Better Life with Steem|| The Diary Game||16 January 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
আজকে আমাদের ডিউটি অফ ছিলো তাই সকাল বেলা ঘুম থেকে উঠি নয়টার দিকে। আমার ম্যাচে খাবার এর ডিমান্ড দেওয়া ছিল তাও আমি সকাল বেলা ম্যাচে খাবার খেতে যাইনি। কারণ এরকম সকাল বেলার ঘুম আর কবে যে পাবো তার নাই ঠিক। আবার এক সপ্তাহ পর বন্ধ পাবো। তাই আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ম্যাচে খাবার খেতে যাই নি। আমার সহপাঠীরা সবাই খাবার খেতে গিয়েছিল। আমি রাতেই বলে দিয়েছি আমাকে ঘুম থেকে জাগাবা না।
তাই তারা আমাকে কেউ আর ঘুম থেকে জাগায় নেই তারা গিয়ে খাবার খেয়ে এসেছে। তো আমি ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে একটা হোটেলে গিয়ে নাস্তা করে আসি। বেশ ভালো লাগে হোটেলে গিয়ে এভাবে পারাটা আর ডাল ভাজি খেতে। তো আমি খুব সুন্দরভাবে সেখানে বসে, সকালের খাওয়া দাওয়া করে আসি।
তারপর সেখান থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে গিয়ে এক কাপ দুধ চা পান করি। সেখানে বসে বসে বেশ অনেকটা সময় ফোন দেখতেছিলাম। আর যা চা পান করছিলাম বেশ ভালই লাগলো এমনভাবে চা পান করতে। বেশ অনেকটা সময় করে সেখান থেকে উঠে দোকানের বিল পরিশোধ করে রুমের দিকে চলে আসি। রুমে এসে নিজের বিছানায় শুয়ে পরি।
বেশ অনেকটা সময় পরে রুম থেকে বেরিয়ে। গোসল করতে চলে যাই গোসল শেষ করে এসেই খাওয়া-দাওয়া করতে ম্যাচের দিকে চলে যাই। তারপর সেখানে গিয়ে সবার সাথে মিলে খাওয়া-দাওয়া করে আসি। খাওয়া দাওয়া করেন আবার রুমে এসে কিছুক্ষণ শুয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকি। বেশ অনেকটা সময় পরে রুম থেকে একটু বাইরে বের হই।
বাইরে বেরিয়ে আমার এক সহপাঠীকে নিয়ে একটা দোকানে চলে যাই। আপনার পাশে দোকান থেকে আমরা হালকা কিছু খাবার ও পানিও কিনি। তারপর সেগুলো দোকানের বাইরে দাঁড়িয়ে খাইও পান করি। তারপর দুজনে বেশ অনেকটা সময় এদিক ওদিক হাটাহাটি করি ও বিভিন্ন কথাবার্তা বলি।
তারপর পাঁচটার দিকে আমি চলে যাই আমার কোম্পানির দিকে। আমাদের কোম্পানিতে ফিঙ্গার এর সিস্টেম আছে। তার জন্য আমাদের আগে আমাদের স্টাফ রুম থেকে সেই ফিঙ্গার এর কাজ ঠিক করে আসতে হয়। তো আমার সহপাঠীরা সবাই কালকে এই ফিঙ্গার এর কাজ ঠিক করেছে। তাই আমি কোম্পানির মধ্যে ঢুকে স্যারের সাথে কথা বলে আমার ফিঙ্গার এর কাজ ঠিক করে কোম্পানি থেকে বের হই।
আমার কোম্পানি থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তো আমি অন্য কোথাও না দাঁড়িয়ে সোজা রুমে চলে আসি। রুমে এসে দেখতে পাই আমার সহপাঠীরা গেম খেলতেছে। তাদের সাথে আমিও গেম খেলতে বসে পরি। বেশ অনেকটা সময় এভাবেই গেম খেলতে খেলতে কেটে যায়। আজকে আমাদের আর কোন কাজ নেই তাই আর কেউ কোথাও বের হই না। গেম খেলতে খেলতেই সময়টা কাটিয়ে দেই।
তারপর রাতের খাওয়া দাওয়া করার জন্য ম্যাচের দিকে চলে যায়। সেখানে গিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আসি। তারপর ম্যাচের বাইরে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি আমরা কয়েকজন মিলে। তারপর সেখান থেকে চলে আসি রুমে রুমে এসে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। কারণ কালকে ডিউটি আছে তাই তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি।
বলা যায় সারা দিন বেশ ব্যস্ততার মাঝেই কেটেছে আপনার, সকালের নাস্তা করা দুপুরের খাবার খাওয়া বন্ধুর সাথে দোকানে দেখা করা। তার ফাঁকে তো কোম্পানির কাজ রয়েছে।।
তবে সবসময় নিজেকে কাজের মধ্যে রাখাটাই ভালো এতে ডিজে এসেও ভালো লাগে, আর কাজ করলে মন মানসিকতা অনেক বেশি ভালো থাকে। সব মিলিয়ে আপনার পোস্টটি পরিবেশ ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।