খেলাধুলা করতাম। সকলে একসাথে খেলাধুলা করার মধ্যে একটা সুন্দর রকম মজা ছিল ছোটবেলায়। তবে সেই ছোটবেলার কখনো ফিরে পাবো না আমাদের জীবনে। ছোটবেলা সকলেরই খুব সুন্দর ভাবে কেটেছে আমার মনে হয়। ছোটবেলা আমাদের মনে রাখার মত সময় ছিল।
ছোটদের ফুটবল খেলায় অনেকে গোল করার জন্য উচ্ছ্বাস প্রকাশ করে।কিন্তু গোল করতে না পারলে ম্যাচ হেরে যায় এবং তাদের খুবই কষ্ট লাগে। আর হারলে পরেরবার আরও ভালো করার অঙ্গীকার করে। পরবর্তীতে তারা ম্যাচ খেললে জিতবে।ছোটদের ফুটবল খেলার বিষয় নিয়ে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
এক গ্রামের ছেলেরা অন্য গ্রামের ছেলেদের সাথে খেলা করলে খেলায় মনোযোগ বৃদ্ধি পায় এবং খুব দক্ষতার সাথে খেলা শিখতে থাকে। আমরাও ভালো থাকতে এভাবেই ফুটবল খেলতাম।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোট বাচ্চাদের খেলা সম্পর্কে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
ছোট বাচ্চাদের ফুটবল খেলা দেখতে বেশ ভালই লাগে। আমার বর কিছুদিন আগে ছোট ছোট বাচ্চাদের ফুটবল খেলার শুরু করেছে। যাই হোক খেলার সম্বন্ধে আমি কিছুই বুঝিনা ।আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো ।ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
ছোট ছেলেদের ফুটবল খেলার কিছু সুন্দর দৃশ্য দেখা ছোটবেলার কথা মনে পড়ে গেল।ছোটবেলায় আমরাও এইরকম ছোট ছোট ছেলে মেয়েদের সাথে একসাথে কত খেলেছি। সেই সব স্মৃতি আজও মনের মনিকোঠায় দোলা দেয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।