Better Life with Steem|| The Diary Game||20 December 2024||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
আজ সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে। ফ্রেশ হয়ে ঘরের সামনে গিয়ে কিছুক্ষণ বসি। তারপর খাওয়া দাওয়া করে ঘর থেকে বের হই বাইরের দিকে। বাইরের দিকে হাঁটতে হাঁটতে দোকানের দিকে চলে যায়। সেখানে গিয়ে বসি তারপর তাদের সাথে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি।
তারপর গোসল করার জন্য গোসল করার জন্য সেখান থেকে বাড়ির দিকে চলে আসি। বাড়ির দিকে এসে গামছা ও লুঙ্গি নিয়ে বের হই গোসল করতে যাওয়ার জন্য। চলে যাই গোসল করতে আমিও আমার কয়েকজন বন্ধুরা মিলে সেখানে গিয়ে গোসল করি। গোসল করে কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকি। আজকে শুক্রবার তাই আমরা সবাই অনেক তাড়াতাড়ি গোসল করতে চলে এসেছি।
গোসল করে যে যার মত বাড়ির দিকে চলে যায়। বাড়িতে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। তারপর মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হই। সুন্দর ভাবে পরি পাটি হয়ে মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে মসজিদের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রোদ গায়ে লাগাই। অনেকটা ঠান্ডা লাগতেছিল তখন তাই কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকি।
তারপর মসজিদের মধ্যে গিয়ে বসি ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনতে থাকি। ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনতে বেশ ভালই লাগে। সব সময় তো আর এমন ওয়াজ নসিহত শোনা হয় না। তাই ওয়াজ নসিহত শুনতে আরো একটু আগ্রহ জাগে শুক্রবার দিনে। বেশ অনেকটা সময় ইমাম হুজুরের ওয়াজ নসিয়ত শুনি। তারপর সবার সাথে সালাত আদায় করে বাড়ির দিকে চলে আসি।
বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেই। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায়। তারপর চোখে হালকা হালকা ঘুম চলে আসে তাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বাইরের দিকে চলে যাই। বিকেলবেলা ঘুমালে আমার রাতে একটুও ঘুম আসতে চায় না। তাই আর বিকেলে একটুও ঘুমাইলাম না।
বাইরে বেরিয়ে রাস্তার দিকে যাওয়ার সময় আমার কিছু বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তারা বলে আজকে ফুটবল খেলা আছে এটা কি তোকে কেউ বলে নি। আমি বললাম না আমাকে তো কেউ বলল না। তো তাড়াতাড়ি করে তারা গাড়িতে উঠতে বলল। আমি গাড়িতে উঠে পড়লাম আর সেই গাড়ি করে সোজা ফুটবল মাঠের কাছে চলে গেলাম। সেখানে গিয়ে বেশ অনেকটা সময় ফুটবল খেলা দেখি খেলতে উঠি না।
ফুটবল খেলে বেশ অনেকটা সময় পরে খেলা শেষ হয়। আমরা সবাই যে যার মত গাড়িতে উঠে পড়ি। সেই গাড়ি করে আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে যায়। তারপর আমি ঘরে ঢুকে যাই ঘরে গিয়ে কিছুক্ষণ বসে থাকি ফোন নিয়ে। তারপর এক কাপ কফি তৈরি করে কফিটা পান করি বেশ মজা করে।তারপর কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। বেশ অনেকটা সময় পরে আমার ফোনে একটা কল আসে। আমাদের একটা রক্ত দানের সংগঠন আছে। তো সেখানে আজকে একটা অনুষ্ঠান আছে তার জন্য সবাইকে ডাকা হয়।
অল্প কিছুক্ষণ পরে সেখানে আমি গিয়ে উপস্থিত হই। সবার সাথে বসে বেশ অনেকটা সময় তাদের সংক্ষিপ্ত বক্তব্য শুনতে থাকি। ও বিভিন্ন পরিকল্পনা করা হয় কিভাবে এই উদ্যোগ টাকে আরো বড় করা যায় তার বিষয় নিয়ে।বেশ অনেকটা সময় পরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায় । তারপর সেখান থেকে আমি বাড়ির দিকে চলে আসি। আজকে বৃষ্টি পড়তে ছিল হালকা হালকা বাহিরে। তাই আর ব্যাডমিন্টন খেলতে যাই না আর মাঠেও কেউ আসেনি। বাড়িতে এসে কিছুক্ষণ রুমের মধ্যে ফোন নিয়ে শুয়ে থাকি। তারপর খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে ঘুমানোর জন্য শুয়ে যাই
প্রথমে জানি আপনাকে ধন্যবাদ ভাই। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আজকে আপনার পোস্টটি পড়ে একটা ভিন্ন জিনিস জানতে পারলাম। আপনি একটি রক্তদান কমিউনিটির সাথে যুক্ত রয়েছেন , এটা দেখে অনেক ভালো লাগলো। এই সব ভালো কাজের সাথে যুক্ত থাকলে মন ভালো থাকে, এবং ভালো কিছু শিখা ও জানায় যায়। আমার কাছে মনে হয় যে প্রতিটা সময় প্রতিটা দিনই আনন্দে করে থাকা উচিত। কারণ মানুষ চিরকাল বেঁচে থাকবে না। এই বয়সটাও থাকবে না, আজকে আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাকে ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।