You are viewing a single comment's thread from:
RE: Contest of June #1 by @sduttaskitchen| Do you believe dedication depends on determination?
কনটেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে কোন কাজ করার ক্ষেত্রে নিজের মনকে ঠিক রাখতে হবে। তবেই না আপনি যেকোন কাজ করতে সক্ষম হবেন। আসলেই যে কোন কাজের ক্ষেত্রে ভালোলাগা, সৎ ইচ্ছা এসব থাকা জরুরী। তবেই না মানুষ জীবনে সার্থক হবে।
আপনি একদম ঠিক বলেছেন, বিশেষ করে এই স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতে গেলে মনের ভেতর ধৈর্য ধরতে হবে।
প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল। ভালো থাকবেন।
যেকোন কাজ করার আগেই সংকল্প গ্রহন করাটা সবচেয়ে জরুরী। নাহলে যত ভালো কাজেই দেয়া হোক না কেন সেটা করার ইচ্ছে করবে না।
সত্যি বলতে স্টিমিট প্ল্যাটফর্ম আমার জার্নি খুবই অল্পদিনের। আমার নিজেরই সবকিছু খুব ভালো করে জানা নেই। তারপরও আমার যেটুকু মনে হয়েছে সেটুকুই আমি লিখেছি।
এতো চমৎকার করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময় এইশুভ কামনা রইল আপনার জন্য।