Better Life with Steem|| The Diary Game||21 January 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠি নয়টার দিকে। সকাল থেকেই শরীরটা একটু খারাপ লাগতেছিল। তার জন্য আর আজকে ডিউটিতে যাইনি। প্রচন্ড মাথা ব্যথা করতেছিল তাই শুয়েই ছিলাম বিছানায়। তো নয়টার দিকে বিছানা থেকে উঠে বাহিরে বের হয়ে একটু হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর রুমে চলে যাই রুমে গিয়ে কিছুক্ষণ বসি।
তো আমার এক বড় ভাই আমাকে মাথা ব্যথার ওষুধ দেয়। ওষুধ খেয়ে বেশ অনেকটা সময় বিছানায় শুয়ে থাকি। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর শরীরটা একটু ভালো লাগে। মাথা ব্যথা কমে যায় বেশ অনেকটা। তারপর আমি আর আমার সেই বড় ভাই বাহিরে বের হই। একটা দোকানে গিয়ে আমি হালকা কিছু নাস্তা করি। তারপর এক কাপ রং চা ও আমি এক কাপ দুধ চা নেই। দুজনে মিলে সেখানে বসে সেই চা পান করি।
বেশ অনেকটা সময় পরে সেখান থেকে আমরা রুমে চলে আসি। রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকি। তারপর কিছু জামাকাপড় নিয়ে ধৌত করতে চলে আসি। আমার জামাকাপড় আমাকেই ধৌত করতে হবে এখানে তো আর কেউ নেই যে ধুয়ে দিবে। তো এসে কষ্ট হলেও জামা কাপড় গুলো ধুয়ে নেই। তারপর গোসল করে রুমে গিয়ে শুয়ে থাকি।
বেশ অনেকটা সময় পরে খাওয়া দাওয়া করতে চলে যাই। খাওয়া দাওয়া করে এসে আবারো রুমে শুয়ে পড়ি। চারটার দিকে আমার কিছু সহপাঠীরা এসে আমাকে বিছানা থেকে উঠিয়ে বাহিরে নিয়ে যায়। চলে যায় সবার সাথে একটু রেলস্টেশন ঘুরতে। এমন সময় আর পাব না তাই চলে যাই ঘুরতে।
প্রথমে আমরা রেল স্টেশনে যাই সেখানে দেশ অনেকটা সময় এদিক-ওদিক ঘোরাঘুরি করি আমরা। বেশ ভালো লাগতেছিল তখন বাইরের পরিবেশটাকে। খুব সুন্দর একটা সময় কেটে যায় এভাবে ঘোরাঘুরি করতে করতে। সারাদিন বলতে গেলে শুয়ে ছিলাম বিছানায়। বিকালে একটু বাইরে বের হয়ে বেশ ভালো লাগলো।
আমরা রেজিস্ট্রেশন থেকে বাসায় আসি সন্ধ্যার কিছুক্ষণ পরে। তো রুমে এসে একটু ফ্রেশ হয়ে আবারো শুয়ে থাকি বিছানায়। তখন শরীরটা আবারও হালকা হালকা খারাপ লাগতেছিল। তার জন্য চুপচাপ বিছানায় শুয়ে থাকি বেশ অনেকটা সময়। শরীর খারাপ থাকলে কোন কিছুই করতে ভালো লাগে না। আর এখানে তো আমাকে দেখা শোনা করার জন্য কেউ নেই।
শুয়ে থাকতে থাকতে কেটে যায় বেশ অনেকটা সময়। আমার সহপাঠীরা রুমে আসে তারপর তারা ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে যাই। খাওয়া-দাওয়া শেষ করে একটা নাপা ওষুধ খেয়ে নেই। তারপর কিছুক্ষণ সবার সাথে কথাবার্তা বলে। তারপর বাড়ির মানুষ আমাকে কল দেয় সবার সাথে খুব সুন্দর ভাবে কথাবার্তা। তারপর বিছানায় শুয়ে যাই ঘুমানোর জন্য।
আপনি খুব সুন্দর ভাবে আপনার দৈনন্দিন দিনের ঘটনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনি রেল স্টেশনে ঘুরতে গেছেন। রেল স্টেশনে সত্যিই অনেক ভালো লাগলো আমার কাছে। আর পড়ন্ত বিকালে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া সে আলাদা এক অনুভূতি।
ভালো থাকবেন দাদা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।