Better Life with Steem|| The Diary Game||2 May 2024||

in Incredible India16 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000007485.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🥀সকাল বেলা🥀

1000007404.jpg

আজকে সকালে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তাড়াতাড়ি করে চলে যাই কলেজ রোড। তো সেখানে গিয়ে আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল সেই কাজগুলো করি। তারপর কোচিংয়ে যাব তার জন্য কোচিং এর সামনে। আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি হবে। প্রচন্ড গরমের পর এমন আবহাওয়াটা সবার কাছেই বেশ ভালো লাগে।

1000007406.jpg

তো আমি সকালে কোন কিছু খাই নাই তাই একটা দোকানে গিয়ে এক কাপ চা আর সাথে কেক নিয়েছিলাম। সকালের নাস্তা হিসেবে আমার এগুলোই চলে যায়। তো সেখানে বসে নাস্তা করে চলে যাই আমি কোচিংয়ে। কোচিং শেষ করে বাহিরে বের হই।

1000007417.jpg

বাহিরে বের হয়ে আমার এক সহপাঠির সাথে চলে যাই বাজারে সেখানে সে যায় যাবতীয়তার কিছু বাজার পাতি জন্য তাই সাথে আমাকেও নিয়ে যায়। তো আমিও তার সাথে চলে যাই বাজারে। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ বাজারের লিস্ট করে রেখে দোকানদারকে দিল দোকানদার লিস্ট দেখে একটা একটা করে বাজার দিতেছিল।

1000007424.jpg

তো তার ফাঁকে আমি আর সে চলে যায় একটা হোটেলে কিছু খেতে। দোকানে গিয়ে আমাদের চোখে পড়ে রসমালাই তার উপরে দেখেই খেতে ইচ্ছা করে যায় আমাদের দুজনেরই। আমরাও সাথে সাথে অর্ডার করে ফেলি রসমালাইর। রসমালাই খেতে আমার বেশ ভালই লাগে। তো আমরা দুজনে সেখানে বসে রসমমালাই খাই। তো রসমালাই খাওয়া শেষ করে তারপর আমরা বিল পরিশোধ করে চলে যায় মুদি দোকানে সেখান থেকে বাজার নিয়ে চলে আসি বাড়িতে। আমাদের বাড়ি থেকে একটু সামান্য দূরে আমার সহপাঠীর বাড়ি। সে আমাকে আমার বাড়ির সামনে গাড়িতে করে নামিয়ে দিয়ে তার বাড়ির সামনে চলে যায় গাড়ি নিয়ে। তারপর আমি ঘরে এসে বসে থাকি।

🥀দুপুর বেলা+বিকেল বেলা🥀

1000007447.jpg

তো দুপুরবেলা তাড়াতাড়ি গোসল করে ফেলি কারণ এক জায়গায় দাওয়াত আছে সেই দাওয়াত দিতে হবে তাই একটু তাড়াতাড়ি গোসল করতে চলে যাই। তো গোসল করতে গিয়ে ঠান্ডা পানি পেয়ে আমরা বেশ কিছুক্ষণ গোসল করি। বেশ কিছুক্ষণ সময় সেখানে ব্যয় হয় তাই আমাদের দাওয়াতে যেতে দেরি হয়ে যায়। সময় ব্যয় হয় তার কারণ হচ্ছে আমাদের কাছে ফোন ছিল না তাই কেউ সময় দেখতে পারি নাই। তাও তাড়াতাড়ি করে চলে যাই সেই দাওয়াত এর স্থানে। সেখানে গিয়ে খুব সুন্দর ভাবেই খাওয়া দাওয়া করে চলে আসি সেখান থেকে।

1000007448.jpg

তো আমরা সবাই মিলে এক জায়গায় দাওয়াত খাওয়ার পরে আমরা কি আর বাড়িতে যাবো এত তাড়াতাড়ি তো আমরা একটা ফাঁকা রাস্তা পেয়ে বসে ছিলাম সবাই। সেখানে বসে বসে যে যার মত ফোন দেখতে ছিলাম তো আমি সবাইকে বললাম আসো আমরা সবাই একটা ছবি তুলি বেশ অনেকদিন পর আমরা সবাই মিলে দাওয়াত খেতে আসলাম তাই একটা ছবি তোলা তো লাগেই। তারপর একটা ছবি তুললাম। সেখানেই বেশ কিছুক্ষণ সময় পার করে দেয় আমরা সবাই।

1000007443.jpg

বাড়িতে আসতে আসতে প্রায় ৪:৪০ বেজে যায় তো বাড়িতে এসে বেশ কিছুক্ষণ পাখা চালিয়ে শুয়ে থাকি আমি ওরা যে যার বাড়িতে চলে যায়। তার কিছুক্ষণ পরে চলে যাই আমি রাস্তার দিকে তো রাস্তার দিকে যাওয়ার পথেই দেখা হয় আমার মামার সাথে সে বলল তুই মাঠা তৈরি করতে পারো আমি বললাম হুম পারি তো। তো সে বলল চল তাহলে মাঠা খাই ঘরে দধি আছে। তো আমি ঘরে গিয়ে দেখি আমার খালাতো ভাই ও আছে ঘরে। তো আমরা দুজনে মিলে মাথা তৈরি করলাম মামায় বসে রইল। বেশ ভালোই লাগলো ঠান্ডা ঠান্ডা মাঠা খেয়ে। তারপর সেই ঘরেই আমি আর আমার খালাতো ভাই শুয়ে থাকি পাখা চালিয়ে।

🥀সন্ধ্যা বেলা+রাত্র🥀

1000007484.jpg

তো সন্ধ্যার সময় আমি একটু দোকানের দিকে চলে যাই গিয়ে দোকানের ওইপাশে গাছের উপরে গিয়ে বসি দোকানে না বসে। তো আমার এক বন্ধু আমাকে কল দেয় বলে কই তুই আমি বলি আমি এই পাশে বসে আছি ঘাসের উপরে। বললো আচ্ছা আমি আসতে আছি আমি বললাম আমার জন্য পানি জাতীয় কিছু নিয়ে আসিস। সে তখন আমার জন্য একটা পাওয়ার নিয়ে আসে। জিনিসটা আমার খেতে ওত একটা ভালো লাগলো না তাও ওর মুখের দিকে তাকিয়ে হাসিমুখে খেয়ে নিলাম। তো আমরা দুই বন্ধু সেখানে বসে বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম।

1000007475.jpg

তারপর আমি বাড়িতে চলে আসি এসেই। ফোনটাকে চার্জে দিয়ে পড়তে বসে যাই। আজ প্রথম আমি বাংলা বই খুলে দেখি।অল্প একটু পরার পর। আমি বের হই বাইরের দিকে। বাইরের দিকে বের হয়ে এক জায়গায় বসে পোস্ট লেখি ।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

Sort:  
Loading...
 16 days ago 

অনেকদিন পর আজ সকালের আকাশটা বেশ মেঘলা ছিলো এজন্য তাপমাত্রাও কম ছিলো। মনে হচ্ছিলো আজ হয়ত বৃষ্টি নামবে তবে সে গুড়ে বালি। তবে মনে হয় কয়েকদিনের মধ্যে বৃষ্টি নামবে। বাজার করার ফাঁকে আবার রসমালাইও খেয়েছিলেন।।

বেশ ভালো লাগলো আপনার কার্যক্রম পড়ে। ধন্যবাদ আপনাকে।

জি ভাই আজ মনে হয়েছিল বৃষ্টি নামবে কিন্তু না বৃষ্টি নামলো না। বৃষ্টির জন্য কত কৃষি জমির নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পানি পাচ্ছে না ফসলে মাটি শুকিয়ে যাচ্ছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ।

 15 days ago 

আপনি আজ সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠে সকাল সকাল কলেজ কলেজে গিয়েছেন। সকালে কিছু না খেয়ে যাওয়ার কারণে দোকান থেকে এক গ্লাস রং চা সেই সাথে পাউরুটি খেয়ে সকালের নাস্তা ছেড়েছেন।

অনেকদিন পরে রসমালাইয়ের দেখা দেখেই তো খেতে ইচ্ছা করছে ভাই আমাদের জন্য কিছু পাঠিয়ে দিন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য। আপনাদের জন্য পাঠাবো কিভাবে বিকাশ বা নগদে তো আর রসমালাই পাঠানো যাবে না। তাও আপনার মন্তব্য পেয়ে আমি খুশি হলাম।ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 14 days ago 

প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোচিংয়ে গিয়েছেন। আপনার লাল চায়ের ফটোগ্রাফিটি খুব সুন্দর ছিল।
আবার এক দোকানে গিয়ে রসমালাই খেয়েছেন। সত্যি রসমালাই দেখলে একদম জিভে জল এসে যায়।
আপনাদের ঐদিকেও দেখি আমাদের এলাকার মতো মাটিতে বসে খাওয়ানো হয়।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

@sifat420
Wow great very great your presentation was very nice to read your post and enjoy the way you are sitting together and enjoying and using different drinks and sharing your happiness with us. Are all aspects of your happiness appreciated and valued. Really we should include such people in our happiness and share our happiness with them. Thank you so much. I am really happy to read your post🌹💗
@mona01

Thank you so much for reading my post and for leaving such a nice comment. Be well and be healthy.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66877.70
ETH 3111.64
USDT 1.00
SBD 3.76