বিকেল বেলা ফুটবল খেলা দেখার কিছু সুন্দর মুহূর্ত।

in Incredible India2 months ago

প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম, আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি অনেক সুস্থ আছি।প্রত্যেক দিনের মতো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন বিষয়ে কথা বলার জন্য। আজকে আমার কথা বলার মূল বিষয়টা হচ্ছে বিকেল বেলা ফুটবল খেলা দেখার কিছু সুন্দর মুহূর্ত। ছবিগুলো আমি বিকেল বেলা ক্যামেরা বন্দি করেছি।আশা করি ছবিগুলো দেখে আপনাদের খুব ভালো লাগবে। আসুন বন্ধুরা শুরু করি।

1000029443.jpg

বিকেল বেলা আমাদের সকলের কাছেই খুবই ভালো লাগে। তবে আমরা বিকেল বেলাটা উপভোগ করি। আমাদের সকলের কাছে বিকেল বেলাটা খুবই ভালো লাগে। আমরা যদি আমাদের মত করে বিকেল বেলাটা উপভোগ করি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। যেমন আমরা যদি খেলাধুলা করি,আবার যদি আমরা ঘোরাফেরা করি। তাহলে আমাদের বিকেল বেলাটা খুবই সুন্দর কাটবে। যদি সুন্দরভাবে আমরা বিকেল বেলায কাটাতে চাই তাহলে খেলার মাঠে আমাদের জন্য সব চাইতে ভালো।

1000029448.jpg

1000029449.jpg

বিকেল বেলা খেলার মাঠে সকলে মিলে খেলা করা একটা আনন্দের বিষয়। আমরা সকলে মিলে আনন্দে ভাগাভাগি করে নিতে পারি। তবে আমাদের কিছু নিয়ম মেনে খেলাধুলা করতে হবে যেমন কারো সাথে কখনো রাগারাগি করা যাবে না। হিংসার কারণে কখনো কাউকে ছোট চোখে দেখা যাবে না। সকলকে আমরা সমানভাবে প্রাধান্য দেব। এর ভিতরে আছে একজন একটু ভালো খেলে আরেকজন একটু খারাপ খেলে যখন আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ হবে তখন আমরা ভালো খেলোয়াড় কেই প্রাধান্য দেয়। স্বাভাবিক বিষয়।

1000029444.jpg

1000029446.jpg

তবে আমাদের উচিত সবসময় সুন্দরভাবে সকলে মিলে একসাথে খেলাধুলা কর। খেলাধুলা করলে আমাদের মন এবং শরীর দুইটাই ভালো থাকে। আমাদের সব সময় খেলাধুলা করা উচিত না কিছু সময়ের মাঝে ঘোরাফেরাও করতে হবে।তবে ঘোরাফেরা করে আমাদের জন্য একটা সুন্দর বিষয় যদি আমরা বিকেল বেলা ঘুরতে যাই। সুন্দর পরিবেশ কোন হইচই নেই নিলি বিলি পরিবেশ ও বিকেলবেলা ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম। আমরা সব সময় চেষ্টা করবো সুন্দরভাবে খেলাধুলা করার জন্য। তবে আমাদের জন্য এটা সব চাইতে ভালো বিষয় হবে।

বিকেল বেলা বাধে বসে সকলে মিলে অন্য দলের খেলা দেখার ভিতরেও একটা মজা আছে। প্রত্যেকদিন যদি আমরা খেলি তাহলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে। আমাদের মন আমাদের শরীর দুইটাই ভালো রাখার জন্য আমাদের কিছুদিন বিরতিও দিতে হবে। তাই একদিন আমরা চিন্তা করলাম আমরা অন্য দলের খেলা দেখব। উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম এবং খেলা দেখার জন্য বসে ছিলাম। খেলা শুরু হয়ে গেল আমরা খেলা দেখার জন্য মাঠের কাছে আসলাম।

খুবই সুন্দর খেলা হয়েছিল এবং আমি দূর থেকে ছবিগুলো তুলেছিলাম যার কারণে ছবিগুলো তেমন সুন্দর হয়নি। তবে আমার কাছে বিকেল বেলাতে আসলে সবচাইতে সুন্দর একটি সময়।যদি আমরা ইচ্ছা করি তাহলে আমরা সব কিছুই করতে পারব। ইচ্ছে থাকলে উপায় হয়। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আমার লেখাটা সুন্দর হয়ে পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

খোদা হাফেজ


1000029445.jpg

1000029442.jpg

Sort:  
Loading...
 2 months ago 

টিকিট না কেটে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ফুটবল খেলা দেখার আনন্দটাই অন্যরকম। বিকালে যেহেতু কারো কাজ থাকেনা তাই অনেকেই বিকাল বেলা গ্রাম বাংলার ছেলে মেয়েদের খেলা উপভোগ করে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলা দেখার সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

গ্রামের প্রকৃতি আসলে খুবই সুন্দর। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ভাই আমারও গ্রামে বাড়ি‌ দীর্ঘ ছয় সাত বছর ধরে বাইরে রয়েছি গ্রামের সৌন্দর্যের কথা এখন খুব মনে পড়ে এবং মিস করি কেননা মালয়েশিয়াতে আমি যেখানে রয়েছি এখানে গ্রামের কোন ঘ্রাণ নাই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টই পড়ে সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন

 2 months ago 

কি সুন্দর মাঠ ভাই আমাদের এই ধরনের ফাকা মাঠ থাকলেও আমরাও প্রতিদিন খেলতাম কিন্তু দুঃখের বিষয় যে এই রকম বড় সড়ো তো দুরের কথা ছোট মাঠ ও নেই ৷

যাই হোক অনেক ভালো লাগলো আপনার পোস্ট টি পড়ে ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 months ago 

আমাদের এখানে স্থায়ী মাঠ নেই। এই মাঠ অস্থায়ী মাঠ। আমার লেখাটি পড়ে খুবই সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

গ্রাম আমার খুব ভালো লাগে প্রকৃতির মাঝে যেমন সবকিছুই খুঁজে পাওয়া যায়। আপনার পোস্টে ছবিগুলি অসাধারণ লাগছে, মনে হচ্ছে একটা পুরো গ্রামকে আপনি তুলে ধরেছেন। এরকম অসাধারণ দৃশ্য দেখতে সত্যিই খুব ভালো লাগে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলার সুন্দর মুহূর্ত দেখছিলেন। এই সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি জায়গাতেই বিকেল বেলা ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলা গ্রামীণ ঐতিহ্যের অন্যতম। বিশেষ করে উৎসবের সময় গুলোতে ফুটবল খেলার আয়োজন করা হয় তবে যে মৌসুমে জমিজমাতে কোন প্রকার কাজ চলে না সেই মৌসুমী এই খেলার বেশি আয়োজন হয়

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91295.19
ETH 3130.58
USDT 1.00
SBD 2.89